পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 8 ዓዓ বধযোগ্য হয় যদি নিজ বন্ধুজন । তমু তার বধ না বরিয়ে অকারণ ॥ তার দোষে করিয়ে তাহারে পরিত্যাগ । মরা যদি মারি তবে কিবা কাৰ্য্যভাগ (১) । কিন্তু ক্ষত্রি কুলধৰ্ম্ম ব্ৰহ্মার নিৰ্ম্মাণ । ভাই কথ্য ভাই-বধ করে বিদ্যমাণ । স্ত্রী রী বিত্তভূমি সম্পদ ধারণে । একে এক মারিয়া মরয়ে অভিমানে ॥ বিষ্ণুমায়া কল্পিত অজ্ঞান মোহময় । শত্রুমিত্র নিজ পর নানা বুদ্ধি ছয় ॥ এক আত্মা নানা ভেদ দেখে মুঢ় জনে । এক স্বৰ্য্য দেখি যেন লানা স্থাণে স্থানে ॥ অঙ্গর অমর আত্মা নাহি তার ভেদ । পঞ্চভূতময় দেহে দেখি পরিচ্ছেদ ॥ অজ্ঞনিকল্পিত দেবি ( ১ ) জীবের সংrণর । অজর অমর আত্মা শুদ্ধ অধিকার । অসত্য শরীরে নাহি আত্মার সংযোগ । দেহের বিচ্ছেদ নাহি আত্মার বিয়োগ । দেহু যোগ-কারণে আত্মার পরিচয় । রবির প্রকাশে যেন চক্ষু রূপ লয় ॥ শরীর বিকারযুক্ত আত্মা নিৰ্ব্বিকার । চন্দ্র কলা জন্মে যেন মরে অরিবার স্থা পরিপূর্ণ চন্দ্র তার নাহি বৃদ্ধি হ্রাস । পরিপূর্ণ আত্মা লভে দেহের বিনাশ । না বুঝিয়া ভ্ৰমে লোক অসত্য সংসারে । স্বপনে পুরুষ যেন কামভোব করে। এ বোল বুঝিয়। দেবি শোক পরিহর । তত্ত্বজ্ঞান ধরি তুমি চিত্ত স্থির কর । এতেক বচন বুলি প্ৰবোধিল রামে। চিত্ত নিবারিয়া দেবী কৈল সমাধানে । তবে রুক্সী বলভদ্র দিলেন ছাড়িয়া । হতবুদ্ধি হয়্যা গেল প্রাণ মাত্র লয়্যা ॥ মারিল সকল সৈন্ত বলভ এ-রণে । আত্ম-বিড়ম্বন কৈল ভগবানে (২) { ব্যৰ্থ হৈল চিত্তের সকল অঙ্গীকার। প্রাণ লয়্যা কেৰল চলিল দ্বরাচীর । (১) পাঠাস্তর,-“কাৰ্য্যলাভ” । (২) পাঠাস্তুর,—"দৈব" | (৩) পাঠাস্তুর,— “অপমান করিলেন প্ৰভূ নারায়ণে । ভোজকোট নামে কৈল পুরী নিরমাণ । তথষ্ট হিল গিয়া পায়্যা অপমান ॥ যাবত বুমতি কৃষে পাশে লt{হ হানো ! যাবত শুগিণী উদ্ধারিয়া নাহি আনে । তাবত কুণ্ডিলপুী না দেখিব আর। ভো কোট-পুর-বাস কল অঙ্গীকার ॥ এ বোল বুসিয়া কৈল পুর পরবেশ । দ্বারকা নগরে গেলা প্রভু হৃষীকেশ । শুভকালে বিভা কৈল বিধি অনুসারে । বিবিধ উৎসব হৈল প্রতি ঘরে ঘরে ॥ পুরিল দ্বারকাপুরী আনন্দ-মঙ্গলে । নরনারী হরযিত আনন্দে বিহবলে। (১) বিবিধ যৌতুক আনি দিল পুরজনে । ধ্বজ পতাকায় কৈলু পুরী নিয়মাণে । (২) বিচি এ অম্বর মালা রতন তোরণ | স্থয়ারে ছুয়ারে হেমঘট আরোপণ । ধুপ দীপ বিরাজিত দ্বারকানগর । প্রতিঘরে প্রতিপুরে আনন্দ-মঙ্গল । রাজপথে পুরপথে চন্দলের ছড়া । ফলকে ফলকে চলে নানা বণে ঘোড়া । মত্ত গজ-মদ-জলে কদম উঠিল । লুপগণে যদুপুরী পূরিয়া রহিল ॥ সৰ্ব্বলোক আনন্দিত গুলিত (৩ ) বদল , নানা পরিহাস কথা ইষ্ট সম্ভাষণ । আসিয়া বিদর্ভ রাজা কৈলা কন্যাদান। বিবিধ যৌতুক দিল মহামতিমাণ । এইরূপে বিভা হৈল লক্ষ্মী নারায়ণে । বিহুরে দ্বারকানাথ দ্বারকা ভুবনে ॥ রুক্মিণী-ইরণ কথা শুনি ৰূপগণ । রাজপুত্র রাজকন্ত নরনারীগণ । বিস্ময় ভাবিয়া লtঃা হৈল চমকিত । কহিল কুক্মিণী দেবী-ত্বরণ চরিত ॥ হরিবংশে কহিলেন করিয়া বিস্তার। ভাগবতে কহি সার করিয়া উদ্ধার । ভাগবত আচার্ষ্যের মধুরল বাণী । রুক্মিণী-হরণ-কথা প্রেমতরঙ্কিণী ॥ (১) পাঠাস্তুর,-"কৌতুকে বিহন্ত্রে" (২) পাঠাভয়,-“পুরীর শোভন । (৩) পাঠান্তর,-“মুক্তি" । ইতি ভাগবতে মহাপুরাণে পারমছংস্তাং সংহিতায়াং বৈষ্ণুলিক্যাং জশষত্বন্ধে চতুঃপঞ্চাশোত্ধ্যায়: ॥ ৫৪ ৷