পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8y ব্লজের বৃত্তান্ত সব বলদেৰ জানে। অশ্রযুক্ত চাছিলেন তার মুখপানে । বুঝিয়া ভ্রাতার ভাব রোহিণীনন্দন । ব্রজের বৃত্তান্ত সৰ করিয়া স্মরণ " স্বধৈৰ্য্য-রক্ষণেতে অশক্ত হইলেন। উচ্চ মুম্বরেতে কান্দি মুব্যক্ত কহেন— ॥ গবাদি তোমার প্রতিপালিত-জীবন। না হয় বিচিত্র কিছু তাদের মরণ ॥ বৃন্দাবনবনবাসি মৃগপক্ষিগণ। তাওঁীর-কদম্ব-আদি যে বৃক্ষগণন ॥ তৃণলতা-নিকুঞ্জ-পুঞ্জাদি স্বজীবন। তোমাতে করিল তাহা সকলে অর্পণ ॥ যমুনাস্ত নদী আর গিরি গোবৰ্দ্ধন । কৃশতা হইল প্রাপ্ত—সংশয়-জীবন ॥ তোমার বিচ্ছেদে অতি দুঃখের প্রভবে । মরিল অনেক ৱজনিবাসি-মানবে । কতক মানব তব সত্য ৰাক্য জানি । আশায় কেবল তারা ধরি আছে প্রাণী । অতঃপর শুনিবারে ইচ্ছা নাহি কর । মহানর্থাপত্তি হবে তাহাতে প্রখর । তুমি যদি অবশিষ্ট ব্রজবালিগণে। অনুকম্পা প্রকাশ না করহ এক্ষণে ॥ তবে যম অম্বুগ্রহ তাদিগে ত্বরায় । করিবেন, তাতে দুঃখ যাবে সমুদায় । নির্বিষ কালিয়ছ স্থা করিলে আপনি। তাহাতে বিপুল শোক জানয়ে এখনি ॥ ত্যজিতেন বিষপানে তুরায় জীবন | নির্বিষ-কালিয়হু দে দুঃখ একারণ। শুন অম্ভ হেতু শোকে-কলিন্দনন্দিনী। হৈল স্বল্পজলা ব্রজভূমিসম্বন্ধিনী । শুষ্করলা—তাহাতে প্রবেশ নাহি হয়। মরণের অম্বুপায় দেখি দুঃখময় ৷ আপনি করিয়া স্বারে করতে ধারণ । গ্ৰীমদ্ভাগবত স্বৰ্গপ্রাপ্ত কৈলে—সেই গিরি গোবৰ্দ্ধন । তোমার বিরহে হৈল নীচ অতিশয় । অতএব তাছা হৈতে পতন না হয়। নাহি ৰাছিরায় অনশনেতে জীবন । তৰ নামান্বত করে যেহেতু সেবন ॥ কিন্তু আমি অম্বুমানি—শুষ্ক মহাবনে । দৗৰাণি উপায় হবে তাদের মরণে ॥ এত শুনি কুষ্ণ=পরন্থ:খেতে কাতর। কোমলস্বভাৰ হৈলা অতি দুঃখিতর ॥ মহা-দীন-তুল্য বলরামকণ্ঠে ধরি । অঙ্গের চন্দন অশ্রদ্ধারে ধৌত করি । অতি উচ্চ স্বস্বরেতে করিয়া রোদন। পরে রামসহ ভূমে লুঠেন তখন ॥ হইলেন মুছিত শ্ৰীকৃষ্ণ-বলরাম । সদ্বিৎ নাহিক-বাক্য হইল বিরাম ॥ রোহিণী, উদ্ধব, আর দৈবকী, রুক্মিণী । সত্যভামা-আদি যত পুরবাসী যিনি ॥ তাদৃশ রোন আর দুঃস্থত মোহিত । অপূৰ্ব্ব দেখিয়া সবে অত্যন্ত দুঃখিত। ৰিকল হইয়া সবে করেন রোদন। এরূপ শুনিয়া যত পুরবালিজন ॥ বসুদেব-সহ উগ্রসেনাদি যাদব । মহা আর্ভস্বরে কান্দি ধাবমান সব ॥ সেইস্থানে আগমন করিয়া সকলে । প্রভুরে তেমত দেখি হইলা বিহুবলে । গৰ্গ-লান্দীপনি-আদি আর পুরজন। এমত দেখিয়া সবে বিমোহিত-মন ॥ শ্রীল সনাতন গোস্বামির মুবর্ণন । প্রেমোদয় হয় ষার করিলে শ্রবণ ॥ তার সর্ব অর্থ ব্যাখ্যা করে সাধ্য কার ? । কিঞ্চিৎ কেবল কছি আত্ম শোধিবার। শ্ৰীগুরুচরণপদ্ম ভাবিয়া অঙ্করে। শ্ৰীজয়গোবিন্দদাস মাগে প্রেম-বরে। ইতি শ্ৰীভাগবতামৃতে ভগৱন্ধখুগ্রহভরপাত্ৰ-নিৰ্দ্ধারখণ্ডে প্রিয়তমো নাম যঠোইখ্যায়ঃ ॥