পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী ά ο δ কৃপা করি এক বিপ্ৰ ধেন্থ চাড়ি দেহ । ইহার বদলে এক লক্ষ ধেমু লেহ ॥ এ বোল শুনিএ দুই বলিল ব্রাহ্মণ । আর ধেনু লয়্যা কিছু নাহি প্রয়োজন ॥ এ বোল বলিয়া দুই বিপ্ৰ গেল ঘরে । মৃত্যুকাল হৈল মোর কত দিনাস্তরে । যমদূতে লয়n গেল যম বিদ্যমান । ধৰ্ম্মরাজে দেখি মুঞি করিলু প্রণাম ॥ সম্ভাষিয়া ধৰ্ম্ময়াজ আজ্ঞা দিলা মোরে । পাপভোগ কর তুমি এই অবসরে ॥ পাছে পুণ্যভোগ তুমি করই সকল । তোমার পুণ্যের অস্ত নাহি নরেশ্বর ॥ অঙ্গীকার কৈলু মুঞি যমের বচনে । পড হেন বাণী যম বলিলা তখনে ॥ সেচক্ষণে পড়িলু মুঞি কৃপের ভিতর। কৃকলাস রূপ ধরি আtfছ চিরকাল ॥ দানশীল রাজা আমি তোমার কিঙ্কর । কুপে পড়ি ছিলু নাথ বিস্তর বৎসর । তোমায় পদারবিন্দ করিয়া স্মরণ । আশা ধরি ছিল নাথ হৈল দরশন ॥ যোগ্যঙ্গ মুনীন্দ্র যার চরণ ধেয়ায় । হৃদয়ে চিস্তয়ে মাত্র দেখিতে না পায় । অপবর্গ পদ ধার চরণ-কমল । হেন প্রভু হৈল মোর নয়ন-গোচর। সংসারে পতিত মুঞি অন্ধ মূঢ়মতি । দরশন দিয়ে নাথ ঘুচালে দুৰ্গতি ॥ গোবিন্দ মাধব দেবদেব জগন্নাথ । নারায়ণ হৃষীকেশ শ্ৰীবাল সাক্ষাত (১) ॥ আচু্যত কেশব পুণ্যশ্লোক শিখামণি । আজ্ঞা দেহ দুগভের গতি তত্ত্ব জানি ॥ যথা তথা খাকি যেন বুদ্ধিত্রম নহে । চরণারবিন্দে যেন সবে মতি রহে ॥ নমো বাসুদেব কৃষ্ণ অনস্ত-শকতি । নমো ত্ৰিজগতনাথ ব্ৰজকুলপতি ॥ প্রদক্ষিণ করি কৈল চরণে প্রণাম । আজ্ঞা লয়্যা দিব্য রথে চঢ়ি মতিমান ॥ সৰ্ব্বলোক বিদ্যমানে গেল স্বৰ্গবাস । হাসিয়া কি বলে তবে প্রভু শ্ৰীনিবাস ॥ (১) পাঠাস্তুর,— "প্ৰভু শ্ৰীনিবাস | ব্ৰাহ্মণ্যশেখর হরি লোক শিক্ষা করে । বুঝায় বিবিধ ধৰ্ম্ম বিবিধ প্রকারে ॥ অলপ ব্রহ্মস্ব যদি ভুঞ্জয়ে অনলে । অগ্নি হেন হয়্যা তেঁহো গুণরিতে না পারে। হলাহল বিষ বিষ না বুলিব তারে । প্রতিকার আছে তার কত পরকারে ॥ এহ্মার সমান বিষ নাহি বুলিবার । কোনমতে নাহি তাথে কোনহপ্রকার । বিষ খাইলে সতে মাত্র মরে সেইজল । জল দিলে আপলে লিভায় হুতাশন ॥ ব্রহ্মস্ব আগুলি যাথে পরবেশ করে । সমূলে সকল তার কুল পুড়ি মারে । সকুৎ ব্রহ্মস্ব যদি কোলমতে হরে ত্রিপুরুষ সহ সেহ নিরয়েতে পড়ে ॥ বলে যদি ব্রহ্মস্ব করয়ে আপহার । দশ পুলি দশ পর পুরুষ তাহার ॥ নরকে পড়য়ে তার সাহি কোন গতি । ব্রহ্মস্ব হয়রে মহাদুষ্ট পাপমতি ॥ ব্রাহ্মণের বৃত্তি যদি ইরে কোণ জন। দুঃখ-শোক পায়্যা যদি কান্দয়ে ব্রাহ্মণ ॥ যত ধূলা তিতে তার নয়নের জলে । ততেক বৎসর ধীর দুঃখ ভোগ করে ॥ কুষ্ঠাপাকে পড়ে তার নাছি পরিত্রাণ । কেহ জানি করয়ে ব্রাহ্মণ-অজ্ঞান ॥ পরে দিয়া থাকে কি আপনে দিয়া থাকে। ব্রাহ্মণের বৃত্তি যদি হরে কোন পাকে । ষাটি সহস্র ধরি বৎসর অবধি । কুমি হয়্যা বিষ্ঠাতে থাকয়ে নিরবধি ॥ ব্রাহ্মণের ধন যেন কহু কারো নয়। রাজ্যভ্রষ্ট হয়্যা পুন সপযোনি হয় ॥ সাপুক ব্রাহ্মণে কিংবা মারুক ব্রাহ্মণে । তবু জানি কেহ করে ব্রাহ্মণ লঙ্ঘণে । সাপেতে মারিতে যেবা করে নমস্কার । সেই সে আমার প্রিয় বান্ধব আমার ॥ ব্রাহ্মণে প্রণাম আমি করি সর্বকাল । ব্রাহ্মণ অধিক কেহ পুঠ ] নাহি আর । যে জন অন্যথা করে করি তার দণ্ড । বিপ্র অবজ্ঞান পাপ মহাপরচণ্ড ॥ কতু জানো কারো হয় দ্বিজধনে লোভ। ৰূপ হেল হয় তার এত দুঃখভোগ । এ বোল বুঝিয়া লোক হও সাবধান । কেহ জানি করে কভু ৰিজ-অবজ্ঞান।