পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেই লে আমার মৃত্যু দেৰগণে কহে। শত্ৰ করি চলিৰে বিলম্ব যেন নহে ॥ দধি-দুগ্ধ-ভেট ঘাট সাজিয়া অপার। নন্দ আদি গোপ যেন হয় আগুলার ॥ রামকৃষ্ণে আন তুমি রথেতে তুলিয়া। দ্বীরেতে মারিব কুবলয় গজ দিয়া ॥ তমু যদি না মরে মারিব মল্লয়ণে। তবে বসুদেবে আমি (১) মারিব পরাণে ॥ তবে তার মরিব যতেক বন্ধুগণ। উগ্ৰসেন পিতা তার লক্তিাব (২) জীবন ॥ বুদ্ধকালে রাজ্যলোভ যার এত বড়। মরিব দেবক তার ভাই সহোদর। তবে যে যে দ্বেষ ভাব করএ আমার । সবংশে তাহার আমি করিব সংহার ॥ তবে অক। ক চৈব রাজ্য অধিকার । ঙ• সিন্ধ আছে গুরু সহায় আমার ॥ শম্বব নরক বাণ সহস্ৰেক কর । এই আদি আছে মোর বান্ধব সকল । ( ১ ) পাঠান্তর,—"আনি” । ( ১ ) পাঠাস্তল,—"লইব* । শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 8వ నె এ সব সহায় করি বিপক্ষ মারিব । সুখে বসি রাজ্যভোগ আনন্দে করিব ৷ এ বোল বুঝিয়। তুমি চল ত্বরাত্বরি । রামকৃষ্ণ দুই ভাই আন রথে করি ॥ রাড়পুরী নাহি দেখ তুমি বৈল বনে । যজ্ঞ-মহোৎসব চল দেখ দুই জনে । এই ছলে ভাণ্ডিয়৷ আনহ দুই ভাই । পরম বান্ধব দেখি তোমারে পাঠাই । তবে কিছু কহেন অঙ্কুর সুপণ্ডিত । যে কিছু কহিলে রাজা সব সমুচিত । পরম যতনে কাজে আপনার সাধি । হয় বাণ হয় তাহে বলবান বিধি । বিধি করিবারে পারে দুর্ঘট ঘটনা। যতনেহ নহে সিদ্ধি বিধির খণ্ডন । তথাপি পুরুষে কাজ সাধিব যতনে । হল বা না হউ সিদ্ধি বিধির ঘটনে ॥ সাধিব তোমাব কাৰ্য্য যতন করিয়া । অক্ৰুর চলিল তবে এতেক বুলিয়া ॥ বিদায় মাগিয়া মন্ত্রিগণ গেলা ঘরে । আজ্ঞা দিয়া কংস প্রবেশিলা নিজপুরে । ধীর-শিরোমণি এ গদাধর জান । ভাগবত-আচায্যের মধুরল গান ৷ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহি তায়াং বৈয়াসিক্যtং দশমস্কন্ধে মৃঢ়াত্রংশোহধ্যায়: ॥ ৩৬ । সপ্তরিংশ জাৰ্বfrয় | কংসের আদেশে কেশী ঘোড়ারূপ ধরে । নন্দের গোকুলে গিয়া উঠিলা সত্বরে ॥ পৃথিবী বিদার কLর পদখুরাঘাতে । ত্রিভুবন কঁপাইল হেলিত শবদে । শটা ছটাছটি মেঘ কৈল খণ্ডখণ্ড । অঙ্গভবে টলমল করে ভূমিখণ্ড ॥ বিশাল নয়ন তার বিকট বদন । মহাবেগ কলেবর ভীমদরশন ॥ নন্দের গোকুলে বেট কৈল আগুয়ান । তা দেখিয়া গোপগণ হৈলা কম্পমান ॥ সম্মুখ দেখিল দৈত্য প্রভু যদুবর । প্রভু দেখি ক্রোধে তার জলিল অস্তর। দুরন্ত অমুর সেই মহাপাপমতি । দুই পদ তুলিষা মারিল এক লাথি । লাথি মারিলেক ৰেটা বুকের উপরে । কটাক্ষে বঞ্চিল তাহা প্ৰভু গদাধরে। সেই দুই পদ তার দুই ইস্তে ধরি । সপ্তপাক ফিরাইল আকাশেতে তুলি । অবজ্ঞানে পাকামরি পেলিল মিঠর । চারি শত চওঁ গিয়া পড়িল অমুব ॥