পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 82> ভিক্ষুগণে সত্তে করে আমার প্রশংলা । কুল ধন সম্পদে আমার করে হিংসা। আপনার অনুরূপ রাজার কুমার। এখনে বুঝিয়া পতি বর আরবার ॥ হেন পতি বর তুমি থাক যেন সুখে। দুঃখ যেন নহে ইহলোকে পরলোকে ॥ শিশুপাল জরাসন্ধ আদি নৃপগণে । তারা সব দ্বেষভাব করে আছুক্ষণে । তোমার অগ্রজ রুক্মী হিংসে নিরস্তর। এ বোল বুঝিয়া তুমি এর যোগ্যবর। ত-লতার দর্পচূৰ্ণ করিব কারণে। তোমাকে হরিয়। আমি আনিলু আপলে। উদাসীন হয়্যা থাকি • ছি পরিবার। পুত্র দার কামুক না হই সৰ্ব্বকাল । আপনেই পূর্ণ দেহে গেছে উদাসীন। কোনকালে কজা নহি গুণ কৰ্ম্মহান ॥ পরীক্ষার তরে বলি এতেক বচন । নিশবদ কৈলা তবে দৈবকীনন্দন ॥ সখী-হাত হলে দেবী আপিলা চামর। সেই তার গৰ্ব্বথানি দেখি গদাধর। দপভঙ্গ করিব শুনিব তার বাণী । তে কারণে এতেক বুলিলা যদুমণি ॥ শুনিএ প্রভুর বাণী ভাষ্মক দুহিতা । কম্প উপজিল চিত্তে ভয়ে সচকিত ॥ দুরন্তু চিস্তায় নাহি মুখের উত্তর। অরুণ চরণ-লখে লেখে ক্ষিতিতল । কুচযুগ পাখালিল লয়নের জলে। অধোমুখে রহে দেবী বচন না লরে। দুঃখ শোক ভয়ে দেৰী হৈল মুকচিতা। শিথিল ৰলয়াৰল হস্ত বিগলিত । হস্তে হৈতে চামর পড়িল ভূমিতলে । আছাড়ে পড়িল দেবী শরীর না ধরে । পবনে কম্পিয়া ষেণ পড়য়ে কদলী । পড়িলা কুক্মিণীদেবী জ্ঞান পরিহরি। দেখিয়া প্রিয়ার প্রেম প্রভু দয়াময় । অনুকম্প কৈলা তৰে প্ৰসন্ন হৃদয় ॥ সিংহাসন হৈতে হরি নাছিল সত্বরে। চতুৰ্ভুজ হয়্যা দেবী তুলি নিলা কোলে । - झहे रुख मिब्रा टेक्ण cफ* प्यंगांशन । আর দুই হস্তে দেৰী কৈলা আলিঙ্কন। দক্ষিণ-কমল-করে মুখ সম্মাজিল । নয়নের জল প্ৰভু মুছিয়া ফেলিল। কুচ মারজন করি শাস্তিয়া বচনে । বলিতে লাগিলা তৰে বিনয় কৰমে ॥ না কর না কর দেবী দোষ আরোপণ । দুঃখ ছাড়ি চিত্ত তুমি কর নিবারণ ॥ তোমার বচন দেবী শুনিব কারণে । দেখিব তোমার মুখ ক্রোধপরায়ণে ৷ কুটিল কটাক্ষপাত কম্পিত অধর । তে কারণে পরিহাসে বলিলু উত্তর। এই যে পরম লাভ দেখি গৃহী জনে । পরিহাসে যায় কাল নারী সম্ভাষণে ॥ এতেক ব ন বুলি দৈবকীনন্দন । শাস্তিয়া দেবীর চিত্ত কৈল নিবারণ ॥ প্রিয় পরিত গভয় তেজিযা মুনারী। ঈষৎ কটাক্ষভঙ্গে প্রমুখ নেহারি। সলজ্জ মধুর হাস্য কি বলে বচন । সত্য সত্য সভ্য নাথ তোমার কথন। সত্য শতপত্র-নেত্ৰ বচন তোমার। তোমার সদৃশ আমি নহি যোগ্যদার। নিজ মহিমায় পূর্ণ ত্রিগুণ-ঈশ্বর। সৰ্ব্ব অন্তর্ষামী তুমি প্রকৃতির পর ॥ আমি গুণময়ী মায়া প্রকৃতি-স্বরূপা । কোন গুণে হৈব নাথ তোমার অনুরূপা । আমার কটাক্ষপাত লভিবার তরে । ব্ৰহ্মা-আদি মুরগণ পদসেবা করে। হেন আমি প্রকৃতি সকল দোবমই। কোন গুণে তোমার সদৃশ আমি হই। সমুদ্র-শরণ করি আমি আছি তয়ে। সেই সত্য কহিলে অন্যথা নাছি হয়ে । ( ১ ) সমুদ্র-হৃদয়-পদ্ম তাথে ৰৈল তুমি । ফুপুরুষ সঙ্গ তেজি মুখে আছ স্বামী। রাজপদ তমোময় নরক দুয়ার। তাহা বস্তু জ্ঞান করি কি হয় তোমার ॥ তোমার সেবক যাহা দূরে পরিহরে। রাজপদ অধম পুরুষে ভোগ করে। যে তুমি কহিলে আমি লোকধৰ্ম্ম ছাড়ি। তেজিয়া বেকত-বেশ গুপ্ত-বেশ ধরি। সছে সত্য সত্যবাদী তুমি ভগৱান। তার কথা কহি কিছু তোমা ৰিম্ভমান ॥ তোমার পদারবিন্দ-মকরুদ ভজে । নর-পশুগণে তার পথ নাহি বুঝে ॥ ( ১ ) পাঠান্তর,—“অসত্য কভু নহে* ।