পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 & তোমার নিকট হৈব সৰ্ব্বত্র কল্যাণ । পরিবার যোগ্য দেহ দিব্য পরিধান। পরিপূর্ণ প্রভূ যদি মাগিল বসন। রুষিল রজক বেটা ক্ৰোধে অচেতন ॥ সহজে অলপ জাতি অত্যন্ত মুখর । রাজার ফিঙ্কর তার নাহি কাবেউ ডর ॥ কি বোল বলিলি আরে শিশু উনমত্ত । কতু কি শুনিস নাঞি ইহার মহত্ত্ব ॥ বনে বৈস তুমি-সব গোয়াল-ছাওয়াল । রাজ-দ্রব্য চাহ তোদের অধিকার ভাল। (১) গোপজাতি তুমি সব মুখ অগেয়ান । নিশবদে যাহ যদি রাখিবে পরাণ ॥ কাটোছ ড়ে বান্ধে মারে রাজার কিঙ্করে । দুষ্ট পাইলে তারা কিছু বিচার না করে। অরণ্যে পৰ্ব্বতে সদা বtল তো-সভার । রাজপুরে আলি এত তোর অহঙ্কার ॥ রজকের বচন শুনিএা বনমালী । নির্ঘাত মারিল কন্ধে অঙ্গুলির বাড়ী । ছিণ্ডিয়া পড়িল মুণ্ড হৈল দুইখান । পলাইল সব ভৃত্য রাখিয়া পরাণ ॥ বড় বট বস্ত্র পোট (২ ) ভূমিতে পেলিয়া। অনুচরগণ সে লা চৌদিকে পলায়্যা । বাছিয়া উত্তম বস্ত্র পরে দামোদর। আপনার প্রিয় বস্ত্র পরে হলধর । গোপগণে দিল বস্তু বিবিধ বিশেষে । ভূমিতে পড়িল আর যত অবশেষে ॥ এরূপে কথো দূর যায বনমালী । মধুর বালক সঙ্গে করি নানা কেলি। ধন্ত এক তন্ত্রবায় তথায় আছিল। রাম-কৃষ্ণে দেখি তার আনন্দ বাঢ়িল । বিচিত্র বসনে অঙ্গ করি নিরমাণে । বিবিধ ভূষণ বেশ করিল লক্ষণে । সকল সৌন্দৰ্য্য রূপ লাবণোর ধাম। ( ১ ) পাঠান্তর,— স্বাজবন্ত্র পরি3ে তোমার অভিলাষ । (২ ) বন্ত্রপুট পাঠাস্তর,—"বন্ত্র কোষ * বিশেষে সকল (১) শোভা জিনি কোটি-ক। যেন শুক্ল কৃষ্ণ গও বাল অলঙ্ক,ত। রাম-কৃষ্ণ দুই ভাই দেখিতে শোভিত। প্রসন্ন হইয়া বর দিলা ভগবান। বল বীৰ্য্য ঐশ্বৰ্য্য সম্পদ তত্ত্বজ্ঞান । অস্তকালে তারে দিল সারূপ্য মুকুতি। মালাকার ঘরে তবে গেলা যদুপতি । ধন্ত মহামতি সে সুদামা মালাকার । দওবৎ হয়্যা পড়ি কৈলা নমস্কার । আদরে পূeিয়া তবে বসায়্যা আসনে । পাদ্য অর্ঘ্য গন্ধ পুষ্পে পূsিল বিধানে। দিব্য মাল্যে ভূষিল দোহার কলেবর । দিব্য অঙ্গ-বিলেপ তাম্বুল মনোহর । মালাকার বলে মোর জনম সফল । আজি মোর কুল হৈল পবিত্র সকল । পিতৃগণ তুষ্ট হৈল দেব ঋষিগণ । অখিল ব্ৰহ্মা গুনাথ কৈল আগমন ॥ বিশ্ব-পরিত্রাণ-হেতু কেলে অবতার। নিজ পর বুদ্ধি নাহি কোথাহ তোমার । এতেক বচন তবে বুলি মালাকার । সুগন্ধি কুসুমমালা দিল পরিবার ॥ শিশুগণে সঙ্গে মালা প িয়া মুরারি । তুষ্ট হয়্যা বর দিলা বর-অধিক:ণী ॥ মুদাম৷ মাগিল বর চরণে ভকতি । ভকত জনের সহ সৌহার্দ পারিতি । সৰ্ব্বভূতে দয়া সভে এই মাগে। বর। সেই বর দিলা তবে বরের ঈশ্বর ॥ অ গুল সম্পত্য দিল বল বীৰ্য্য যশ । দীর্ঘ পরমায়ু দিল হয় তার বশ । বলরাম সহ প্ৰভু শিশুগণ সঙ্গে । চলিলা মথুরাপুরী নিজ-রল রঙ্গে । জ্ঞান-গুরু গদাধর ধীর-শিরোমণি । ভাগবত-আচার্য্যের মধুরল বাণী । ( ১ ) পাঠাস্তর,*—দেখিতে" । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে একচারিংশোইধ্যায়ঃ us ॥