পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানা ভেদে ৰচন্ধপে করছ প্রকাশ । আপন মায়ায় কর আপনে বিলাস ॥ আপন ছায়fয় যেন সূৰ্য্য আচ্ছাদিত । তহু নিজ তেজ লোকে করে প্রকাশিত ॥ সেইরূপে কর নানা মায়ায়ে রচনা । আপন মায়ায় নাথ আচ্ছাদ আপনা। আমি-সব কেহ নাথ নাহি তোমা বিনে । নানা রূপ ধরি তুমি বিহর আপনে ॥ সৰ্ব্বজীব বিমোহিত মায়াম্বে তোমার । দুঃখময় সংসারে ভ্রময়ে ষারবার ॥ পুত্ৰ-দার-গৃহময় গভীর সাগরে । তোমার মায়ায়ে জীব মঞ্জে নিরস্তরে ॥ মানুষ ও নম নাথ লভিয়া যতনে। তোমার পদারবিন্দ না ভজে যে জনে । সে জন কেবল নাথ অধম বঞ্চিত । তোমার মায়ায় তরে ভণিলু মোহিত ॥ যে পুন তোমারে ছাডে নরদেহ পঞিা | অমৃত ত্যজিয়া যেন মরে বিল খfঞা ॥ মুঞি মহেশ্বর নাথ ব্রহ্মা প্রজাপতি । মুনিগণ স্বরগণ যত শুদ্ধমতি ॥ সৰ্ব্বভাবে আমি-সব পশিলু শরণে ॥ অন্য গতি নাহি প্ৰভু তুমি নাথ বিনে ॥ জগতের উতপতি প্রলয় পালন । সৰ্ব্বজীব-পতি তুমি সভার জীবন ॥ জগতের আত্মা তুমি পতি গতি প্ৰাণ । চরণ ভজিলু নাথ কর অবধান ॥ ( ১ ) এ মোর কিঙ্কর নাথ প্রিয় অনুচর । মুঞি নাথ ইহাকে দিয়াছে এক বর ॥ পুরবে অভয় বর দিলু তুষ্ট হয়্যা । মোর সত্য রাখ নাথ যদি কর দয়া ॥ যদি বল অম্বরে না করি বর দান । প্ৰহলাদ তোমার ভূত্য তাহতে প্রমাণ ॥ এতেক বচন শুনি প্রভু চক্রপাণি। শঙ্করের তরে তবে বলে প্রিয়বাণী ॥ শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 勢為為 সত্য সত্য শিব তুমি কহিলে নিশ্চয়। তোমার বচন যেন কতু মিথ্যা নয় ॥ প্ৰহলাদের তরে আমি এই বর দিল। অবধ্য তোমার বংশ আজি হৈতে হৈল ॥ লেই বংশে বাণরাজা হইল উৎপন্ন। আমার অবধ্য এহু হৈল তে-কারণ ॥ ভূজগণ কাটিয়া হরিল বল দর্প। পুনরপি আর বেন না কর এ গৰ্ব্ব ॥ চারিভুজ রাখিয়া অভয় বর দিল । আজি হৈতে তোমার কিঙ্কর মোর হৈল। অজর অমর হয়্যা রহিল সংসারে । এই বর দিলু শিব তোমার কিঙ্করে। বর পেয়্যা বাণরাজা কৈলা সংবিধান। অভয় পদারবিন্দে করিখা প্রণাম ॥ রথে তুলি অনিরুদ্ধ আনিল গোচরে । কন্যা দিয়া নিবেদিল চরণ নিয়ড়ে ॥ এক অক্ষৌহিণী সৈন্ত দিল বহুধন । বিবিধ যৌতুক দিল বসন ভূষণ ॥ বিদায় মাগিয়া শিবে লইয়া সগণে । আনন্দে চলিলা হরি দ্বারকাভুবনে ॥ মহারথে বর-কন্যা করি আগুয়ান । দ্বারক-বিজয় তবে কৈলা ভগবান ॥ শঙ্খ-ভেরী-মৃদঙ্গ-সুন্দুভি-কোলাহল। বহুবিধ নৃত্যগীত আনন্দ মঙ্গল। দ্বারকা প্রবেশ কৈলা ত্ৰিজগত-রায় । ত্রিভুবনে শঙ্কর-বিজয় যশ গায় ॥ বাণযুদ্ধ মহাযশ শঙ্কর-বিজয় । যে জন সোঙরে লিতি প্রভাত-সময় ॥ রণে তঙ্গ নহে তার নহে ভব-ভয় ॥ বিষ্ণু-ভক্তি হয় তার খণ্ডয়ে সংশয় । (১) হরিবংশে কহিয়াছে করিয়া বিস্তার । ভাগবতে কহি সার করিয়া উদ্ধার ॥ জ্ঞান গুরু গদাধর ধীরশিরোমণি । ভাগবত-আচার্যের প্রেমতরঙ্গিণী ॥ ১ ) পাঠাত্তর,— "চরণে পঢ়িম নাথ কর পরিত্রাণ" । (S) পঠাস্তর,— "হর হৈত্তে ভয় তার কৰু নাহি কয়” । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে ত্ৰিবষ্টিতমোহধ্যাম: ॥৬৩