পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপরুপ ধরিয়া আছিলে কি কারণে। কোন পুণ্যে দিব্যরূপ ধরিলে এখনে ॥ সপ বলে শুন গোসাঞি কহি বিদ্যমান । তোমার কৃপায় মোর হৈল পরিত্রাণ ॥ বিদ্যাধর ছিলু মুঞি নামে সুদর্শন। বিকৃত আকার মুঞি দেখি ঋষিগণ ॥ ৩+সভা দেখিযা মোর উপজিল হাস। ক্রোধ করি মুনিগণ মোরে দিলা শাপ ॥ দেহের গরবে বেটা কর অহঙ্কার । সপজাতি হয়্য। গিয়া রহ চিরকাল ॥ তোমার কৃপায়ে হৈল শাপ-বিমোচন । কুযোনি-জনম দুঃখ পণ্ডিল এখন ॥ অখিলজগতগুরু পরশে চরণে । দ্বিজ-দণ্ড-বিমোচন হৈল তে-কারণে ॥ যায় নাম শুনিলে আশেষ পাপ হরে । সে প্ৰভু চরণ দিযা পরশে যাহারে। তার কি ছুরিত-দুঃখ রহে কোণকালে । আজ্ঞা দেহ প্ৰভু মোবে চলি নিজ বে। প্রদক্ষিণ করিয়া কবিল দণ্ড মুতি । আজ্ঞা শিরে ধবিয়া চলিল দিব্যগতি ॥ কৃষ্ণের মহিমা দেখি ব্ৰজবাসিগণে । স্বান দান ব্রত সমাপিল আর দিনে ॥ কৃষ্ণের মহিমা গুণ সৰ্ব্বলোকে গাই। গোকুলে চলিলা গোপ মহানন্দ পাই। একদিন রামকৃষ্ণ দুই সহোদরে । বৃন্দাবনে রাসকেলি রচিল সত্বরে । মল্লিকা মালতী জাতি গন্ধ পরচার । বিমল যামিনী চারু ভ্রমর ঝঙ্কার ॥ চেন অদ্ভুত বনে রমণীমণ্ডল। শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 8ર& তার মাঝে শোতে বনমালী হলধর ॥ দিব্যগন্ধ তুলসী লম্বিত বনমাল। ললিত কুণ্ডল দোলে বিলুলিত হার ॥ দিব্যগন্ধ মলয়ক বিলেপিত অঙ্গ । বহুবিধ মনোরথ উদিত তরঙ্গ । রমণীমণ্ডল মাঝে করে রাসকেলি। ললিত মধুর গীত গায় বনমালী ॥ হেনকালে শঙ্খচূড় কুবেরকিঙ্কর। সম্মুখে আসিয়া দেখা দিল নিশাচর ॥ গুরিয়া রমণীগণ মিল বিদ্যমানে । গোধন হরিয়া যেন লয় দুষ্টগণে । চলিল উত্তর দিগে পৰ্ব্বত আকার । ভধ নাহি মনে তার বড় দুরাচার ॥ রামকৃষ্ণ বলি গোপা কান্দে উচ্চস্বরে। রামকৃষ্ণ দুই ভাই কোন যুক্তি করে। দুই ভাই উফড়িল ছুই গাছ শাল। ধর ধর বুলিয়া ধাইল যেন কাল ॥ ভয় পেয়া শঙ্খচূড ছাড়ি গোপীগণ । পালায় পাপিষ্ঠ যক্ষ রাখিয়া জীবন ॥ তার পাছে পাছে তবে গেলা দামোদর। গোপীগণ রাখিঞা রহিল হলধর ॥ কথোদুরে গিয়া তীরে ধরিল সম্বন্নে। দুই খান কৈল শির মুটকিপ্রহরে। তার শিরে আছিল বিচিত্র মণিবর। বলরামহস্তে লয়্যা দিল গদাধর ॥ হেনরূপে শঙ্খচু বধিলা শ্ৰীহরি। রমণীমণ্ডলে কৈল অপরূপ কেলি। ভক্তি-রস-গুরু শ্ৰীগদাধর নি । ভাগবত-আচার্ষ্যের মধুরল গান ৷ ইতি ঐভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে প্রেম-তরদিণীচতুস্ত্রিংশোহধ্যায়: ॥ ৩৪ ৷ 6.8