পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38し* দেৰজি হিংসিঙ্গে হিংসিলে মুরগণ। নিজ-বন্ধু-বান্ধব হিংসিলে অকারণ ॥ আছুক এসব কথা আর পরমাদ । নিরস্তর কর তুমি কৃষ্ণ সনে বাদ ॥ যে প্ৰভু স্বজয়ে পালে বিশ্বচরাচর। সভার রক্ষিতা পিতা সভার ঈশ্বর। নাহি আদি অস্ত যার মৃতু্য উতপতি । তাথে অপরাধী তুমি হেন সে কুমতি । এ দীনবৎসল হরি করুণার সীমা । আশ্বালিয়া রাখিল বতেক বীর রামা ॥ প্ৰবোধিল তা-সভারে কহি তত্ত্বধৰ্ম্ম । পরলোক-উচিত করাইল সব কৰ্ম্ম । ♚बडॉनवड পিতামাতার বন্ধন করায়্যা ৰিমোচন । দুই ভাই কৈলা তবে চরণ-ৰন্দন ॥ পুত্রের প্রভাব দেখি জনক-জননী । জানিল সাক্ষাৎ এই প্ৰভু চক্ৰপাণি ॥ তত্ত্ব জানি ভয়ে নাহি কৈল আলিঙ্গন । বিনয় বচনে কিছু কৈল সম্ভাষণ ॥ (১) জন-গুরু গদাধর ধীর-শিরোমণি । ভাগবত-আচার্য্যের প্রেমতরঙ্গিণী ॥ (১) পাঠাস্তর,— 'ठख् छानि नष्ठcभ न! &कल जांणिक्रन ।" ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে চতুশ্চত্বারিংশোইধ্যায়ঃ e৪ ॥ পঞ্চচত্বTারংশ অধ্যায় । ৰম্বঙ্গেৰ দেবকীর দেখি তত্ত্বজ্ঞান । নিজ মায়া বিস্তারিলা প্ৰভু ভগবান ॥ নিকটে দাওয়্যা বলে দুই সহোদর। শুন মাতা শুন তাত যে কহি উত্তর ॥ আমি-সব পুত্র হয়্য। জন্মিল বিফলে । মোদের কারণে ছঃখ পাইলে নিরস্তরে ॥ পুত্ৰ-মুখ কিছু লৈল আম-লতা হনে। না জানিলে মুখ পুত্র লালন-পালনে ॥ ৰিধিছত আমি-সব ছাড়ি পিতামাতা । দৈৰযোগে এতকাল বঞ্চিলাউ তথা ॥ যেই পুত্রে বাপমায়ে ন কৈল পালনে । ব্যর্থ জন্ম হৈল তার বিফল জীবনে ॥ পিতামাতা হৈতে হয় দেহ উপাদানে । পিতামাত করে :খে পোষণ-পালনে ॥ ছেল পিতা মাতায় যদি সেবে নিরস্তরে । শুধিতে না পারে ধার শতেক বৎসরে ॥ পুত্র হয়্যা মাতাপিতায় যে বা না সেবিল। ধন্স প্রাণ দিয়া তার সম্ভোষ না কৈল । অস্তকালে যমদূতে বান্ধি লয়্যা যায় । কাটিয়া তাহার মাংগ তাছারে খাওয়ায় ॥ ধানসী রাগ । বৃদ্ধ মাতা পিতা স্বত শিশু সতীনারী। গুরু দ্বিজ প্রপন্ন দুর্গত হিতকারী ॥ শক্ত হস্থ্য। এ সভার না করে পালন । জীয়স্তেতে মরা সেই বিফল জনম । কংস-ভয়ে বুদ্ধি বল না ছিল আমার । বাপমায়ে না সেবিল ব্যর্থ গেল কাল ॥ সে সব আমার দেণব ক্ষেম একবারে । মাতা পিতা পুত্রের না লক্ষ্ম অপকারে । (৯) মায়ার ঈশ্বর কৃষ্ণ নানা মায়া জানে। এতেক বচন বুলি ধরিল চরণে ॥ যাহার মায়ায় অজ ভব বিমোহিত । আনকে মোহিব তার এ কোন চরিত। তত্ত্বজ্ঞান পাসরিলা তারা দুইজনে। পুত্রভাবে কোলে করি দিল আলিঙ্গনে । বিমোছিত হৈয়া রাম-কৃষ্ণ করি কোলে । সিঞ্চিল সকল অজ নয়নের জলে । (১) "সে সকল অপরাধ ক্ষম একবার । বাপমায়ে না লয়ে পুত্রের অপরাধ " -ुiहछ ।