পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাষ্টচত্তারংশ অধ্যায় । শুকদেব বলে রাজা ভকতগ্ৰধান । আর অদভূত কহি কব অবধান ॥ সৰ্ব্বজ্ঞের শিরোমণি সৰ্ব্বতত্ত্ব জানে। সত্যবাদী প্ৰভু সত্য করিব পালনে। সৰ্ব্বভুত আত্মা পরিপূর্ণ ভগবানে । কুবুজীর পীfরতি করিব আছে মনে ॥ কামানলে দগধে কুজায় কলেবর । তে কারণে গেল। কৃষ্ণ কুবুজার ঘর ॥ আপ্তবর্গ যদুগণ উদ্ধব সংহতি । কুবুজীর ঘর গেলা প্রভু যদুপতি ॥ দিব্য পরিচ্ছদ ঘর বিচিত্রনিৰ্ম্মাণ । ৰহুবিধ বসন ভূষণ অন্নপান । বিচিত্র পতাকা ধ্বজ মুকুতার ঝারা । বিলোলিত তোরণ তিনি মশিমালা ॥ ৰূপ দ্বীপ গন্ধ কুমুমেতে বিভূষিত। দিব্য পুর মন্দির প্রাচীর থরে থরে ॥ উবরিলা গিয়া কৃষ্ণ কুবুজীর ঘরে। কৃষ্ণ-আগমন শুনি উঠিলা সস্ত্রমে ॥ ত্বরিতে চলিয়া গেলা কৃষ্ণ বিদ্যমানে । চারি পাশে সখীগণ মাঝে দিব্য নারী ॥ প্রণাম করিয়া রছে জোড় কর করি । দিব্য উপহার দিয়া পূজিল বিধানে। আননে পুঞ্জিল কৃষ্ণ সব নারীগণে । উদ্ধব পূজিয়া দিল বসিতে আসন। একে একে পুজিল সকল সঙ্গিগণ । তবে কৃষ্ণ কেল তার মন্দিরে প্রবেশ । নরলীলা করে প্রভু ধরি নরবেশ । দিব্য সিংহাসনে তবে বলায়্যা শ্ৰীহরি। চন্দনে লেপিল অঙ্গ মারজন করি ॥ সুগন্ধি কুসুম মালা বসন ভূষণ । কপুর তাম্বুল দিয়া কৈল আরাধন। সলজ্জ কটাক্ষ তরুভঙ্গিম বিলাস । কুঞ্চিত অধরপুট মদ মধুহাস । কামভাব প্রকাশিয়া নিকটে দণ্ডায় । করে ধরি কুৰঞ্জী আনিল যদুরায় ॥ রমিঞা রময়ে প্রভু কুবুজীর মন । সতে পুণ্যলেশ কার গন্ধ আরোপণ ॥ বসন্ত রাগ । সেই হেতু কুবুজী রমিল রমাকান্ত। বুঝায় ভকতে সব আপনে নিতান্ত ॥ ৰাহু পসারিয়া কৃষ্ণ কৈল আলিঙ্গন । কুবুজীর সর্ব দুঃখ হৈল বিমোচন । আনন্দ মুরুতি সুখময় শ্ৰীনিবাস । রমিয়া পুরাইল কুবুজীর অভিলাষ ॥ যোগেজ মুনীন্দ্র যায় না পায় ধেয়ানে। হেন বৃষ্ণ কুবজী লভিল গন্ধদানে ॥ ক যোড়ি কুবজী প্রভুর আগে বলে । কথোদিনে রছ প্ৰভু না ছাড়িছ মোরে। হালিম্বী গোবিনা তারে দিল কাম্য বর | নিজপুরে চলি গেলা প্রভু সুরেশ্বর ॥ দুঃখে আরাধিলে যার নহে আরাধনে । হেন কৃষ্ণ আরাধিয়া বিবিধ বিধানে ॥ বর মাগি লয় যে কুমতি মুঢ় জল । মুকতি লভিয়া লয় আপন বন্ধন । আকুরের ঘরে তবে গেলা ভগবান । উদ্ধব করিয়া সঙ্গে ভাই বলরাম ॥ কিছু কাৰ্য্য সাধিব প্রভুর আছে মনে । অকুর সন্তোষ হৈলা প্রভুর দর্শনে ॥ ভক্তাধীন প্ৰভু হেলা অকুরের ঘরে। অঙ্কুর দেখিয়া কৃষ্ণে উঠিলা সত্বরে। প্রণাম করিয়া কৈল প্রেম-আলিঙ্গন । পরম সস্তোব হৈলল হসিত বদন । ৰলদেৰ উদ্ধব মাধব তিন জনে । অকুরের কেল সবে চরণ বন্দনে ॥ আতিথ্য বিধানে তবে পুজিলা আক্রর। আনন্দে প্ৰণতি স্তুতি করিলা প্রচুর। দিৰ্য সিংহাসনে বসাইলা তিনজনে । মুৰাসিত জলে কৈল পাদ প্রক্ষালনে। পীত পট্ট অম্বর বিবিধ অলঙ্কায়। ধূপ দীপ চন্দ্ৰন ৰিবিধ উপহার। ৰহুবিধ বিধানে পূজিত মহামতি । ভূমে লোটাইয়া কৈল বহু দওহুতি ॥ তুলিয়া ধরিল শিরে চরণ-কমল। তবে আরোপিল লঞা বুকের উপর।