পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিপঞ্চাশ জাত্যায় / শুকমুনি বলে রাজা শুন পরীক্ষিত । লক্ষ্মীনারায়ণ পুণ্য পবিত্র চরিত ॥ বৈদভীর পত্র যদি পঢ়িল ব্রাহ্মণ । শুনিএা কি বলে তবে দেব জনাৰ্দ্দন ॥ হাতে হাত ব্রাহ্মণের ধরিয়া শ্ৰীহরি। হাসিয়া উত্তর তীরে দিল বনমালী ॥ আমার তাহাতে চিত্ত নিজ নাহি যাই। র্তাহার চিস্তায় আমি সস্তোৰ না পাই ॥ কন্ত দিতে অঙ্গীকার কৈলা বন্ধুগণে । দ্বেষ করি রুক্সী তাহা কৈলা নিবারণে । আনিব রুক্মিণী আমি নৃপগণ জিনি । দারুকে আনিঞ আজ্ঞা দিল চক্রপাণি ॥ ঝট করি আন রথ করিয়া সাজন। সাজিয়ী দারুক রথ গরুড়লাঞ্ছন ॥ মেঘপুষ্প বলাছক শৈব্য সুগ্ৰীব । চারি অশ্ব মহাবেগ গতি সুললিত । আনিল সাজিয়া রখ দারুক সারথি । করজোড় করিয়া দাণ্ডাইল মহামতি ॥ ব্রাহ্মণে তুলিয়া রথে চলিলা শ্রীহরি। রাতারাতি আইলা প্রভু বিদর্ভনগরী। সে রাজা উৎকণ্ঠী বড় পুত্রবশ হয়্যা । (১) কস্তা দিব শিশুপালে নিশ্চয় করিয়া ॥ বিবাহ-মঙ্গল-কৰ্ম্ম করায় আপনে । ধ্বজ পতকায় করে পুর নিরমাণে ॥ রাজপথ পুরপথ করিয়া মার্জন । স ত্র করায় দধি চন্দন লেচন ॥ বিচিত্র তোরণে পুর কৈল অলঙ্কত। চত্বরে চত্বরে কৈল বিতান মণ্ডিত । গন্ধ মাল্য আভরণ বিপ্লজ বসন । দিব্যবেশ ধরে পুর-নর-নারীগণ । ৰিচিত্র মন্দির পুর মুধুপে ধূপিত । দেব-পিতৃ-অৰ্চল বিধান নিয়মিত ॥ নানাদ্রব্য বিপ্ৰগণে করাই ভোজন । শুভকালে কৈল স্বস্তি মঙ্গল বাচন ॥ শীতল সুগন্ধি জলে করাইল স্নান । কৌতুক মঙ্গলে কৈল অঙ্গ নিরমাণ । ( ১ ) পাঠাণ্ডুর,— *লে রাজা কৌশুিশুপতি পুঞ্জৰশ হয়।” বেলোয়ার রাগ । বিচিত্র বসনযুগ পরাইল অঙ্গে । তুবিয়া আনিল দিব্য কস্তা মহারঙ্গে। বেদমন্ত্ৰে বধুরক্ষা কৈল দ্বিজগণে । পুরোহিত গ্রহ যজ্ঞ কৈল হুতাশনে ॥ দ্বিজগণে দিল রাজা রজত বসন। গুড় বিমিশ্রিত তিল হিরণ্য ভূষণ । বিধিবিদাম্বর রাজা সৰ্ব্বধৰ্ম্ম জানে। বিবিধ দক্ষিণা দিল দিব্য ধেমুদানে ॥ এইরূপে শিশুপালে দমঘোষে আনি । সকল মঙ্গল কৰ্ম্ম কৈলা ত ই জানি ॥ বেদজ্ঞ ব্ৰাহ্মণ আনি কৈলা স্বস্ত্যয়ন। পূজিলা ব্ৰাহ্মণগণে দিয়া বহুধন ॥ মদমত্ত গজ ঘেt ৬া পবন সঞ্চার । কাঞ্চন নিৰ্ম্মিত রথে করি পাটোয়ার ॥ চতুরঙ্গ বলে করি সেনার সাজন। বিবিধ কৌতুক গীত ( ১ ) বিবিধ বাজন! চলিল কুণ্ডিন-দেশ রাজা চেদিপতি । পাত্র মিত্র পুরোহিত চলিল সংহতি ॥ সাজিয়া ভীষ্মক রাজা গেলা কথোদুরে । পূঙিয়া আনিল দণঘোষে নিজপুরে । খুইয়াছিল দিব্য পুরী করিয়া নিৰ্ম্মাণ । তাথে লঞ} রহিতে তাছারে দিল স্থান ॥ শাল্ব জরাসন্ধ দস্তবক্র আদি করি। শিশুপাল-পক্ষ যত নৃপতি-কেশরী ॥ সতেই সাজিয়া আইল চতুরঙ্গ সেনা । কদাচিৎ অtসি কৃষ্ণ যদি দেয় হালা । সতেই মেলিয়া তবে করিব সংগ্রাম । হারিয়া পালাব কৃষ্ণ পেয়্যা অপমান ॥ এইরূপ নিশ্চয় করিয়া নৃপগণে । আসিয়া কুণ্ডিন-পুরে রহে সাবধানে ॥ বলভদ্ৰ শুনিল ৰিপক্ষ নৃপগণে । সাজিয়া চলিল তারা বিবাদ কারণে ॥ একেশ্বর গেলা কৃষ্ণ কন্যা হরিবারে ; পাছে তাতে কোন জালি পরমাদ ফলে । মহা সৈন্ত সাজিয়া ঠাকুর হলধর । তুরিতে চলিয়া গেলা বিদর্ভ নগর ॥ ( ১ ) পাঠান্তর,—“কৌতুক গতি ।