পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শট পঞ্চাশ অধ্যায় । সত্রাজিত অপরাধ করিতে খণ্ডন । আপনে আলিএ কন্যা কৈল সমৰ্পণ ॥ স্তমস্তক-মণি দিয়া কৈলা পরিহার। কস্তা নিল কৃষ্ণ মণি না লৈল তাহার ॥ তবে রাজা জিজ্ঞাসিল ভাবিয়া বিস্ময় । সত্রাজিত কোন পাপ কৈলা অতিশয় ॥ আপনে আসিয়া কন্ত দিল কি কারণে । স্তমস্তক-মণি সে পাইল কোন স্থানে ॥ মুনি বলে শুন রাজা হয়্যা সাবধান । কহিব তোমারে স্তমস্তক-উপাখ্যান । আছিল পুরুষ এক সএজিত নাম । স্বর্যের পরম সখা ভকতপ্রধান । তুষ্ট হয়্যা মণি তারে দিলা দিনকরে। মণি। কণ্ঠে করি সএtfজত যায় ঘরে । প্রবেশ করিল গিয়া দ্বারকামণ্ডলে । তার তেজ কোন লোক সহিতে না পারে। অদভূত দেখি লোক ধেয়্যা গিয়া চায়। দূরে থেকে তার তেজ সহনে না যায় ॥ দূত-খেলা করেন আপনে ভগবান । ধেয়্যা গিয়া সৰ্ব্বলোক কহে বিদ্যমান । নমো নারায়ণ শঙ্খ-চক্র গদাধর । অরবিনা-লোচন গোবিন্দ দামোদর। নিকটে আসিয়া স্বৰ্য্য দিলা দর্শন । তোমারে দেখিতে হৈল স্বৰ্য্য-আগমন ॥ দেবগণ তোমারে দেখিতে বাস্থ করে। ধরিয়া গোপত বেশ আছে যদুকুলে ৷ শুনিএ লোকের বাণী হাসে নারায়ণ । তুমি সব তার কিছু না নানি মরম ॥ মণি লয়্য। সত্রাজিত যায় মিজঘরে । শু্যমস্তক-মণি তারে দিলা দিবাকরে । সত্রাসিভ নিজপুরে কেলা পরবেশ । আনন্য উৎসব কৈল মঙ্গল বিশেষ । দেবঘরে মণি লয়। স্থাপিল ব্রাহ্মণে । অষ্টতার কাঞ্চন প্রসবে দিনে-দিনে ॥ ছুতিক্ষ অরিষ্ট সাপ আধি ব্যাধি ভয় । সে মণি যথাতে থাকে গ্রহপীড়া নয় ॥ তুড়ি রাগ । এক দিন কৃষ্ণ মণি মাগিলা আপমে । রাজারে দিবার তরে সত্রাজিত স্থানে ॥ সত্রাজিত না দিল থলের লোভে মণি। পুনরপি কিছু না বলিল চক্রপাণি ॥ প্রলেন নামেতে সত্রাজিতসহোদর। যুগয়া করিতে গেলা বনের ভিতর ॥ মণি কণ্ঠে ধরি অশ্বে আরোহণ করি । ঘোড়া সহ বনে তারে মারিল কেশরী ॥ প্রসেন মারিয়া সিংহ মণি লয়্যা যায় । হেনকালে জাম্ববান তার লাগ পায় । সিংহ মারি মণি লধ্যা গেল জাম্বুবান। সুড়ঙ্গে প্রবেশ কৈলা বীরের প্রধান ॥ ছাওয়ালে খেলিতে দিল সেই মণি লঞা। সত্রাজিত মনে চিস্তে ভাই না দেখিয়া । অন্ত কেহ লাহি বধে মোর সহোদর। প্রসেন বধিয়া মণি নিল গদাধর। এই কথা লোকে সব করে কণাকণি । (১) আপনার লিন্দা কৃষ্ণ শুনিল পানি । করিবারে চাহে কৃষ্ণ দুৰ্যশ খণ্ডন। চলিলা বিবিধ লৈন্ত করিয়া সাজন ॥ প্রসেনের পথে গেলা সেই অনুসারে । প্রলেন পড়িয়া আছে বনের ভিতরে ॥ প্রসেনে মারিয়া সিংহ লয় গেল মণি । সগণে চলিল। কৃষ্ণ তার তত্ত্ব জানি ॥ বলে বলে যায় কৃষ্ণ সিংহ অসুসারে । ময়া সিংহ পড়ি আছে পৰ্ব্বত শিখরে। (২) সিংহ মারি মণি লয়্যা গেল জাম্ববান । জানিল সকল তত্ত্ব প্ৰভু ভগবান ॥ বাহিরে সকল সৈন্ত থয়্যা হৃষীকেশ । সুড়ঙ্গ ভিতরে তবে কৈলা পরবেশ । পাতালে প্রবেশ কৈল প্রভু যদুরায় । রাজপুরে মণি লয়্যা ছাওয়াল খেলায় ॥ --


س------س--

(১) এই বোল সৰ্ব্বলোক জপে স্থানে স্থানে । (২) পাঠাস্তুর,-- “ঘোড়া সহ মরা প্রসেন বনের ভিতরে । তারে দেখি গদাধর যায় কতোদূরে । মায়াসিংহ পiড় অাছে পৰ্ব্বত উপৰে ॥