পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী sóá গন্ধ পুষ্প ভক্ষ্য ভোজ্য বিবিধ পসার। সারি সারি দুই পাশে দিব্য পাটোয়ার। নানা ধাতু বরচিত পলার বেদিকা। মাঝে মাঝে শোভে ঘর সোণার ভূমিকা ॥ হেমৰিরচিত পথ ধলিক-মন্দির । পুষ্পবনে বিরচিত সুবর্ণ পাচীর। (১) শিল্পকার সভাঘর বিচিত্ৰ নিৰ্ম্মাণ । নানা বর্ণে নানা লোক রহে স্থানে স্থান । বৈদূৰ্য্য বিক্রম বঞ্জ নীল মণিময় । মরকত স্ফটিক রচিত গৃহচয় ॥ ঘরের উপরে ঘর উচ্চ থরে থরে । ময়ুর ভারই না১ে (২) তাহার উপরে। রাজপথ লোকপথ চন্দনে সিঞ্চিত । মাল্য ফল তণ্ডুল অঙ্কুর বিরাজিত। পূর্ণকুম্ভ দধি গন্ধ চন্দনে মণ্ডিত। উজ্জল প্রদীপ তার মাঝে সুশোভিত। ফল পুষ্প তাহার উপরে আম্রসার । হেনরূপ পূর্ণকুম্ভ দেখিতে মুলার ॥ সারি সারি কদলী দুয়ারে আরোপণ। সফল-গুবাক-বৃক্ষ ধ্বজ মুশোভন ॥ হেমপট্ট অলঙ্কত দুয়ারে দুয়ারে । বিচিত্র পতাকা উড়ে মন্দিরে মন্দিরে । দেখিয়া বিচিত্র পুরী রাম দামোদর । প্রবেশ করিল গিয়া গড়ের ভিতর ॥ সমান বয়স বেশ শিশুগণ সঙ্গে । রাজপথে (৩ ) চলি যা দুই ভাই রঙ্গে । নগর-নাগরী শুনি কৃষ্ণ-আগমন । চৌদিগ ভরিয়া তারা করিল গমন। রাম-কৃষ্ণ কথা শুনি পুরনারীগণ । পাসরে আননো তারা বসন ভূষণ ॥ অধোবস্ত্র পরে কেহ অঙ্গের উপরে । কেহ কেহ চরণ-নুপুর পরে শিরে। কেই পাসরিল এক আঁখির অঞ্জন। কেহ পাগরিল নিজ অঙ্গ-অভরণ ॥ (১) পাঠাস্তর,— "পুষ্পবন বেঢ়ি সব সোনার পাচীর । (২) ময়ুর কপোত নাচে”—পাঠান্তর ; किरू "भषूद कtशाङ ७iप्क" ना? गभौीन (बtथ झग्न ! (৩) পাঠান্তর,—“রাজমার্গে"। কেহ পাসরিল এক কর্ণের কুণ্ডল। মনোভ্ৰমে কেহ কেহ ( ১ ) না বান্ধে কুস্তল । ভোজন করিতে কেহ ভোজন তেজিয়া । অঙ্গ-মারজনা কেহ চলিল ছাডিয়া ॥ স্তন পিয়াইতে শিশু পেলিল ভূমিতে । মর্দন তেজিল কেহ মজ্জন করিতে ॥ বিস্মরিল ভরমে যাহার যে ষে কৰ্ম্ম । বিস্মরিল পতি-সুত গুরু-সেবাধৰ্ম্ম । ( ২ ) মুগধি নগরনারী চলিল তুরিতে। উঠিল প্রোসাদোপরি হয়্যা হষ্টচিতে । (৩) রসিকনাগর কুঞ্চ জানে সৰ্ব্বচিত্ত। ভুরুভঙ্গে লীলাছলে চাহে চারিভিত । হরিল নাগরীমন মত্তগজ-লীলা । মোহিল নাগরী দেখি মনমথ খেলা । আনন্দ মুরুতি হরি শুনিল শ্রবণে । কেবল লাবণ্য-ধাম দেখিল নয়নে ॥ প্রভুর কটাক্ষপাতে আনন্দ উদয়। গাঢ় আলিঙ্গন দিল আনন্দ হৃদয় ॥ খণ্ডিল মদন-বেথা পুলকিত অঙ্গ । কহনে না যায় যত বাঢ়ি আনন্দ ॥ মন্দির উপরে উঠি পুর নারীগণ। আননে শ্ৰীমুখ-পদ্ম করে নিরীক্ষণ। পুষ্প বরিষণ করি প্রভুর উপরে। ভাসিল নগর নারী আনন্দসাগরে। পথে পথে রামকৃষ্ণে পূজে দ্বিজবরে। ধান্ত দূৰ্ব্বা গন্ধ পুষ্প দিয়া উপহারে। পুরনারী বলে গোপী কোন তপ কৈল। এমন আনন্দধাম সদাই দেখিল । এইরূপে যান প্রভু হুরষিত মনে । পথে দেখা হৈল এক রজকের সনে। র ক দেখিয়া প্র- মধুর বচনে । রজকের সঙ্গে কিছু কৈলা সম্ভাষণে । শুন হে রজক ভাই আমার বচন । পরিবার যোগ্য দেহ মোদিগে বসন ॥ পূজ্য দুই ভাই মোরা দেখ লোকে পুজে। অচিরে কুশল ভার আমারে যে ভজে। ( ১ ) পাঠাস্তর,-“ভরমে না পরে হার" । ( ২ ) পাঠাস্তব,— "বিশ্বরিল পতি-সুতসেবা গৃহধৰ্ম্ম ।” ( ৩ ) পাঠান্তর,— *হর্ঘ্যের উপরে গিয়া উঠিল দেখিতে"