পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একচত্ত্বাৱিংশ জ7ধ্যায় বেলোয়ার রাগ । শুকমুনি বলে রাজা কহিব বিশেষ । এই পদ পাখালিয়া বলি দৈত্যেশ্বর। অকুরের স্তুতি শুনি প্রভু হৃষীকেশ। জগৎ ভরিয়া যশ রাখিল নিৰ্ম্মল ॥ নিজরূপ সম্বরিয়া কেল৷ অন্তৰ্দ্ধান । জলে হৈতে উঠিলা আক্রর মতিমান। নিত্য কৰ্ম্ম করিয়৷ উঠিলা নিজরথে । তবে তারে কিছু জিজ্ঞাসিলা গোপীনাথে । অকুর তোমারে কিছু দেখিএ বিস্মিত । জলে কি দেখিলে তুমি কিছু অদভুত। এ বোল শুনিঞা দিল আক্রর উত্তর । তোমা বিনে কি অদ্ভুত আছে যদুবর। যত অদভুত আছে এ মহীমণ্ডলে । যত যত অদভুত আছে জলে স্থলে । যত অদভূত আছে আকাশ পাতালে। শ্ৰী অঙ্গের এক দেশে আছয়ে সকলে (১) । হেন অদভূতময় তোমারে দেখিল। কোন অদভূত নাতি দরশন হৈল ॥ এ বোল বুলিয়া বুধ চালায়্যা সত্বরে । রাম-কৃষ্ণে লৈয়া গেলা মথুর নগরে । থে পথে যত গ্রাম নগর আছিল। আসিয়া তাহার লোক আনন্দে দেখিল । বিলম্ব দেখিয়া নন্দ আদি গোপগণে । আগু বাঢ়ি নিল গিয়া পুর উপবনে ॥ ধরে ধীরে বলরাম অক্রুর সহিতে । দৈবকীনন্দন গিয়া উত্তরিল রথে । একত্র মিলিল গিয়া দিন অবসানে। অক্ৰুরের তরে কৃষ্ণ বুলিলা আপনে ॥ হাতে হাতে ধরিয়া বোলয়ে হৃষীকেশ । তুমি আগে কর গিয়া পুর-পরবেশ ॥ রথে হৈথে নামিঞা রহিব স্থানে স্থানে । দেখিব কিরূপ পুরী বিচিত্ৰ নিৰ্ম্মাণে ॥ এ বোল শুনিঞা বলে গান্দিনীকুমার । তোম। ছাড়ি নাহি পুর-প্রবেশ আমার ॥ না ছাড় না ছাড় নাথ ভকতবৎসল । মোর ঘরে আইল তুমি দুষ্ট সহোদর। সগণ বাঞ্চবে নাথ চল মোর ঘরে । মোর ঘর পবিত্র করহ পদধুলে ॥ (১) “যত যত অদভূত আছে পাতাল আকাশে । সকল আছয়ে শ্রী অঙ্গের এক দেশে * —পাঠান্তর । একান্ত ভকত-গতি লভিল ভকতি । এ পদ পূতি য়া ইন্দ্র হৈল সুরপতি ॥ এই পাদপদ্ম-জল গঙ্গা পুণ্যময়ী। ত্ৰৈলোক্য পবিএ বরে নানা তেদ হই । দ্রবময়ী ব্ৰহ্ম বুলি শিব ধরে শিরে । তরিল সগরবংশ এই পদমীরে { দেব দেব জগন্নাথ নাথ নারায়ণ | না ছড়ি না ছাড় দেহ চরণে শরণ ॥ অক্ৰুবের বচন শুনিঞা দয়াময়। সন্তোষ বচনে তবে তুষিলা হৃদয় ॥ আসিব তোমার ঘরে দুই সহোদরে । কুলাধম কংস আগে বধিব সত্বরে । পাছে বন্ধুগণে আমি করিব পরিতি। চল বাপু ঘরে তুমি বুকে বৃহস্পতি । কুষ্ণের বচন শুনি গান্দিনীনন্দন । তমু মনে দুঃখ তার লছিল খণ্ডন ॥ পুর পরবেশ করি কংস বিদ্যমানে । কৃষ্ণ-আগমন কথা কৈল নিবেদনে ॥ বিদায় মাগিয়া তবে গেলা নিজঘর । এখনে যে কহি তাহা শুন নরেশ্বর ॥ স,ান বালক সঙ্গে রাম দামোদর ৷ প্রবেশ করিলা তবে মথুরা নগর । স্ফটিকরচিত দিব্য পুরের দুয়ার । হেম মণিময় মহা কপাট বিশাল ॥ কনকরচিত চারু বিচি এ তোরণ। তাম্রের নিৰ্ম্মিত কোঠা দেখি মুশোভন ॥ বিষম দুলঙ্ঘ্য গড়খাই ভয়ঙ্কর। উপবন উদ্যান বিচিত্র থরে থর। (১) সুবৰ্ণকলল মহা মন্দির উপরে । সারি সারি নগর দেখিতে মনোহরে। বহুমুল্য মণিরত্ব বিবিধ বসন । বহুমূল্য মহাণিধি রঞ্জত কাঞ্চন। (১) পাঠাস্তুর,— "বিষম তুলঙ্ঘ্য গড় দেখে মনোহর । পরম আশ্চৰ্য্য তাতে পতাকা সুন্দর ৷