পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8.ஆண் তোমার নয়নতেজে দহিল যবন । অনুগ্রহ কারণে আমার আগমন । পূৰ্ব্বকালে প্রচুর করিলে আরাধনে । ভকতবৎসল আমি আইলু তে-কারণে ॥ বর মাগ মহারাজ যাহা ইচ্ছা কর । সৰ্ব্ব বর দিব আমি বিস্ময় না ধর । আমার প্রপন্ন জন দুঃখ নাহি পায় । বর মাগ নরেশ্বর যাহা মনে লয় ॥ এবোল শুলিঞা মুচুকুন্দ স্বপবর। গর্গবাক্য স্মঙরিলা মনের ভিতর ॥ জানিল সাক্ষাৎ সেই প্ৰভু ভগবান । স্তুতি করে নরপতি মহামতিমান ॥ বিমোছিত সৰ্ব্বলোক মায়াতে তোমার । না ভজে পদারবিন্দ চিস্তয়ে আসার ॥ মুখ ছেত্যু গৃহবাস করে মুঢ়জনে । মুখলেশ নাহি তাথে মাত্র দুঃখ বিনে ॥ তিরিগণ মাঝে সবে পুরুষ প্রধান । ৰঞ্চিত পামর লোক মূঢ় আগেয়ান ॥ কোটি কোটি জন্ম যার পুণ্য সুসঞ্চিত । স্কুলত মানুষ জন্ম লভে কথঞ্চিত । তাথে অবিকল অঙ্গ পায়া মুঢ় নে । না ভজে পদারবিন্দ অসত্য ধেয়ানে ॥ গৃহ-অন্ধকূপে পড়ি মরয়ে কুমতি । তৃণ-লোতে কূপে যেন পড়ে পশুজাতি । আছুক জালের কাজ মুঞি মূঢ় অন্ধে । এতকাল ধরি কৈলু ব্যর্থ অস্ত্রবন্ধে ॥ রাত -অভিমানে মোর ব্যর্থ গেল কাল। রাজ্যপদ সম্পদে বাঢ়িল অহঙ্কার ॥ এ মোর পুথিবী স্বত বিত্ত পরিজন । এই সবে সত ৩ fচস্কিলু অকারণ ॥ যেন ঘট কুড্য এ সকল কলেবর। তাথে রাজা হেন গৰ্ব্ব কৈলু নিরস্তর ॥ তুরঙ্গ মাতঙ্গ রথ চতুরঙ্গ সেনা । সাজিয়া বেড়াঙ কারো ন কৈল গণনা 7 ইতিকৃত্য চিন্তায়ে ন কৈলু অবধান । বিবিধ বাসনা লোতে হরল গেয়ান । বিষয়লম্পট হয়্যা তোমা পালারলু । অসত্য খেয়ানে নাথ আপন বঞ্চিলু। তুৰি কালরূপী আছ সতত জাগিয়া । তিলেকে পেঞ্জিবে তুমি সংহার করিয়া ॥ কনকনিৰ্ম্মিত রথে পুরনার চঢ়িল। মগু-মতলজ স্কন্ধে উঠিয়া বসিল । নরদেব হেন নাম ধরে কলেবর । অস্তকালে হৈব এছ ক্রিমি ভস্ম মল ৷ দশদিগ জিনিঞ বলিলু রাজাসনে । রাজচক্র দাস হয়্যা রহিল চরণে ) ( ১ ) সংগ্রাম করিতে কারো না রাখিলু বল । নারীক্রীড়ামুগ হৈলু ঘরের ভিতর ॥ যদি বল যজ্ঞ দান পুণ্য তপ কর। শুভকৰ্ম্ম করি তুমি স্বৰ্গবালে চল । তার কথা নিবেদিব চরণে তোমার স্বৰ্গবাস হেলেহো না ঘুচে অহঙ্কার । নানা কৰ্ম্ম করে লোক বিবিধ যতনে। মহাতপ করি করে শরীর শোধনে ॥ সৰ্ব্বভোগ ত্যাগ করে ভোগের কারণে । দ্রব্যের আশায় করে দ্রব্য সম্পণে ॥ তবে যদি স্বৰ্গবাস হয় পুণ্য বশে । স্বৰ্গ-সুখ-ভোগ তারা করে নানা রসে । তবে ইন্দ্ৰ হৈতে তৃষ্ণা বাঢ়ে আরবার। মুখ নহে দুঃখময় জানিলু সংসার ॥ বখনে যাহার হৈব ওব বিমোচন । তখনে তাহার হয় সাধু সমাগম ৷ সাধুসঙ্গ মাত্র যাব হয় ধেই দিনে। তোমার চরণে মতি ছয় সেইক্ষণে ॥ এই অনুগ্রহ মোরে কেলে দয়াময় । রাজ্যপদ গেল মোয় ভাগ্যের উদয় ॥ অখণ্ড পৃথিবীপতি ভক্ত-রাজগণ । পরিচর্ষ্যা করি করে একfস্ত ভজন ॥ বনে পরৰেশ তারা করিবার তরে । যে রাজ্য তেজিতে বাঞ্ছা করে নিরস্তরে ॥ হেন রাজ্যপদ মোর গেল অনায়াসে । এতেক জানিলু ৰূপা করিলে বিশেষে ॥ বর মাগিবারে প্রভু তুমি যে বুলিলে। বুঝিতে ভৃত্যের চিত্ত পরীক্ষা করিলে ॥ তোমার পদারবিন্দ-সেবা পরিহরি । অন্ত বর নাহি মাগো প্ৰভু শ্ৰীমুরারি ॥ হেন কোন পণ্ডিত আছয়ে ত্রিভুবনে । কৈবল্য-সম্পদ-দাতা করি আরাধনে ॥ আপনার বন্ধন মাগিয়া নৈৰ বল্প । হেন কেবা আছে প্ৰভু জগতে বৰ্ব্বর ॥ ( ১ ) পাঠাস্তর,— "রাজচক্রৰক্ট হঞা রহিমু আপনে ।"