পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 82° তা দেখিয়া বাণ রাজা ক্রোধ কৈল মনে । কান্দিতে লাগিল উষা শোকে বিমোহিতা নাগপাশে আচরুদ্ধ বান্ধিল যতনে ॥ ধীরশিরোমণি শ্ৰীগদাধর জান । স্বামীর বন্ধন দেখি ব্যাকুলিতচিতা। ভাগবত-আচাৰ্য্যের মধুরল গান। ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে দ্বিষষ্টিতমোহুধ্যায়: ॥৬২ ত্রিস্তুষ্টিতয় অধ্যায় । দেশাগ রাগ অনিরুদ্ধে না দেখিয়া সব বন্ধুগণে । শোকেতে ব্যাকুল হয়্যা চাহে নানাস্থানে ॥ চাহিতে চাহিতে কেহ না পায় উদ্দেশ । চারি মাস হইল অলপ অবশেষ ॥ হেনকালে আসিয়া নারদ তপোধন। আদি হৈতে কহিলা সকল বিবরণ ॥ এ বোল শুনিএ যত মিলি যদুগণে । চতুরঙ্গ সেনা সাজি চলিল সন্ধানে। সাম্ব গদ যুযুধান প্রদ্যুম্ন প্রধান । নন্দ উপনন্দ ভদ্র আদি বলবান ॥ রাম-কৃষ্ণ অনুচর যত যদুগণ । দ্বাদশ অক্ষৌহিণী সৈন্য করিয়া সাজন। চলিলা শোণিতপুরে বীরের প্রধান । চৌদিগে বেঢ়িল পুরী করিয়া সন্ধান ॥ ভাঙ্গিল প্রাচীর পুর বাহির দুয়ার । বড় বড় মহাগড় কবাট দুৰ্ব্বার। তাহা দেখি বাণ রাজা জলিল অস্তরে । দ্বাদশ অক্ষৌহিণী সৈন্ত সাজিল সত্বরে ॥ যুঝিবারে আইল বীর পুরের বাহির । আসিয়া ডাকিল বাণ শবদ গম্ভীর ॥ ৬াকাডাকি বলাবলি বাজিল সংগ্রাম । সগণে যুঝিতে আইলা হর ভগবান ॥ পিশাচ প্রমথগণ সঙ্গে গণপতি । বৃষ আরোহণ করি কীৰ্ত্তিক সংহতি । আপনে যুঝিতে আইলা হর মহেশ্বর । বাক্তিল তুমুল যুদ্ধ পৃথিবী-উপর ॥ শঙ্করের সনে যুদ্ধ কৈল নারায়ণ । কাৰ্ত্তিকের সহ হেল প্রস্থ্যমের রণ ॥ কুম্ভাও বাণের মন্ত্রী কুণকৰ্ণ নাম । স্কুহার সংহতি যুদ্ধ কৈল বলরাম ॥ Dى\9لا বাণের পুত্রের সঙ্গে সাম্বের সংগ্রাম । সাত্যকির সহ যুঝে বাণ বলবান । ব্ৰহ্মা আদি করি ইন্দ্ৰ যত মুরগণে । সুর মুনি সিদ্ধ সাধ্য শব্ধৰ্ব্ব চারণে ॥ যক্ষ বিদ্যাধরগণ চঢ়ি দিব্য রথে । কৌতুকে সংগ্রাম দেখে রহি শুন্যপথে । শিব-অহচর যত এ ভূত বেতাল। ডাকিনী-যোগিনীগণ পথম বিশাল। পিশাচ কুষ্মাও যত রক্ষলের সেনা । তারা সব আসি কৃষ্ণ-লৈঙ্গে দিল হানা ॥ তীক্ষু শরে কৃষ্ণ তারে কৈল নিবারণ। তবে আর বাণ ঘুড়ে শিবের কারণ। নিজ অস্ত্রে কৈল শিব কৃষ্ণ-অস্ত্র দূর । তবে কৃষ্ণ ব্ৰহ্মঅস্ত্র মারিল নিষ্ঠুর ॥ ব্ৰহ্মঅস্ত্র শিব তবে কৈল নিবারণ । ভবে বায়ুঅস্ত্র যোড়ে প্রভু নারায়ণ ॥ সুড়িয়া পৰ্ব্বতঅস্ত্র শিবে নিবারিল। তবে অগ্নিঅস্ত্রে প্রভু সন্ধান পূরিল। শঙ্কর বরুণঅস্ত্রে কৈলা নিবারণ। হাচি অস্ত্রে শঙ্করে মোহিলা নারায়ণ ॥ তবে বাণ-সৈন্তে কৈল শর-বরিষণ । গদার প্রহারে কল সৈন্ত নিপাতন ॥ প্রদ্যুমের র•ে হৈল কাত্তিকের ভঙ্গ । শর-বরিষণে হৈল খণ্ড খণ্ড অঙ্গ ॥ ঝলকে ঝলকে পড়ে অঙ্গেতে রুধির । রণ তেজি পালাইল কাত্তিক মহাবীর । পড়িল কুম্ভাণ্ডবীর মুষল-প্রহারে । কুপকৰ্ণে মারিল ঠাকুর হলধরে। পালাইল সৰ্ব্ব সৈন্ত যুদ্ধ পরিহরি। তবে ক্রোধে ধেয়্যা আইল বাণ মহাবলী।