পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 8ඌර් পাষাথে রুধিয়া তার ছুয়ার রাখিল । অবশেষে চারি পাঁচ ছাঁওয়াল রহিল। (১) (১) সাহিত্যপরিষৎ কর্তৃক প্রকাশিত পুস্তকের পাঠ,— তাহাতে আবন্ধ খেলা পাতিল কৌতুকে । পক্ষ-লুল্লকানি যাকে বোলে শিশুলোকে । কেহ চোর কেহ তাথে পাইকরূপ ধরে । ভেড়ারূপ ধরি কত বালক বিহরে । ভেড়া চুরি করে চোর শিশু লঞা যায়। পক্ষ চোর ধরি ভেড়া কাঢ়িয়া রহায় । ময়দানবের পুত্র ব্যোম মহাবল । চোররূপে প্রবেশিল চোরের ভিতর ॥ বালকের মাঝে কোন অন্মর প্রবেশ । বুঝিয়া রহিল মনে প্রভু হৃষীকেশ । গুটি গুটি করে বেটা বালক চোরায়ু । পৰ্ব্বতগহবরে লএ বালক ভরায় । প্রস্তরে রোধিয়া তার ফেলিল দুয়ার ে অবশেষে চারি পাচ রহিল ছাওয়াল । ছাএ,—(ছ, শিশু) শিশুকে । দুষ্টকৰ্ম্ম দুষ্টের জানিয়া হৃষীকেশে। আর শিশু লঞা যাইতে ধরিল নিৰ্য্যাসে। পলাইতে না পারিয়া দৈত্য দুরাচার । নি-রূপ ধবে তবে পৰ্ব্বত-আকার ॥ তবে প্ৰভু অমুরে পেলিয়া ভূমিতলে। চাপিয়া বসিল তার বুকের উপরে। মুগু উফড়িয়া অঙ্গে প্রবেশ করায়। টান দিঞ চারি হস্ত পদ উফড়ায় । তথাই প্রবেশ করাইল আরবারে। পশুমধ্যে কৈল ব্যোম দৈত্যের সংহারে ॥ মেলিয়া দিলেন প্রভু গহবরদুয়ার। তবে শিশুগণ লয়্যা কৈলা আগুসার ॥ অনুগতে গায় গীত দেবে করে স্তুতি। গোকুলে প্রবেশ কেলা ত্ৰিভূবনপতি। ধীর শিরোমণি শ্ৰীগণধর জান। ভাগবত-আচার্য্যের মধুরল গান ৷ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্বন্ধে সপুত্রিংশোহধ্যায়: ॥ ৩৭ ৷ SN ZE o-po-o-Fo জাল্পত্রিং তাধ্যায় | পাহিড়ী রাগ। রজনী বঞ্চিয়া ঘরে অকুর প্রভাতকালে কংস অনুগ্রহ কৈল গোকুলে পাঠায়্যা দিল গোকুলে চলিলা হরষিতে । পাদপদ্ম দেখিব নয়নে । রথে করি আরোহণ এই চিস্তে মনে মন যার নখ-মণিজ্যোতি পায়্যা পাইল দিব্যগতি মোর ভাগ্য হৈল আচম্বিতে ॥ পার হৈল মহামহাজনে ॥ শুন শুন নরপতি অক্ৰুর সে মহামতি ব্ৰহ্মা ভব আদি স্বরে ধ্যানে যার পূজা করে পথে পথে এই চিন্তে মনে । লক্ষ্মীদেবী করয়ে চিস্তনে । মুঞি কোন তপ কৈলু মহা নে দান দিলু এমত দুল্লভ পদ বনে বনে উপগত আজি কৃষ্ণ দেখিব লয়নে ॥ গোপীকুচ-কুকুমমণ্ডনে। হেন মোর কি ঘটিব প্রভুন্দরশন হৈব ললিত কপোলদেশ কুটিল অলকা-কেশ মুঞি সে অধম মন্দমতি। নব-কঞ্জ-অরুণ-লোচল । যেন বেদ-অধিকার শূদ্রে নহে ব্যবহার নিশ্চয় দেখিব আজি শ্ৰীমুখমণ্ডল জ্যোতি তেন মূঞি হীন অধোগতি। প্রদক্ষিণ করে মৃগগণ । পুন বলে লে অক্রুর অমঙ্গল গেল দূর পূর্থীর হরিতে ভার নররূপে অবতার আজি মোর জনম সফলে । অশেষ লাবণ্য গুণ ধাম । যোগী খ্যান করে যায় মুঞি হৈব সমস্কার মোর ভাগ্যে র্তার সহে যদি দরশন হয়ে লে প্রভুর চরণকমলে। তবে পূর্ণ হয় সৰ্ব্বকাম ॥