পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ড়িচত্ত্বারিংশ অধ্যায় । রাজপথে যান ( ১ ) প্ৰভু সঙ্গে হলধর। চৌদিগে বালকগণ অতি মনোহর । কথোদুরে দেখিলা কুবুজি বরনারী। ত্রিবঙ্ক কুবুজা নব যৌবন নারী । ( ২ ) রসিক-নাগর-গুৰু ঈষৎ হাসিয়া । জিজ্ঞাসিল তারে কিছু প্রসন্ন হইয়া । কোথা হৈতে কোথা বাছ কি নাম তোমার। কার তরে বহু তুমি গন্ধের পলার । কাছার বনিতা তুমি কোথায় বসতি । কহিৰে স্বৰূপে তুমি ওহে রূপবতী ॥ (৩) অগ্রজের তরে দেহ দিব্য বিলেপনে। কিছু গন্ধ দেহ আমি করিব লেপনে ॥ ( ৪ ) পক্লক উত্তম গন্ধ মোর সখাগণে। কুবুজি বোলয়ে তবে হরবিত মনে ॥ ত্ৰিবন্ধা আমার নাম কংসের কিঙ্করী। আমি ভাল গন্ধ-বিলেপন-সজ্জা করি। ভোজপতি পরে সভে এই গন্ধ মাত্র। তোমা-সভা বিনে আর কেবা যোগ্য পাত্র । মধুর বচন মধু হলিত মুকুতি। দেখিয়া মোহিত হৈলা কুবুজা যুবতী ॥ শুমি অঙ্গে দিল গন্ধ-শুক্ল মুবরণ । শ্বেত অঙ্গে কৃষ্ণৰণ দিল বিলেপন । বার যেন যোগ্য গন্ধ দিল শিশুগণে । রাম-কৃষ্ণ শোভে কোটি জিনিঞা মদনে । ভাঙ্গিয়া অজের কুজ করিয়া কৌশল। লোকে দেখাইলা নিজ দরশনফল । ( e ) তাৰিয়া যুবতী মনে হয়্যা পরসন্ন । খাবা জিয়া কুজীরে ধরিল সেইক্ষণ ॥ ( ১ ) পাঠাস্তর,—“রাজবত্মে যায়” । ( ২ ) পাঠাস্তর,— "नरोन cबौदनी cन cय त्रषिक श्रृंकौ ।" (৩) পাঠাস্তর,-"হও ভাল সতী” । (৪) পাঠান্তর,—“পরিব আপনে” । (e) পাঠান্তর,— "ভাঙ্গিক, অঙ্গের কুজ করিব সোসর। লোকে দেখাইব নিজ দরশন ফল।* &o বসন্ত রাগ । চরণে চরণ তার ধরিল চাপিয়া । বাম-হস্ত-অঙ্কুলে চিবুক পরশিয়া ॥ উবড় করিয়া তার স্থঙাইল অঙ্গ । সমরূপ হৈল তার তিন ঠাঞি ৰঙ্ক । (১) দিব্য-রূপ-বেশ হৈল কৃষ্ণ পরশনে । নানাগুণ শীল বুদ্ধি হৈল সেইক্ষণে ॥ অঞ্চলে ধরিল কৃষ্ণে কামে বিমোহিতা । না ছাড় না ছাড় নাথ যুবতী-বনিতা ॥ আকুল হৃদর মোর তোমা দরশনে। না ছাড়িমু প্ৰভু তুমি বাইবে কেমনে। (২) এতেক বচন শুনি রসিক প্রধান । মনে লজ্জা পাইলা কৃষ্ণ দেখি বলরাম ॥ আলিব তোমার ঘরে কার্ষ্যসিদ্ধি করি । বেশু্যা সঙ্গে পথিকের দোষ নাহি ধরি ॥ ৰেণ্ড্যা ঘর পথিকের বিশ্রামের স্থল । না করিহ চিন্তা তুমি চল নিজ ঘর ॥ কুজারে পাঠায়্যা দিল মধুর ৰJনে । বণিকবর্ণের সঙ্গে পথে দরশনে ॥ দেখিয়া বণিকবর্গ দুই মহাবীর। সস্তোষে পুরিল তাহা আননা শরীর ॥ গন্ধ পুষ্প তাম্বুল বিবিধ উপহারে । রাম-কৃষ্ণ দুই ভাই পুজিল আদরে। মনোহর বেশ দেখি নগর-নাগরী । বাহ পাসরিল তারা প্রেমে অঙ্গ ভরি। (৩) পথে পথে পুছে প্ৰভু দেখি পুরজনে । কহ ভাই ধতুৰ্ম্ময় যজ্ঞ কোন স্থানে ॥ পুছি৩ে পুছিতে গেলা তাহার নিকট । দেখিল ধন্থর পুর প্রাচীর প্রকট। ধরাধরি করি রাখে দ্বারেতে প্রহরী। প্রবেশ করিলা দুহে হুড়াহুড়ি করি। -,הישן לזן• (צ) "णभांन *त्रेौद्र 8श्ल माश् िडिन दक ।* (২) পাঠাস্তর'— “মোকে ছাড়ি প্রভু (তুমি ) বাহ কোন মনে ( ৩ ) পাঠাম্ভর,— “ৰাৰ বিসরিল যেন চিত্রের পুতুলী।”