পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(չԵր আমি-সব যাহা বাঞ্ছা করি নিরস্তর । ভক্তিশূন্ত জন্ম যদি ব্রহ্মার বিফল । বনে বৈসে গোপজাতি গোয়ালার নারী । ভক্তিযোগে ইহার কি অধিকার ধরি । কিবা এইরূপে কৃপা করয়ে ঈশ্বরে। না জানিএ যেবা তজে তাহাকে উদ্ধারে । লা জানিএা করে যদি ঔষধ ভক্ষণ । তমু তার রোগ যেন হয়ে নিবারণ ॥ বস্তু শক্তি কার্য্যের অপেক্ষা নাহি ধরে । ভজিলেই মাত্র কৃপা করয়ে ঈশ্বরে ॥ করিলা নিতান্ত বতি ভজেস্ত সদায় । লক্ষ্মী হয়্যা এমত প্রসাদ নাছি পায় ॥ পদ্মগন্ধা মুরবধু কি বলিব তীরে । এমত প্রসাদ আrন লভিতে না পারে। মহারালোৎসবে ভূজদণ্ড কণ্ঠে ধরি । কৃষ্ণ লঞা কৈলা রাল রসময় কেলি । যেমত প্রসাদ ষ কৈলা গোপীগণে । তেমত প্রসাদ কে লভিল ি ভুবনে ॥ বৃক্ষাবনে যত আছে তরুলতাগণে । গোপীর চরণ ধুলি করয়ে সেবনে ॥ তৃণ এক হয়্যা জন্ম হউ মোর তাথে । পদরক্ত গোপীর লভিব কোণ মতে ॥ স্বজন বান্ধব আৰ্য্যকুল ধৰ্ম্ম ছাf ৬ । ভজিল মুকুন্দপদ দৃঢ় ভক্তি করি ॥ ষে পদবী অন্বেষ্ণু করে শ্রীতিগণে । হেন রঞ্চপদ গোপী লভিল আপলে । ( ১ ) কমলা পুঞ্জিত পদ ব্রহ্মদি বন্ধন । মহাযোগেশ্বর যাব করয়ে চিস্তন ॥ ( ১ ) পাঠাস্তর,-"ভজিল" । |ীমদ্ভাগবত হেন চরণারবিন কুচে আরোপিয়া । ছাড়িয়া বিরহ তাপ হৃদয়ে ধরিয়া ॥ বন্দে ব্ৰজবধু পদ রেণু নিরস্তর । যার গুণ পুণ্য কথা ভুবন মঙ্গল ॥ গোপীগণে আজ্ঞা মাগি লই অনুমতি । নন্দ যশোদার ঠাঞি করিয়া মিনতি ॥ গোপগণে সম্ভাষিয়া মাগিল বিদায় । রথে চঢ়ি উদ্ধৰ চলিলা মথ রায় । পাছে পাছে চলিলা গোকুল নরনারী । নানা উপহার দিয কাকুবাদ করি ॥ নন্দ-আদি গোপগণে করি োড় করে । কালিতে কান্দিতে কিছু বলে উচ্চস্বরে চিত্তবৃত্ত রন্থ কৃষ্ণচরণ আশ্রয়ে । রুষ বিনে চিত্তে যেন আন নাহি লয়ে । বাণী যেন কৃষ্ণগুণ কহে নিরস্তর । প্রণাম করিতে যেন রহে কলেবর ॥ কৰ্ম্মবন্ধে যথা তথা ইয উ৩পতি । জনমে জনমে যেন রহে কৃষ্ণ রতি ॥ প্রভুর ইৎসায় জন্ম হৌক যথ তথা ॥ কতু যেন না ছাড়ি কৃষ্ণের গুণকথা । এই মতে গোপগণে বুষ্ণে ধরি আশা। উদ্ধবে পাঠায়্যা দিল করিয়া সম্ভাষা ॥ উদ্ধব যথবা আসি কুঞ্চে সম্ভাষিলা । প্রণাম করিয়া সব কথা নিবেদিলা ॥ বসুদেব বলভদ্র বনিষিা চরণ রাজ বিদ্যমানে লঞা দিল উপায়ন ॥ উদ্ধব-সংবাদ এই যুদ্ধ অনুসারে । কহিল প্রবন্ধ বন্ধ বুঝিবার তরে ॥ শ্ৰীগদাধর ভক্তি রস গুরু জীণ । ভাগবত-আচার্য্যের মধুরল গান ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংচ্চিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে সপ্তচণ্ডারিংশোহধ্যায়: ৪৭ ৷