পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাঘাতে যেন ফণধরে ক্রোপ করে । ক্রোধ করি মহাবীর উঠিল সত্বরে । প্রেলয় কালে র যেন জলস্ত আনিল । গদা হাতে করি বীর নাম্বিলা সত্বর। গদাপাট তুলিয়া ভ্রময়ে মহাবীর। রহ রহ আরে বেটা রণে হও স্থির । নির্ঘাত নিষ্ঠুর ঘোর শবদ করিয়া । পেলিয়া মারিল গদ এ বোল বুলিয়া ॥ গদাপাট পণ্ডিল দেখিয়। ভগবান। তুলিয়া আপন গদা বীরের প্রধান । গদায় কাটিয়া গদা কৈল খণ্ড খণ্ড । আকৰ্ণ পুরিয়া কৈল শবদে প্রচণ্ড । তবে কোন কৰ্ম্ম করে দৈত্য দুরাশয় । ময়খিনিৰ্ম্মিত মায়া করিয়া আশ্রয় ॥ শিলা-বরিযশ করে কামের উপরে। উড়ায় রুক্মিণী মুত এ গাছ পাথরে। ভবে কোন কৰ্ম্ম করে গোবিন্দনন্দন । সত্ত্বময়ী মহাবিদ্যা কৈল স্মঙরণ । খণ্ডিল অমুর মায়া শিলা বরিবণ । তবে নালা মায়া করে অক্ষম স্ব জল । গন্ধৰ্ব্ব অমুর নাগ পিশাচের মায়া । শত শত স্বজিলেক ক্রোধপর হয়্যা । সকল আস্বরী মায়া করিয়া খণ্ডল । তীক্ষু খণ্ডগ নিল তবে কৃষ্ণের নন্দন । মুকুট কুণ্ডল সহে শম্বরের শির । ভূমিতলে কাটিয়া পাড়িলা মহাবীর। পড়িল শম্বর বীর দেবের হরিষ। শুনিএ অস্বরগণে করে বিমৰিষ । দেবগণে স্তুতি করে পুষ্প বরিষণ । বধিল শম্বর বীর কৃষ্ণের নন্দন । কোন কৰ্ম্ম করে তবে রতি মায়াবতী । চলিল আকাশপথে লয়। নিজপতি । আনিল দ্বারকাপুরী অাখির নিমিষে। রতিপতি রতি কৈল পুর-পরবেশে । জলধর-শু্যাম-তন্থ রাজীব-লোচন আজামুলম্বিত ভুজ মূদিত বদন ॥ পীতবস্ত্র পরিধান মন মন্দ হাস । বিলোল অলকাবলি কপোল-ৰিলাল ৷ পুরনারী কৃষ্ণ হেন মালিঞা তাহারে। শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 8ግs লকায় লুকায় তারা চিনিতে না পান্নে ॥ অলপে শু পে বৈ লা ভিন্ন অনুমান । ধীরে ধীবে নবীগণ গেলা সন্নিধান ॥ সোঙরিলা রুক্মিণী দেবী আপন তনয়। পুত্র প্রেম উপঞ্জিত আনন্দ হৃদয় ॥ নিকটে দাণ্ডায়া দেবী কি বলে বচন । কোথা হৈতে আইলা এথা পুরুষ-রতন । নবঘন শু্যাম তন্ত্র রাজীব-লোচন । পরম সুন্দর মহাপুরুষ লক্ষণ ॥ কাহার তনয় হয় কিবা নাম ধরে। কোন পুণ্যবতী গলে ধরিল ইকারে । মোর পুত্র নষ্ট হেল হরিল অপারে। যদি বা কোথাতে জীয়ে কোন পুণ্যফলে । হেন হয় ইহারি সমান রূপ বেশ । হরিণ। ভাস্বরে তার না পাই উদ্দেশ ॥ ইহাতে কৃষ্ণের সম কেনে রূপ-দখি । আকৃতি প্রকৃতি যেন কৃষ্ণ যেন লখি ॥ এই বা ছাওয়াল হয় লগ মোর মতি । ইহারে বাঢ়য়ে মোর অধিক পরিতি । এইরূপে করে দেবী নানা অনুমান । চেনকালে গেলা তথা প্ৰভু ভগবাণ । দা গুtয়্যা ছিল গিয়া পতু যদুমণি। তভু কিছু না বুঝিলা সৰ্ব্ব তত্ত্ব জানি । বসুদেব দৈবকী যতেক পুরজনে । সকলে দেখিতে গেল হরষিত মনে । কহিলা নারদে আসি তাহার কারণ। শম্বর তরণ-আদি যত বিবরণ ॥ শুনিএ সকল লোক হৈলা চমকিত । ৰিস্ময় ভাবিয়া পাছে হৈলা ছঃষিত। পুত্র কোলে করি দেবী দিল আলিঙ্গন। হরিষে পুলি তন্ত্র চম্বিল বদন ॥ ৰমুদেব দবকী আর আপলে ঐহরি। অধিক আনন্দসিন্ধু পুত্র কোলে করি । মই পুত্র প্রদ্যুম্নে লভিয় পুরজনে। পূজিয়া মন্দিরে নিল হরষিত মনে ॥ কহিল শম্বর-বধ প্রদ্যুম্ন-চরিত। শুনিলে সম্পদ হয় হরয়ে ছুরিত ॥ ভাগবত-আচাৰ্য্যের মধুরল-বাণী । প্রফুল্লচরিত্র কথা প্ৰেমতরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে পঞ্চপঞ্চাশোখ্যাঃ ee ॥