পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

疊重囊 ঐীমদ্ভাগবত মধুর খেলন মধুর বোলন মধুর মন্দ গতি লীলা-রে । মধুর শিশুসঙ্গ মধুর গতিভঙ্গ মধুর ব্রজ শিশু-খেলা রে ॥ ললিত গতি বেশ ললিত পরবেশ ললিত চলিত বিলাস-রে । ললিত শিশুগণ ললিত বিহরণ ললিত স্মিত মধু হাস-রে ॥ চকিত নিরীক্ষণ চকিত ত্রনয়ন চকিত গোপকুমার-রে । চকিত ভুরু ভাতি চকিত মনজ গতি চকিত বিবিধ বিহার-রে"। গোপ-শিশু-ৰেশ জগত-জন মনোহর রে । দেখিয়া সব লোক ছাড়ল ভবশোক মিলল আনন্দসাগর-রে। কেবল বজ্ৰ সম বৃগণে দেখে নরবর রে। দেখিল নারীগণে মদন মূৰ্ত্তিমানে স্বজন গোয়ালা সকল-রে । দেখিল দওধর স্থপতি মণ্ডল স্তন্তপ শিশু মাতা-পিতা রে । দেখিল কংসলেন কেবল মম-সম বিরাটরূপ শাস্ত্রজ্ঞাতা রে ॥ পরম তত্ত্বরূপে যোগীন্দ্রগণ দেখে বৃষ্ণিগণ ইষ্ট দেইখে রে । রাম হৃষীকেশে রঙ্গে পরবেশে ঐর ঘু পণ্ডিত ভাবে-রে। মুই রাগ । কুবলয় পড়িল শুনিএ কংলরায় । রাম কৃষ্ণে দেখিল দুৰ্জ্জয় বঞ্জকায় । (১) চিন্তে কংস কি আজি করিব প্রতিকার । ইহার হস্তেতে মোর নাহিক নিস্তার ॥ রজজুমে দুই ভাই ফিরয়ে আনন্দে । দিব্য বেশ মহাভূজ গজদন্ত স্কন্ধে। ৰিচিত্র বসন ৰেশ দিব্য অলঙ্কার । দুই মহামষ্ট যেন চরণ-সঞ্চার ॥ কত ভাতি কত লীলা নাহি পরিচ্ছেদ । জন মন করয়ে দেখিতে অঙ্গতেজ । রজ পরবেশ দেখিল মল্লগণ ו "החוףזאז"ר.דשזלזו" ( צ) সে ঐঅঙ্গ নিরখিতে সৰ্ব্বলোক মোহে । হরষিত নয়নে প্রভুর মুখ চাহে ॥ তৃপ্তি না হইল কারে রাঢ়িল আনন্দ । কহনে না যায় লে যে প্রেমের তরঙ্গ । দেখিতে দেখিতে যেন পিয়য়ে নয়নে । নানা গন্ধ লয় যেন লিহয়ে রসনে । বাহুপাশে বেঢ়ি যেন দেই আলিঙ্গন । এইরূপে আনন্দে মজিল সৰ্ব্বজন ॥ সাতে পাচে মিলিয়া কৃষ্ণের কথা কয় । কৃষ্ণ দরশনে হৈল তত্ত্ব পরিচয় । এই সে সাক্ষাৎ লারায়ণ ভগবান । ৰমুদেৰঘরে গিয়া হৈলা উপাদান । দেবকীউদরে এই দুহার জনম । অবতার কৈলা আসি জগতকারণ " ৰমুদেৰ খইল দুইয়ে গোকুলনগরে । গুপ্তবেশে বাঢ়িল শ্রীনন্দ-গোপ-ঘরে ॥ এই কৃষ্ণ পুতনাকে করিল সংহার। এই লে মারিল চক্রবাত দুরাচার । এই সে ভাঙ্গিল দুই যমল-অৰ্জ্জুন । এই সে ধেন্থক দত্যে মারিল দারুণ ॥ কেশী নামে দৈত্য এই বধিল আপনে । এই কৃষ্ণ কৈলা পান দাবহুতাশনে ॥ এই কৃষ্ণ কৈল কালী নাগের দমন । নাগ-পত্নী আসি কৈল বিস্তর স্তবন। এই সে ইন্দ্রের কৈল দণ্ড অপমান । এই সে ধরিল গিরি কমল সমান । গোকুল রাখিল এই বাত-ৰরিষণে । নয়ন ভরিয়া এই দেখে গোপীগণে । এ শ্ৰীমুখ নিরখিএ ব্রজে ব্রজনারী । তরিল সংসারদুঃখ কোন পুণ্য করি । যদুবংশ ধন্ত কৈল এই নারায়ণে । যাহার মহিমা যশ গায় ত্রিভুবনে ॥ এই সে কৃষ্ণের ভাই জ্যেষ্ঠ হলধর । কমল-লোচন শ্বেত দিব্য কলেবর ॥ এই সে মারিল দুষ্ট প্ৰলম্ব অসুর। ধেয়ক মারিয়া তাল খাইল প্রচুর ॥ এইরূপ পাচ সাত নরনারীগণে । অtলন্দে কৃষ্ণের কথা কহে স্থানে স্থানে । হেনকালে ডাকিয়া চাণুরীর বলে। শুনছে ললোর স্বত কহিব তোমারে । শুনিধা তোমার বলবীৰ্য্য চমৎকার । কৌতুক দেখিতে ইচ্ছা হইল রাজার।