পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈদভী ভীষ্মকসুতা চিস্তে মনে মনে । হয় বা না হয় এথা কৃষ্ণ-আগমনে ॥ এতক্ষণ নছিল বিপ্রের আগমন। না জানি কি আছে মোর কপালে লিখন ॥ সভে এক রাত্রি অাছে বিবাহ অবধি । অরবিনালোচন না আইলা গুণনিধি। না জানি কি আছে মোর অদৃষ্টে লিখনে । ব্রাহ্মণ পাঠাইলু না আইল এতক্ষণে ॥ কিবা মোর কুচ্ছিত শুনিলা কোন স্থানে । ঘৃণা করি প্রভু না আইলা তে কারণে ॥ মোর পাণিগ্রহণে করিয়া অবজ্ঞান । উদ্যম করিয়া না আইল ভগবান । বিধি মোরে বাম প্রতিকুল মহেশ্বর । বিমুখী পাৰ্ব্বতী না আইলা যদুবর। এইরূপে চিস্তিতে ৮গিলা নিরস্তর । নিবারিতে না পারে অাখিতে পড়ে জল । সময় বুঝিয়া দুই মুদিল নয়ন। না রহে অখির নীর ঝরয়ে সঘন ॥ বামনেত্র বামভূজ বামউকুভাগ । হেনকালে ফুরিল বাঢ়িল অনুরাগ ॥ ব্রাহ্মণ পাঠায়া দিল প্ৰভু ভগবান । হেনকালে আইল দ্বিজ দেবী বিদ্যমান। প্রসন্ন বদন বিপ্রে দেখিয়া সক্সিণী । লক্ষণে জানিল কাৰ্য্যসিদ্ধি অনুমানি ॥ কহিলা ব্ৰাহ্মণ দেব দৈবকী নন্দন । এথাতে আসিয়া তিহো হল উপসল্প । কহিলা তোমারে সত্য বচন বিশেষ । অবশ্য তোমারে হরি নিব হৃষীকেশ ॥ এ বোল শুনিয়া দেবী হষিত চিতা । আনন্দে পূkিল তমু ভীষ্মক দুহিতা ॥ ব্রাহ্মণের Lযাগ্য দ্রব্য দিতে নাহি অীর । কেবল রুক্মিণী দেবী কৈলা নমস্কার ॥ উৎসব দেখিয়া রাম-কৃষ্ণ আগমন । শুনিয়ু বিদভ-রাজা হরযিত মন । বৃত গ৩ বাদ্যঘোষ মঙ্গল আচারে । চলিল বিদর্ভ-রাজা কৃষ্ণ আগুসারে । পুরুবে কল্পিয়া আছে দিব্য মহাপুরী । তাথে আনি রামকৃষ্ণে থইল ভক্তি করি। রাম কৃষ্ণে বসাইল দিব্য সিংহাসমে । পূজিল সকল সৈন্ত বিবিধ বিধানে ॥ ষত নৃপগণ আইল বিদ্বর্তনগরে। যার যেন যোগ্য পূজা কৈল নরেশ্বরে । শ্রীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 989 কৃষ্ণ আগমন তবে শুনি পুরজনে । আসিয়া দেখিল কৃষ্ণে আনন্দিত মনে ॥ এই দে রুক্মিণী-যোগ্য সমুচিত পতি । ইহার সেই সে যোগ্য ভাৰ্য্যা রূপবতী । আমি সব যত পুণ্য কৈলু জন্মাণ্ডরে। সকল অপিলু দেব-চরণ যুগলে । তুষ্ট হয়্যা বর দেউ দেব মহেশ্বর। রুক্মিণীর পতি যেন হয় যদুবর। এইরূপে পুরজনে কেছ স্থানে স্থানে । প্রভুর শ্ৰীমুখে দেখি নিশ্চল নয়নে ॥ হেনকালে আইল কস্তা পুরের বাহিরে । মহাভটগণ বেঢ়ি ডাকে উচ্চস্বরে ॥ চলিল অম্বিক-পুরে সুললিত গতি । পূজিব পাৰ্ব্বতী দেবী করিয়া ভকতি ॥ মুকুন্দ পদারবিন্দ হৃদয়ে ধেয়ায় । অপরূপ গতি ভঙ্গী ধীরে ধীরে যায় । মৌনব্রত ধরে দেবী দ্বিজপত্নীগণে । চৌদিগে খেষ্টিত নিজ সীি প'র নে ॥ রাজভট মহাশুর বিক্রমে বিশাল । খড়গ তুলি ধরে তারা দিব্য পাটোরার ॥ শঙ্খ ভেরা মৃদঙ্গ বা ন তাণ্ডয়ান । দিব্য বেশ নর নারী বধুর যোগান ৷ দিব্য বেশ বহু্যাগণ লয়্যা উপহার। সহস্ৰ সহস্র তারা যোগান মুলার। গন্ধ-মাল্য-বস্ত্র-আভরণ স্বরঞ্জিত । দ্বিজপত্নীগণে কৈল চৌদিগে বেষ্টিত । স্তাবকে স্তবন করে বাদকে বাজন । গায়কে মধুর গীত - ত্বকে নাচন ॥ কত কত সহজন প্লাজল নৃত্য গীত । কত কত নর নারী চৌদিগে বষ্টিত । এইরূপে চলি গেলা চণ্ডিকা-সদনে । হস্ত পদ পাখালিয়া কল আচমনে ; তবে প্রবেশিলা দেবী মন্দির fভতরে । প্রণাম করিলা দেবী-চব•ে নিয়ড়ে ॥ বৃদ্ধ দ্বিজপত্নীগণে পুজায় পৰ্ব্বতা । বন্দনা করাক্ষ তারা দুর্গ-ভগবতী ॥ পড়িয়া অম্বিকা মন্ত্র করায় বন্দলা । হয় সহে কৈলা কৃষ্ঠা দুর্গ আরাধনা । (১) (১) পাঠাম্ভর,— *হর সহে কৈলা দেবী গৌরী আরাধনা ৷”