পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শল নামে আইল বীর পর্বত প্রমাণ । পদাঘাতে কৃষ্ণ তারে কৈল দুইখান। দুরন্ত তোশল বীর আইল মারিৰারে। পায়ের ঠেলায় তারে মারিলা গোপালে। চাণুর মুষ্টিৰ কুট শল তোশল । এ সৰ পড়িল যদি রণের ভিতর ॥ যতেক আছিল মল্প বীরের প্রধান। চৌদিগে পলায়্যা গেল রাখিয়া পরাণ ॥ তবে কৃষ্ণ ডাক দিয়া নিল শিশু গুণ । রঙ্গ ভূমি-মাঝে খেলে নন্দের নন্দন ॥ রামকৃষ্ণ দুই ভাই বিহরে আনন্দে। চরণে নুপুর বাজে গোপশিশু সঙ্গে । তুর্য্য ভেরী বীরঢাক দুন্দুভি বাজন। নালারঙ্গে নাচে শিশু দেখি সুশোভন । আনন্দিত সৰ্ব্বলোক করে জয় জয়। আশীৰ্ব্বাদ করে দ্বিজে আনন্দ-হৃদয় । সাধু সাধু বলিয়া বাখানে সাধুজনে। কংলরাজা ব্যাকুলিত চিস্তে মনে মনে ॥ উচ্চস্বরে ডাক দিয়া বলে কংসরাজ। এখা হৈতে ঘুচাহ বাজনে নাহি কাজ । এ স্থই দুরস্তে দেহ বাহির করিয়। দুষ্ট নন্দঘোষে নিএ পেলাহ বান্ধিয়া ॥ গোপগণে দণ্ডিয়া সভার ধন হর। দুষ্ট বস্বদেৰে লঞ শীঘ্ৰ করি মার ॥ উগ্রসেন পিতা লঞ মার ঝাট করি। নিরবধি থাকে সে যে রিপুপক্ষ ধরি। এইরূপ আজ্ঞা করে কংস দ্বরাচার। লম্ফ দিয়া কৃষ্ণ মঞ্চে উঠিল তাহার। গল্ফ দিয়া কৃষ্ণ যেন বিজুরি সঞ্চারে। কেহ না বুঝিয়া গেলা কোন পরকারে । সিংহ যেন ধরিবারে চলে করিবর। এইরূপে গেলা কৃষ্ণ তাহার গোচর ॥ গোবিন্দ দেখিয়া কংস মঞ্চের উপরে । সিংহাসন হৈতে ভয়ে উঠিলা সত্বরে। কাতর নহিল বীর রণে সুপণ্ডিত । খড়গ চৰ্ম্ম ধরিয়া উঠিল সচকিত । চৌদিগে ফিরয়ে কংস মঞ্চের উপরে । থাবা দিয়া প্ৰভু তার চলমূষ্টে ধরে। লীলায় গরুড় যেন ধরে ফণধর । ধরিলা চুলের মুষ্টে দিয়া বামকর। সেইরূপ ঠেলিয়া পেলিম্বা ভূমিতলে । জাপনে পড়িলা কৃষ্ণ তাহার উপরে। শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 8ወግ পদ্মনাভ প্ৰভু সে যে বিশ্বের আশ্ৰয় । শিল্পাধীর নিরালম্ব অক্ষয় অব্যয় ॥ পড়িতেই মৈল কংস জীবন ছাড়িয়া । ভূমেতে ঘষিলা তবু (১) নির্যাস করিখ ॥ কংস রাজা পড়িল সকল লোকে দেখে ] হাহাকার শবদ উঠিল চারিদিকে ॥ শয়ন তোজন পান করিতে মজন । সতত দেখিল কংস মা z নারায়ণ ॥ সতত আছিল তার সমুদ্বিগ্ন চিত্ত। যথা চাহে চক্রপাণি দেখে সেই ভিত । যোগীন্দ্র-দুলভ-গতি তে কারণে পায়। কুষ্ণরূপ হৈল কৃষ্ণ চিন্তিয়া সদায় ॥ কঙ্ক গুগ্রোধ আদি অষ্ট সহোদর। আছিল কংসের ভাই মহাভয়ঙ্কর ॥ মারিবার তরে আলি দিল দরশন। গদাঘাতে সংহারিল রোহিণীনন্দন ॥ আকাশমণ্ডলে বাজে দুদুতি বাজন। ব্ৰহ্মা আদি দেবে করে পুষ্প-বরিষণ । গন্ধৰ্ব্বে কিল্পরে গায় নাচে বিদ্যাধরী। উঠিল মঙ্গলধ্বনি ত্ৰিজগত ভরি। পাঠমঞ্জরী রাগ । বীরগণ মরণ-শুনিএা বীরমারী। রঙ্গস্থলে আসি কান্দে ভূমিতলে পড়ি। (২) শিরে কর হানে কেশ পেলায় ছিণ্ডিয়া । বিলাপ করিয়া কাব্দে অঙ্গ আছাড়িয়া । কংসের মরণ দেখি কংসের বনিতা । কংসে কোলে করি কন্দে সর্তী পতিব্ৰতা । হা নাথ হ৷ প্রিয়তম হা প্রিয়বৎসল । তোমা বিনে শূন্ত আজি মথুরা নগর । কোথা গেল উৎসব মঙ্গল নৃত্যগীত। একা তোমা বিনে সব দেখি বিপরীত ॥ উঠিয়া বোল না দেহ আমি গৃহুনারী । কি লাগি ছাড়িয়া যাহ হেন রাজ্যপুরী ॥ সেই ভূখদও মুখ সেই বক্ষঃস্থল । তিলেকে কোথাতে গেল সেরূপ সকল ॥ সেই নাসা সেই আখি সেই দন্ত পাতি। সেই ভুকু ললাট এক্ষণে অন্ত ভাতি ॥ অকারণে কৈলে লোকদণ্ড নিরস্তর। পর-অপকারে অস্তকালে এই ফল। (s) *ां*ाछद्र,- "शृश* । (২) "ভূমিতে পড়িল আসি হইয়া আকুলী L