পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছাড়িল কৃষ্ণের গুণে পতি মুত-দায়া । হেন প্রভু বিহুরে গোপাল বেশ হয়। কুন্দ কুশুমদাম-বিললিত বেশ । ব্ৰজশিশু মাঝে নটবর হৃষীকেশ ৷ যখনে তোমার পুত্র করয়ে বিহার। হরয়ে গোপীর চিত্ত ননের কুমার। তখনে মলয়বাত বহে মুশীতল ৷ চৌদিগে বেঢ়িয়া গায় গন্ধৰ্ব্ব কিন্নর। কেহ নাচে কেহ গীত সুমধুর গায় । হেন অপরূপ লীলা করে যন্ধুরায় ॥ গোধন চরায়্যা হরি দিন অবশেষে । যখনে আসিয়া হরি গোকুলে প্রবেশে । ব্ৰহ্মা আদি সুরগণ আসিয়া তখনে। পথে পথে রহি করে চরণ-বনানে ॥ অনুচর বালকে বেঢ়িয়া গুণ গায় । হেনরূপ কহ লীলা করে যদুরায় ॥ তরলিত শ্রমজল বদনমণ্ডলে । গোধুলি ধুসর-অঙ্গ কুটিল কুণ্ডলে । ব্ৰজবধু-নয়নের আনন্দ বাঢ়ায় । শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 8ՀԳ কত ভাতি কত লীলা করে বস্তুরায় । দেবকী জঠরে দ্বিজরায় উতপন্ন। ওহি গোপকুলে আসি হৈলা উপসন্ন । মদমত্ত গজরাজ বিহরে বিশাল। কনক কুণ্ডল দোলে গলে বনমাল ॥ বদন সুন্দর জিনি পূর্ণ শশধর। (১) গোকুলের দিন তাপ হরয়ে সকল । এইরূপে গোপীগণ কৃষ্ণগুণ গায় । গীত অবলম্ব করি দিবস গুঙাষ ॥ কৃষ্ণ বিনে গোপীগণে না দেখয়ে আন । গোপীনাথে নিয়োজিল তনু মন প্রাণ ॥ কি কহিব গোপীকুলে প্রেমের উদয় । ক্ষণে যুগশত যার কৃষ্ণ বিনে হয়। এই গোপী গীত যেবা ভক্তিভাবে শুনে । প্রেমভক্তি হয় তার পুণ্য দিনে দিনে ॥ জ্ঞান গুরু গদাধর ধীরশিরোমণি । ভাগবত-আচাৰ্য্যের প্রেমতরঙ্গিণী ॥ (১) "বয়ান বদৰ ফল —পtঠাস্তুর । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে প্রেম তরঙ্গিণীপঞ্চত্রিংশোহধ্যায়: ॥ ৩৪ ৷ স্কট ত্রিংশ অধ্যায় । আর অদভূত কথা শুন সাবধামে । বৃকাসুর বধ কথা কহিব এখনে ॥ ৰুষরূপ ধরি এক দৈত্য মহাবল । গোকুলে প্রবেশ কৈল মহা ভয়ঙ্কর ॥ লাঙ্গুলের বাড়ি মারে পর্বত উপরে। ভাঙ্গিয়া পৰ্ব্বত-চু পড়ে ভূমিতলে। যেখানে চরণ ধরে সেখানে তলায় । গোকুলের প্রজাগণ দেখিয়া ডরায় । মল মূল ছাডে সেহ নয়ন চুলায় । সেই প্রাণ ছাড়ি মরে যার দিকে চায় ॥ দেবলোক কম্পে তার নিষ্ঠুর গঞ্জনে ॥ হেনকালে খসিয়া গর্ত পড়য়ে তখনে ॥ শত শত মেঘগণ পৰ্ব্বত গেয়ানে । বেfাটের উপরে তার রহে স্থানে স্থানে ॥ সারঙ্গ রাগ । এইরূপ ফুরন্ত অমুর মহাকায় । গোকুল ছাড়িয়া লোক তরাসে পলায় ॥ গোপগোপী গোকুলের যতেক গোধন । কৃষ্ণের চরণে গিয়া পশিল শরণ ॥ কৃষ্ণ কৃষ্ণ ভকতবৎসল ভগবান। নিজ পরিজন তুমি কর পরিত্রণি ॥ গোকুলের ক্ৰন্দন দেখিয়া দয়াময় । আশ্বাসিল গোপগণে না করিহ ভয় ॥ ডাক দিয়া বলে কৃষ্ণ অারে দুরাচার। পশুগণে ভয় দিয়া কি মুখ (১) তোমার ॥ দুষ্ট-বিনাশন আমি খল-বিনাশন । থাকে তোর শক্তি বেটা করলিঞা রণ ॥ (২) পাঠান্তর—,"গুণ ।”