পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিশী £¢ማል পুরনারী সমাঝে বসিয়া কোন কালে। গোষ্ঠী মধ্যে নানাবিধ কথা অবসরে ; (১) কন্তু কি স্মঙরে হরি ব্রজপুরনারী। কবে আর সে রূপ দেখিব আঁখি ভরি ॥ সে সব রজনী কিবা হয় স্মঙরণে। কুন্দ কুমুদ চজ চারু বৃন্দাবনে। কিঙ্কিণী-কঙ্কণ মণি-নুপুর-বাজন । মধুর বিলাস রস মধুর ভাষণ ॥ রমণী সমাঝে ষাথে কৈলা রাসকেলি । সে সব রমণী কি স্মঙরে বনমালী । আর কি আলিৰ এথ। সে নন্দনন্দন । দেখা দিয়া গোপীগণের রাখিব জীবন ॥ কেন আর এথায় আসিব বনমালী । রাজ্যপদ পাইল রিপু নিপাতন করি ॥ বন্ধুগণ সহ হৈল একত্র মিলন। fৰভা করি আনিবেন রাজকন্তাগণ ॥ গোপনারী মোরা-সব বলি বনে বলে । কি কাজ এখন ঠাব আমা-সভা সনে ॥ আন নারী করি তাব কিবা বস্তুজ্ঞান । লক্ষ্মীপতি আপনেই পুণ ভগবান ॥ কহিলা পিঙ্গল বেশু। তাছাই স্ম গুরি । তমু তার আশাখানি ছাড়িতে ন পারি ॥ নৈরাপ্ত পরম মুখ আশা দু:খময় । পিঙ্গলা বেশু্যার বাণী সেট সত্যু হয় । তাছা জানি তহুত ছড়িতে নারি অশ । না পাসরি তিলেক তাহার ও । ভায় ॥ (২) তজুক কমলাদেবী ইৎসা নাহি করে। তমু লক্ষ্মীদেবী তার অঙ্গ নাহি ছাড়ে ॥ ছেণ কৃষ্ণ গোঁপা-সব পাসরে কেমনে। সেই যমুনার জল সেই বৃন্দাবনে । সেই ধেন্থ বৎস সেই শিশু বিদ্যমান। সেই গোবৰ্দ্ধন গিরি মুরলীর সান । পুনঃপুল নন্দঘোষ করান স্মরণ । ৰিসরিলে কৃষ্ণগুণ নহে বিস্মরণ ॥ সেই পদকমল দেখিএ ভূমিতলে। পাসরিলে দশগুণ অনুরাগ বাঢ়ে। ( ১) “পুরনারী গমাজ বসিয়া কোন কাজে । গোঙ্গমধ্যে নানাবিধ কথা জবসাজে।" -श्रंीलैङ्द् ि।। ו הwזלזן"-(א)

  • ৱহিতে না পারি না কহিলে তার কথা ।”

●ゲ ছে কৃষ্ণ হে রমানাথ দুঃখ-বিনাশন । হে গোবিনা এজনাথ দুরিত-খণ্ডন ॥ মজিল গোকুল কৃষ্ণ এ শোকসাগরে । বারেক উদ্ধার নাথ নিজ পরিকরে। এইরূপে বিলাপ করয়ে ব্রজনারী । রহিল ক্ষণেক গোপী চিত্ত স্থির করি। কৃষ্ণের লন্দেশ শুনি চিত্ত সমাধিল । বিষ্ণুবুদ্ধি করিয়া উদ্ধবে পূজা কৈল । পাদ্য অর্ঘ্য দিয়া তারে পুজিল ৰিধানে। কুশল eিজলা কৈল প্রবোধ বচনে ॥ এইরূপে প্রতিদিন প্রভুষ বিছানে। উদ্ধবের সঙ্গে বসি রহে গোপীগণে । কৃষ্ণকথা কহিমা গোঙায় দিন রাতি । কৃষ্ণ বিনে আন কাহে নাহি অবগতি ॥ দেখিয়া গোপীর প্রেম-ভক্তির উদয় । দেহধৰ্ম্ম পাগরে উদ্ধব মহাশয় ॥ দেখিয়া গোকুলবtলীর প্রেমের প্রবন্ধ (২) । তিলে তিলে উদ্ধবের বাঢ়য়ে আনন্দ ॥ রাত্ৰি-দিন উদ্ধব গোবিন্দ গুণ গায় । নিরবধি গোপকুলে আনন্দ বtঢ়ায় ॥ যত দিন উদ্ধ আছিল৷ ব্ৰ’কুলে । ক্ষণ প্রায় গোপগোপী মানিল সকলে । দেখিয়া গোকুলে কৃষ্ণ প্রেমের প্রকাশ । আজি কালি করিয়া বঞ্চিল চারি মাস ॥ গিরিতট উপবন চাহিতে চহিতে । আন েউছব লঞা বেড়ায় দেখিতে ॥ বিমল যমুনাজল কুমুর্মিত বন । তরু গিরি নদনদী দেখি সুশোভন ॥ বনে বনে দেখিয়া প্রতুল্প পদচিহ্ন না বুঝিল উদ্ধব কিছুই রাfএদিন । গোপগোপী-বৈকল্য দেখিয়া কৃষ্ণাবেশে । উদ্ধবের মনে কিছু না হয় প্রকাশে ॥ এইরূপে চারি মাস বঞ্চি ব্ৰজপুরে । মথুরা চলিতে তার হইল অস্তরে। চলিব উদ্ধব তবে বলে কোন বাণী । ধন্ত গোপকুল ধন্ত গোকুল-রমণী ॥ তুমি-সব ক্ষিতিতলে সফল জন্মি ে । এমত একাস্ত ভক্তি গাবিন্দে লভিলে । মুনি যাহা খাদ্ধা করে পায়্য। ভবভয় । হেন ভক্তি গোপীগণে দেখিল উদয় ॥ ( २ ) *ां★ांखइ, "ङद्वज* ।