পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পতি মুত বন্ধু তেজে যাহার লাগিয়া । সে কেমন যায় গোপ-যুবতী তেজিয়। ধন্ত পুরবধূ তাদের সফল জীবন। শুভ রাত্রি পোহাইল শুভ দিন ক্ষণ । মধুপুরে পরবেশ করিব মুরারি । ইমুখ দেখিব তার প্রেম-নেত্র-ভরি। তা-সভার মৃদু মন মধুর বচনে । হরিব কৃষ্ণের চিত্ত আসিব কেমনে ॥ গ্রাম্যবধু আমি সব গোপী বনচারী। আর কি আসিব পুর বধু প্রেম ছাড়ি ॥ ধন্ত হৈব আজি সব মধুপুর লোক । বাঢ়িবে সম্পদ দূরে যাবে দুঃখ শোক । পথে যাইতে যে দেখিব দৈবকীনন্দন। সফল নয়ন তাদে সফল জীবন ॥ চেরদেখ দারুণ অক্রুর নাম ধরে। বচনেহ আমা-লতায় সন্তোষ না করে। কৃষ্ণকে হরিয়া নিব এই তার চিত্তে । তিলেকে হরিয়া নিল কৃষ্ণের পীরিতে ॥ হের দেখ রথে কৃষ্ণ চঢ়িল নিশ্চয় । এমন দারুণ লোকে বলে দয়াময় ॥ খুব গোপগণে মত্ত করায় তুরিত । বুদ্ধ গোপগণে তারা না বলে উচিত । এতেক জানিলু আজি বিধি হৈল ৰাম | কি বুদ্ধি করিব আজি না দেখিএ আন । ধরিয়। রাখিব লজ্জা ভয় পরিহরি । দেখি বৃদ্ধ গুরুগণে কি করিতে পারি। যাহা বিনে যায় প্রাণ তিলেক না রয় । কেন সে করিব গুরুজন লজ্জা ভয় ॥ যার সঙ্গে রাস রস-বিহীর মণ্ডলে । ললিত বিলাস হাস কেলি কুতুহলে। কত কত রান্ত্রি গেল তিলেক সমানে । কেমনে রাখিব প্রাণ হেন কৃষ্ণ বিনে ॥ এই বলি গোপীগণ হইয়া ব্যাকুলি । উচ্চস্বরে কানো লজ্জা তেজি কৃষ্ণ বলি । গোবিন্দ মাধব বুলি কান্দে উচ্চস্বরে। রজনী প্রভাত হৈল হেন অবসরে । সান্ধ্যকৰ্ম্ম করিয়া আক্রর মতিমান । রাম-কৃষ্ণ রথে তুলি হুৈল আগুয়ান । শকট পুরিয়া দধি দুগ্ধের কললে । গোপগণে সাজিয়া চলিল চারি পাশে ॥ গোপীগণ চলিলা কৃষ্ণের অনুসারে । না জানি কি ৰোলে কৃষ্ণ প্রবোধে আমারে শ্ৰীকৃষ্ণ-প্রেমতরজিণী 8○● বুঝিয়া গোপীর ভাব প্ৰভু দয়াময়। দূতমুখে প্ৰবোধিল গোপীর হৃদয় । আসিব গোকুলে আমি শোক পরিহর । হৃদয় সন্তোষ করি নিজ ঘরে চল । এ সব বচন তবে শুনি গোপীগণে । চিত্তেতে প্রবোধ করি রহে সেইখানে ॥ যাবত দেখিল রথ রথের মণ্ডলী । বাবত দেখিল রথ-ধ্বজ-পত্রাবলি। যাবত রথের রেণু দেখিল নয়নে । চিত্তের পুত্তলী যেন রহিলা ধেয়ানে। তবে গোপী বাহুড়িয়া গেল নিজ ঘর । কৃষ্ণকথা কহি জীউ রাখে নিরস্তর ॥ ননা আদি গোপগণ সঙ্গে হলধর । কালিনীর তীরে উত্তরিলা দামোদর। তীৰ্থজল পরশিয়া কৈলা জলপান । বসিয়া বৃক্ষের তলে রাম-ভগবান। অক্ৰুর বলায়্যা কৃষ্ণুে রথের উপরে । আজ্ঞা লঞা গেলা তীর্থে স্নান করিবারে ॥ ব্ৰহ্মমন্ত্ৰ পঢ়িয়া অঙ্কুর কৈলা স্নান। কেবল নিষ্কল ব্ৰহ্ম করিয়া ধেয়ান ॥ রাম-কৃষ্ণে দেখে তবে জলের ভিতরে। সবিস্ময় হয়্য" মনে ভাবিল বিস্তরে ( ১ ) ॥ বসুদেব পুত্র দুই রথের উপরে। তবে কেন দেখি এথা জলের ভিতরে ॥ রথে বা না থাকে উঠি দেখি এ তথাই। দেখে সেইরূপে রথে আছে দুই ভাই। আরবার আসিয়া মঞ্জিল সেই জলে । মহা সপরাজ দেখে মৃণাল-ধবলে ॥ সহস্ৰবদন ফণা সহস্র উজ্জল । পৰ্ব্বতের শৃঙ্গ যেন শ্বেত কলেবর ॥ অহিপতি করে স্তুতি মুর-সিদ্ধগণে । অম্বর কিন্ত্রর করে বিবিধ স্তবনে । তার কোলে দেখে ঘনশ্যাম কলেবর । পীত বস্ত্র পরিধান পুরুষ-শেখর । শঙ্খ-চক্র-গদা-পদ্ম শোভে চারি করে । পদ্মপত্র-নয়ন অরুণ মলোহরে ॥ প্রসন্ন বদন চারু হাস আলোকন ! চারু কর্ণ চারু ভুরূ কপোল শোভন ॥ আঞ্জামুলম্বিত ভুজ অরুণ অধর । শ্ৰীবৎস লক্ষণ পীন উচ্চ বক্ষঃস্থল। ( ১ ) পাঠাস্তুর,— "বিস্ময় ভাবিয়া মনে চিস্তিল আক্ররে -