পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেহ কর-সরোজ ধরিল ব্রজনারী । কেহ বাছ চন্দন-চর্চিত অংসে ধরি। অঞ্জলি পাতিয়া নিল তাম্বুল চর্বণ। কেহ কুচযুগে পদ কৈল আরোপণ ॥ কেহ কোপে ক্রকুটি কটাক্ষপাত করি। অধর দংশিয়া দস্তে রহে ব্ৰজনারী ॥ কোন গোপী আঁখিযুগ ধরিয়া নিমিষে। শ্ৰীমুখ-পঙ্কজ-মধু পিয়ে মুধারলে। কোনো গোপী আঁখিরন্ধে হৃদয়ে করিয়া। মনে আলিঙ্গন দিল আনন্ধে পূরিয়া। কৃষ্ণ দরশনে হৈল আননা প্রচুর। খণ্ডিল বিরহতাপ দুঃখ গেল দূর । পরম জান দনিধি মজিল রমণী । কেৰ কোথা আছে কেহ কিছুই না জানি। সহজে কন্যপকোটি রূপ মনোহর। রমণীমণ্ডলে শোভে অধিক সুন্দর। ৰমুন-পুলিন-বন বিকল-মন্দার। প্রফুল্ল কুমুম কুন্দ ভ্রমরঝঙ্কার । শরদ বিমল চান্দ কিরণ সংহতি । খণ্ডিল রজনীতম ঝলমল জ্যোতি ॥ যমুনার তরঙ্গতট কৈল বিরচিত । কোমল তরলতট বালুক শোভিত ॥ ব্ৰজবধু লয়্যা তাছে কৈলা পরবেশ । বিবিধ কৌতুক কেলি কৈল হৃষীকেশ। রাসারসবিলাস বিবিধ কেলিকলা । ত্ৰৈলোক্যমোহন বেশ দেখি নন্দবালা । মনোরথ সাগরে রমণী কৈল পার। যেন শ্রীতিগণ পাইল তত্ত্বের বিচার ॥ নিজ নিজ বালে গোপী বচিল আসন । তাহার উপরে বৈসে প্রভু নারায়ণ ॥ যোগীন্দ্র হৃদয়ে যার কল্পিত আসনে । হেন প্রভু রহে ব্ৰজযুবতীর সনে। কমলার মন হরে হেন রূপ ধরে । তা দেখিয়া ব্ৰজগোপী আপন পাসরে ॥ কটাক্ষ-মোচন কেহ করয়ে বিলাল। মধুর বচন কৈল কেহ মৃদ্ধহস। চরণ তুলিয়া কেহ কোলে তুলি নিল। কুচের উপরে কেহ হস্ত তুলি দিল। ঈষৎ করিয়া ক্ৰোধ বলে ব্রজনারী । শুন প্রভু বলি কিছু বোল দুই চারী। গ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ৪২১ যে ভজে তাছাকে পাছে ভজে কখোজন। ন ভজিতে কেহ তজে কি তার কারণ। ভজে বা না ভজে কেহু নহে তজমান। কি হেতু এ সব প্ৰভু কহ বিদ্যমান। গোপী সব দিল যদি কটাক্ষে উত্তর । হাসিয়া কি বলে বাণী প্ৰভু দামোদর। ভজিলে যে তজে সখি ধৰ্ম্মে নাছি লেখি । পরহিত নহে সে আপন কাৰ্য্য দেখি । লা ভজিলে তজে যে কেবল দষাময়। বিনা হেতু যেন পুত্রে পিতার হৃদয় । এই সে পরমধৰ্ম্ম এই পরহিত । শুন সখি আর আমি হে কহি বিহিত ॥ না ভজিলে ভজিব আছুক তার কাজ । সৰ্ব্বভাবে যে ভজে না যায় তার কাছ। কেহ তার আত্মারাম নিজমুখে মুখী । তে-কারণে ধৰ্ম্মাধৰ্ম্ম অপেক্ষা না দেখি । আপ্তকাম কেহ তার অমোঘ-বাঞ্ছিত । তে-কারণে নাহি তার পরহিতাহিত। মূখজন কেছনছে কার্য্যের বিচার। ভজিতেছ না ভজে অজ্ঞান দুরাচার। গুরুদ্রোহী কেহ তারা ভজিলে না ভজে । কহিল সকল সখি তোমার সমাঝে ॥ এসব জলের মধ্যে আমি কেহ নহি । শুন সখি আমার সহজ কথা কহি । তটি লেহু ন ভজি আমার এই রীতি । নিরবধি ভঙ্গে যেন করিয়া পীরিতি। অধনে লভিলে ধন হারায় যখনে । তাহার f বার আর কিছুই না জানে। ভজিলে না ভজি আমি এই সে কারণে ॥ চিস্তিতে ভকতি যেন বাঢ়ে আছুক্ষণে । লোক বেদ পতি বন্ধু গৃহ পরিজনে ॥ এসব ছাড়িলে সভে আমার কারণে । তবে যে তোমারে তেজি রহিল অস্তরে। আমাতে ভকতি যেন বাঢ়ে নিরস্তরে। জানিএ) করহ 4ে tধ শুন ব্রজরামা । আমি অপরাধী তোমা গুণে নাহি সীমা। তোমরা ভজিলে ধরি প্ৰেমযুক্ত তক্তি । তাহা কি শুধিতে পারি আমার শকতি। ব্ৰহ্মার বয়েলে যদি করি উপকার। তবুত শুধিতে সখি না পারিৰ বার।