পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্বজীৰ সাক্ষী তুমি আত্নী সভাকার। তোমাতে প্রণাম সদা রঙ্গক আমার । ( ১ ) তোমার মায়ারে করে প্রপঞ্চ নিৰ্ম্মাণ । হেন তুমি অনাদি নিধন ভগবান। দহন বদন তোমার পৃথিবী চরণ । আকাশমণ্ডল নাভি দিনেশ-লোচন। দশদিগ শ্রুতিযুগ মুরলোক শির। ইন্দ্র আদি স্বরগণ শ্ৰীভূজ গম্ভীর। সাগর উদর তোমার বৃক্ষ লোম হয়। জলদ কুস্তল নখ যত গিরি হয় । নিমিব রজনী দিন বীৰ্য্য যরিষণ । তোমাতে কল্পিত সব স্থাবর জঙ্গম ৷ যেন জলজন্তু গেলে করযে সঞ্চার। উড়ম্বর ফ-ল যেন মশকবিছর। যত যত রূপ ধর যে যে অবতারে । লে সব মহিমা গাই মুখে লোক তরে । নমো নমো মৎস্যরূপ আদ্যি অবতার। প্ৰলয়-সাগর-মাঝে বিচিত্র বিহার ॥ হয়গ্ৰীবরূপে মধুকৈটভ মর্দন। নমো নমো হয়গ্রীব বেদ-বিধায়ন ॥ নমো নমো কূৰ্ম্মরূপে দিব্য-অবতার। অমৃতমথনে ক্ষীরসমূদ্র বিহার ॥ নমো যজ্ঞ অবতার বরাহ মুরতি । দশন-শিখরবরে উদ্ধারিলে ক্ষিতি ॥ নমো নরসিংহ মহা দৈত্য-বিদারণ । ত্রিভুবনে সাধুজনে ভয়-নিবারণ " নমো নমো অদভূত-বিক্রম বামন ॥ বলি ছলি পূরণ রে দিলা ত্রিভুবন । নমো রাম ভৃগুপতি দ্বিজ অবতার। হরিলে ক্ষত্রিয় বধি পৃথিবীর ভার ॥ (১) সৰ্ব্ববুদ্ধি আত্মা তুমি সৰ্ব্ববুদ্ধি সিদ্ধি। তোমাতে প্রণাম মোর রঙ্গে নিরবধি ॥" —পাঠাস্তুর । অনাচ্চ-- "সৰ্ব্বলোক আত্মা তুমি সৰ্ব্ববৃদ্ধি-সাক্ষী । তোমাতে প্রণাম মোর রহ নিরবধি ॥" শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 8óጫ নমো রাম রঘুবর রাবণমর্দন। নমো বামুদেব কৃষ্ণ দৈবকীনন ন । নমো সঙ্কর্ষণদেব প্রত্যুম্ন-চরণে । অনিরুদ্ধপদযুগ করিয়ে বন্দনে ॥ নমো বৃদ্ধরূপ দুষ্ট দৈত্য-বিমোহন। কন্ধিরুপে কর ম্লেচ্ছকুল বিনাশন ॥ তোমার মায়ায়ে সৰ্ব্বলোক বিমোহিত । অসত্যে ভাবিয়া কৰ্ম্মপথে নিয়োঞ্জিত । দেহ গেছ পুত্র দাব স্বপন সমানে। সত্য বলি আমি তাথে করিয়ে ভ্রমণে ॥ অনিত। এ সব সভে দুঃখ মাত্র সার । সত্যবুদ্ধে করিয়ে তাহাতে অহঙ্কার। হেন সে অধম মুঞি মুখ অগেয়ান । হৃদয়ে না লয় তুমি আত্মা বন্ধু জ্ঞান ( ১ ) । তৃষিত জনের যেন হয় মতিনাশ । তৃণ আচ্ছাদিত জল আছে নিজ পাশ । তাহা তেজি ধায় যেন মুগত্যুষ্ণা দেখি । এমত অধম তোমা না দেখিল আঁখি ॥ কাম্যকৰ্ম্মে হত মন নিরোধ না যায় । ইঞ্জিয় বিষয়গণে বান্ধি লয়্যা ধায়। এখনে শরণ লৈলু চরণকমলে। অসৎ-দুবাপ দুই-পদ বেদে বলে । যখনে সংসার-বন্ধ ছুটিৰ যাহার । অনায়াসে সাধুসঙ্গ মিলয়ে তাহার ॥ তবে তার মতি হয় তোমার চবণে । সেই সে ঘটিল মোর বুঝি অম্বুমানে। নমো জ্ঞানদাতা প্ৰভু পুরুষ-প্রধান । সভার জ্ঞানের হেতু তুমি ভগবান ॥ তুমি বাসুদেব ব্রহ্ম অনস্ত-শকতি। তোমার চরণে বহু অনস্ত প্ৰণতি ॥ মহাভয় নিবারণ প্রপন্ন-পালন । রক্ষ রক্ষ রক্ষ মোরে প্রভু নারায়ণ ॥ শ্ৰীগদাধর ধীর-শিরোমণি জান । ভাগবত-আচার্য্যের মধুরস গান ৷ ( ১ ) পাঠান্তর,— "হেন সে অধম মুঞি মূখ অতিশয় । তুমি আত্মা বন্ধু ধন হৃদয়ে না লয়।" ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে চত্বারিংশোহধ্যায়: ॥ ৪০ ৷