পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুগন্ধি চন্দনে ছড়া প্রতি পথে পথে । হৃষ্টপুষ্ট রহে লোক পূর্ণমনোরথে ॥ পতাকা তোরণ ধ্বজে পুব অলঙ্কত । ৰাক্ষণের বেদ-ঘোষ শবদে পুরিত ॥ প্রেমমুখে পথে রহি পুরজনে চায় । অঙ্কুর অক্ষত মাল্য চৌদিগে ছিটায। পুরনারীগণ করে দধি বরিষণ । পুর পরবেশ কৈলা দৈবকীনন্দন ॥ বীরগণে জিনিঞ আনিল মহাধন। অনস্ত ভূষণ বাস রাজ-আভরণ ॥ অশেষ-সম্পদ-দাতা প্ৰভু ভগবান। সকল আনিএা দিল রাজ-বিদ্যমান ॥ উগ্রসেন রাজারে সকল সমপিয়া । পুর পরবেশ কৈলা লোক সস্তোষিয়া । মল্লার রাগ । শুন রাজা পরীক্ষিত অপরূপ বাণী । কোন কৰ্ম্ম কৈলা জরাসন্ধ অভিমানী ৷ তেইশ অক্ষৌহিণী সেনা করিয়া সাজন। প্রথমে যেরূপে আসি কৈল মছারণ ॥ সেক্টরূপ মথুরা বেঢ়িল দুরাচীর । বুঝিল কৃষ্ণের সহে সপ্তদশবার ॥ জতসে করিলা হরি বৈরী বিনাশন। সবে জরাসন্ধ যায় লঞিঞা জীবন ॥ সপ্তদশবার রাজ করিয়া সংগ মি । হারিয়া হারিস্থা ধাম্ব রাখিয়া পরাণ ॥ অষ্টাদশ বার আসি রণে পরবেশে । চতুরঙ্গ সৈন্স কৈল সাজন বিশেষে । হেনকালে কালযবন দুরাচার। তিন কোটি মেচ্ছ-বল যার পাটোয়ার। নারদের বচলে যবন দুরাশয় । মথুরা বেঢ়িল আলি প্রভাত সময় ॥ নারদ কহিল গিয়া শুন মহারাজ । আমি কিবা তোমার সাধিয়া দিব কাজ ॥ ত্রিভুবনে নাহি কেহ তোমার সমান । কিন্তু যদুকুলে আছে বৈরী বলবান। নবঘন-শু্যাম মহাপুরুল লক্ষণ । শ্ৰীবৎস কৌস্তুত গলে কমললোচন। আজামুলম্বিত চারু ভুঞ্জ বিরাজিত। পীতবস্ত্র পরিধান ভূবনপূজিত । সেই মহাবৈরী আছে বিক্রমে বিশাল । তার সনে বুঝ গিয়া না কর বিচার। &o ঐকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 89& এ বোল শুনিঞা কালযবন বুপতি। তিন কোটি স্লেচ্ছবল সাজিয়া কুমতি ॥ মথ-র বেঢ়িয়া রহে গড়ের বাহিরে। বলভদ্রে লঞা কৃষ্ণ কোন যুক্তি করে। এখনে ফলিল যদুকুলে পরমাদ। যবনে বেঢ়িল আসি মথুরা সমাঝ । কালি কিংবা পরশ্ব আলিবে জরাসন্ধ । তবে কোন উপায় করিব অনুবন্ধ ॥ ববনের সহ যুদ্ধ করিতে থাকিব । জরাসন্ধে বেঢ়িয়া সকল হরি নিব । এতেকেই দেখি যদুকুলের সংচার । এ বোল বুঝিয়া করি রাখিতে প্রকার ॥ দুর্গম বিষম গঢ় নিৰ্ম্মাণ করিয়৷ } তাহার ভিতরে লঞে বন্ধুগণে থস্থ্যা । তবে কালযবন মারিব পরকারে । মন্ত্ৰণ করিয়া হরি চলিলা সত্বরে। সমুদ্র ভিতরে গঢ় দ্বাদশ যোজন । তার মাঝে পুরী নিরমিল লিক্ষণ । বিশ্বকৰ্ম্ম আসি কৈল অদভূতময়। শ্রতিবাণী অগোচর কহিলে না হয় ॥ রাজপথ উপপথ বিবিধ সঞ্চার। বিবিধ প্রাচীর পুর অঙ্গন স্থয়ার। আকাশ পরশে হেম মন্দির শিখর। স্কটিক অট্টালি উচ্চতর থরে থর । হিমকর ( ) বিনির্শিত বিবিধ লক্ষণ । কল্পদ্রুম কল্পলতা বন উপবন । বড় বড় ঘোড়াশালা আওরী আওরী । রজতনিৰ্ম্মিত তাথে কোঠা লারি সারি। মণিময় রতন-শিখর বিলগিত । তাহার উপরে হেম কুম্ভ বিরাজিত। মরকত স্থল বিনিৰ্ম্মিত ক্ষিতিভল । দেবতা মণির বিরাজিত থরে থর ॥ রাজপুর মন্দির বিচিত্র স্থালে স্থান । ব্ৰহ্মাদি দেবেব অগোচর নিরমাণ ॥ সুধৰ্ম্ম পাঠাঞা দিল দেব পুরণার। পারিজাত মুরতর প্রভুর গোচর। দিব্য দিব্য ঘোড়া দিল বরুণে সাজিয়া । শ্বেতবর্ণ শ্ৰামকর্ণ ভূষণে ভুষিয়া ॥ ধনদ পাঠায়্যা দিল অষ্ট মহানিধি। লোকপাল সব দিল স্বার যে যে সিদ্ধি ॥ যে কিছু সম্পদ হরি দিয়াছেন বারে। তারা তাহা আনি দিল প্রভুর গোচরে।