পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী & এতেক বচন মুনি শুনিঞা বিস্ময়। (১) নিঃশবদে চলিলা নারদ মহাশয় ॥ আর এক পুরে গিয়া কৈলা পরবেশ । তথা গিয়া নারদ দেখিল হৃষীকেশ ৷ শিশু কোলে করি কৃষ্ণ করয়ে লালন । তবে আর পুরে গেলা ব্ৰহ্মার নন্দন ॥ তথা গিয়া দেখিল পূজার অতুবদ্ধ। আর পুরে দেখিলা যজ্ঞের সমারম্ভ ॥ কোথাহে ব্ৰহ্মণ্যদেব ব্রাহ্মণ ভুঞ্জায় । আপলে বিপ্রের অবশেষ অল্প খায় ॥ কোথাহো করেন হরি সন্ধ্যা উপাসনা । কোথাহো জপেস্ত মন্ত্র ঈশ্বর-ভাবন ॥ খঙ্গ চৰ্ম্ম ধবি হরি ধায় কোন পুরে । রঙ্গভূমি মাঝে কোথা মল্লক্রীড করে। কোন স্থানে গজস্কন্ধে কোন স্থানে রথে । কোন ঠাঞি অশ্বপৃষ্ঠে ধায় রাজপথে । কোথাহ আছেন্ত প্রভু করিয়া শয়ণ । ভট্টগণে গায় গুণ স্তাবকে স্তবন। ৫ ল ট্রীড়া কাথাও করেস্ত দিব্য জলে । বেতাগণ সঙ্গে সঙ্গে কৌতুকে বিহুরে । কোথাহে ব্ৰাহ্মণ আনি করেস্ত গো-দান ! কোথাচ পণ্ডিভ মুখে শুনেন পুরাণ ॥ কোন স্থানে হাস্য পরিহাস-কথা কহে । কোন স্থানে ধৰ্ম্মপরায়ণ হয়। রহে ॥ কোন স্থানে করে হরি সুখ উপভোগ । কোন স্থানে করে ধল অরঞ্জন-যোগ ॥ আপনাকে আপনে ধিয়ায় কোন স্থানে । কোন স্থানে শুরু সেবা করে দৃঢ় মনে ॥ কোন স্থানে করে করি সাঞ্জিয়া সংগ্ৰাম । মন্ত্রিগণ লয়্য করে মন্ত্রণ বিধান । কংt-বর আনিএা করয়ে শুভক্ষণ । পুত্র কন্ত বিবাহ দেওয়াল কোন স্থানে ॥ অপতা-উৎসব করে আনন্দ মঙ্গলে । কল্প আনি কোথাছ পাঠায় পতিঘরে । দেবযজ্ঞ কোথাহ করেস্ত যজ্ঞ করি । কোন ঠাঞি গৃহকৰ্ম্ম করে বনমালী । (১) পাঠাত্তর,— "এতেক বচন শুনি ভাবিল বিস্ময়... । > > কোন স্থানে দেন হরি দীঘি সরোবর । কোথাতে মৃগয়া করে বনের ভিতর ॥ কোন স্থানে গোপনে থাকিয়া নারায়ণ । গৃঢ়ৰূপ পরীক্ষা করেন মন্ত্ৰিগণ । এইরূপে যোগমায়া দেখি মহোদয়। দেখিয়া নারদ মুনি ভাবিল বিস্ময় ॥ কে নাথ বুঝিব যোগমায়া-অনুভব । অচিস্ত্য পরমানন্দ অচিস্ত্য প্রভাব ৷ এই আজ্ঞা কর নাথ যদি কর দয়া । জগতে ভ্ৰমিঞা বুলি লীলা যশ গাঞা । কি মোর শকতি মায়া বুঝিব তোমার । সভে গুণ গেয়্যা যেন বেড়াঙ সংসার। নারদের বচন শুনিএ যোগেশ্বর । কহিলা মুনিরে তবে প্রবোধ উত্তয় ॥ শুন শুন নারদ বিস্ময় পরিছয় । আমার বচনে তুমি অবধান কর । আমি সে ধৰ্ম্মের কৰ্ত্ত বক্তা অধিকারী । লোক শিক্ষা হেতু আমি এত কৰ্ম্ম করি ॥ (১) cখদ পরিহর মুনি চিত্ত কর স্থির । মহাভাগবত তুমি পরম সুধীর । কুষ্ণের বচন শুনি ব্ৰহ্মার নন্দন । বিস্ময় ভাবিয়া কেল চিত্ত নিবারণ ॥ এক কৃষ্ণ নানারূপ দেখি স্থানে স্থানে । বিস্ময় ভাবিয়া মুনি রহিলা ধেয়ানে ॥ এইরূপ নানা পালা (২) করে নারায়ণ । অখিল শকতিধর জগৎকারণ ॥ চলিলা পারদমুনি আজ্ঞা শিল্পে ধরি। ষোড়শ সহস্রপুরে বিহুরে শ্রীহরি ॥ প্রভুর অনন্ত গুণ পরম পবিত্র । অজ-ভব আদি যার না বুঝে চরিত্র । যেব। শুনে যেবা কহে যে করে কীৰ্ত্তন | হরিভক্তি হয় তার বৈ ফুণ্ঠ গমন । পণ্ডিত-মুকুট-মণি গদাধর জান । ভাগবত-আচাৰ্যের মধুরল গাল ॥ (১) পাঠাস্তুর,-“নান ক্রীড়া করি” । (২) পাঠাস্তুর,—“নরলীলা" । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে একোনসপ্ততিতমোইধ্যায়: ॥৬৯