পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাল মন্দ আপনে জানিএ আইল তুমি। তৰে আমি কুশল করিব তত্ত্ব জানি। এতেক বচন প্রভু বুলিয়া অঙ্কুরে । শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 8 Ն» সগণে চলিয়া তবে গেলা নিজপুরে। ঐৰুত গদাধর ধীর-শিরোমণি । ভাগবত আচার্য্যের মধুরস-বাণী ॥ ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমঞ্চ স্ক অষ্টচত্বারিংশেইধ্যায়: ॥ ৪৮ ॥ উনপঞ্চTশ অধ্যTয় | শুকমুনি বলে রাজা কহিয়ে তোমারে । অঙ্কুর মিলিলা গিহা হস্তিনানগরে। ধৃতরাষ্ট্র সহ গিয়া কৈল দরশন। দ্ৰোণ ভীষ্ম বিদুর ভেটিলা জনেজন । ( দুঃশাসন কৃপাচার্য্য কর্ণ দুৰ্য্যোধন । দ্রোণপুত্র পাণ্ডুপুত্র তাই পঞ্চজন । ) কুন্তী আদি যত আছে আত্ম বন্ধুগণ। সাবরে ভেটিল গিয়া গান্দিনীনন্দন ॥ তারা সব জিজ্ঞাসিল স্বাগত বচনে । পুছিল সকল বাৰ্ত্ত করি সম্ভাষণে । অকুরেছে তা-সভারে পুছিলা কুশল । অন্তোন্তে সভার মুখে পুরিল অস্তর। গুণদোষ রাজার বুঝিব দিনে ধিনে। কথোদিন অকুর রহিলা তে কারণে ॥ কুপুত্র-অধীন অন্ধ তার হীন বল । কপট কুসঙ্গ সঙ্গে রহে নিরস্তর ॥ নিজপুত্রে পাণ্ডুপুত্রে কেমত বেভার । অকুর রছিল তত্ত্ব জানিতে তাহার ॥ কুণ্ঠী বিদুরের ক্ষ হৈল সম্ভাষণ । র্তারা ছুছে কহিল সকল বিবরণ ॥ পাণ্ডবের বল বু। তেজ বীৰ্য্য দেখি । ধৃতরাষ্ট্র রাজা হয় মনে বড় দুঃখী ॥ প্রজা অম্বুরাগ শুনি না পায় সন্তোষ। তবে জায় কহিৰ যতেক তার দোষ । ৰিষ-লাড়, খাওয়াইল মারিবার তরে। ভীমকে বন্ধিয়া লঞা পেলাইল জলে। অগ্নি তেজাইল তারে থয়্যা জউঘরে। এইৰূপে নানা কৰ্ম্ম কৈল নানা ছলে । ঐরাগ । ধৃতরাষ্ট্ৰপুত্র দুৰ্য্যোধন হ্রাচীর । মারিয়া পেলিতে করে কতেকপ্রকার ॥ কুম্ভী ললে আরে ভাই শুনহ অক্রুর । আমার দুঃখের কথা কহিব প্রচুর ॥ আঁখি বায়্যা পড়ে নীর গদগদ বাণী । কান্দিয়া কহিল কুন্তী দুঃখের কাহিনী । জন্ম হৈতে কছিল সকল বিবরণ। তবে অকুরের ঠাঞি বলয়ে বচন ॥ মাত পিত। কভু কি করয়ে স্মঙরণ। ৰসুদেব আদি যত আছে ভাইগণ । ভ্রাতৃপূত্র যত আছে ভগিনী সকলে । কেহ কি জিজ্ঞাসা মোরে করে কোনকালে । ভ্ৰাতৃ পুল আছে মোর কৃষ্ণ ভগবান । ভকতবৎসল তেঁহ পুরুব পুরাণ ॥ অনস্ত ধরণীধর বলভদ্র নাম । ৰমুদেবের দুই পুত্র জগতে প্রধান ॥ কবে রাম কৃষ্ণ মোরে সাত্ত্বিৰে আলিয়া । শত্ৰুগণ মধ্যে আছি শোকাকুলী হয়। ॥ ব্যান্ত্রের ভিতরে যেন থাকয়ে হরিণী । সেইরূপ রহিঞাছে মুঞি অভাগিনী ॥ এ পঞ্চ বালক আছে পিতৃহীন হয় । না জানি কৃষ্ণের হয় কোন কালে দয় ; কৃষ্ণ কৃষ্ণ জগতপালক ষোগেশ্বর। জগতের আত্মা গতি জগত-ঈশ্বর। রক্ষ রক্ষ গোবিন্দ উদ্ধার এইবার। তুয়া পদযুগ বিনে গতি নাহি আর ॥ অপবর্গ-পদ-দাতা সে দুই চরণ। তবভীত-জন্ম-মৃত্য-ভয়-বিনাশন।