পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6t అని এতেক বচন বুলি প্রভু হৃষীকেশ । আপনে দ্বারকাপুরী কৈলা পরবেশ । শ্ৰীমদ্ভাগবত ঐগদাধর জান ধীরশিরোমণি । ভাগবত আচার্য্যের প্রেমতরঙ্গিণী । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশম স্কন্ধে চতুঃষষ্টিতমো২ধ্যায়: ॥৬৪ পঞ্চস্তুষ্টিতম অধ্যায় / শুন রাজা কতি আর অদভূত কথ। । অনন্ত-ধরণীধর-বলভদ্র-গাথা ॥ রথে আরোহণ করি বলভদ্র রায় । বন্ধুগণ দেখিতে গোকুলপী যায় ॥ উত্তরিলা রাম যদি নন্দের গোকুলে । গোপ গোপী শুনি আইলা হইয়া ব্যাকুলে । গোপ গোপীগণে আসি দিলা আ৮িঞ্জন । নন্দ যশোদার রাম বন্দিলা চরণ । আশীৰ্ব্বাদ দিলা তারা শিরে দিয়া হাত । রক্ষ রক্ষ নিজ জন ব্ৰজকুলনাথ । বৃদ্ধ গোপগণে রাম হৈলা প্ৰণিপাত । মাথে হাত দিয়া তারা কৈলা আশীৰ্ব্বাদ ॥ যার যেন যোগ্য রামে কেলা সম্ভাষণে । তারা সব যথাযোগ্য পূজিল বিধানে ॥ হাতাহাতি করি সভে বসি সভা করি । কুশল জিজ্ঞাসা কৈল ক্লষ্ণে মন ধরি ॥ লভে কি কুশলে রাম আছ নিরাকুলে । পুত্র দার সহ কি আছেন কৃষ্ণ ভালে ॥ ভাগ্যে পাপ কংস মৈল কুলের অঙ্গার । পুণ্যে পুণ্যে বন্ধুগণের হৈল প্রতিকার। গোপীগণে প্রেমভাবে করিয়া সম্ভাব । কিঞ্চিত হtসিয়া করে কৃষ্ণের জিজ্ঞাসা ॥ পুর্নারীবল্লভ সম্প্রতি বনমালী । কুশলে আছেন কি দ্বারক-অধিকারী ॥ কখন কি পিতা মাতা স্মঙরে নিজজনে । কছু কি স্মঙরে আমী-সভা গোপীগণে । পতি সুত পিতা মাতা সকল তেজিল । কুল ধৰ্ম্ম তেজি তার চরণ ভক্তিল । তথাপি তেজিয়া গেল ছাড়িয়া পরির্তী । কে তার বচনে আর করিব প্রতীতি । বলে আন করে আন কৃত্যু নাহি বুঝে । কোল কালে ভজিলে যুৰষ্ঠী নারী তেজে ॥ ধানসী রাগ । বিচিত্র কখন তার সুন্দর বচন । কটাক্ষেতে নারীর হরিতে পারে মন ॥ কি তার কথাতে কাজ আন কথা কহি । এতদিন যায় তার আমা সভা বহি ॥ যদি তার কাল যায় অামা-সভা বিনে । যাইবে আমাদে কাল দেহ ( ১ ) সখাধনে ॥ এতেক বলিয়া গোপী রহিলা ধেয়ানে । র ষ্ণের ললিত লীলা স্মঙরিয়া মনে ॥ চারু হাস চারু মুখ বচন স্মঙরি। কান্দিতে লাগিলা গোপী লজ্জা পরিহরি। দেখিয়া গোপার প্রেম প্রভু হলধরে । বি•য় বচনে গোপী শান্তিলা বিস্তরে ॥ চৈত্র বৈশাখ ধরি প্রভু পূর্ণকাম । দুইমাস তথাতে রহিলা বলরাম ॥ নিরমল রজনী কুমুদ বহে গন্ধ । অখণ্ড-পূর্ণিমা শশী পবন সুমন্দ ॥ কুমুমিত বলে নব রমণীমণ্ডলে । রাসকেলি করে রাম বিবিধ মঙ্গলে । ( ২ ) বরুণে পাঠায়্যা দিল বারুণী মদিরা । বৃক্ষের কোটর হৈতে পড়ে মধুবারা। তার গন্ধে দশদিগ হৈল আমোদিত । মধুপান করে রাম হয়্যা হরষিত । গন্ধৰ্ব্ব কিয়রে গায় ছন্দুভি বাজন। দিব্য বিদ্যাধরী নাচে পুষ্প বরিষণ ॥ যুবগণে আনন্দে রামের গুণ গায় । দিব্য রাসকেলি করে বলভদ্র রায় ॥ বৈজয়ন্তী মালা গলে মত্ত হলধর । বিহবল লোচন এক শ্রবণে কুণ্ডল ॥ ( ১ ) পাঠাস্তর ,-“চিত্ত" । ( ২ ) পাঠাস্তুর,— ‘রাসরসে কেলি রাম করে কুতুলে ।