পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e সেইহেতু মানিলেন বোধাকারে । কৃতাপরাধির তুল্য আপনারে ॥ দেবগণ আর যদুগণ-সঙ্গে । গমন নাহিক করিলেন রঙ্গে ॥ শ্ৰীকৃষ্ণচরিত-মাধুর্য্যাকুভব । করিবারে মুনি দর্শনপ্রভব। হৈয়া অন্তৰ্দ্ধান কুতুহল নীয়া । বান্ধি যোগপট্ট থাকিলা বসিয়া ॥ গরুড আকাশে হৈয়া অপ্রত্যক্ষে । প্রভুবরে ছায়া করি নিজ-পক্ষে । থাকিলেন সেবা করিয়া মানস । দেখিবারে কৃষ্ণচরিত স্বরস ॥ তবে কৃষ্ণাগ্রজ বলরাম ক্ষণে । কিঞ্চিৎ সুস্থতা পাইয়া তখনে ॥ কৃষ্ণস্বাস্থ্য-হেতু ব্ৰহ্ম-মন্ত্রণায়ে । প্রাপ্ত সেইস্থানে জানি অভিপ্রায়ে ॥ বিচক্ষণশিরোমণি শীঘ্ৰ করি । নিজ অম্বুজের মুখপদ্ম'পবি । ধুলি-আদি যাহা লাগিয়া আছিল। প্রেষত্বেতে সমার্জন করি দিল ॥ বস্ত্রোদর মধ্যে বংশীর অপণ । শিঙ্গা-বেত্র কক্ষে দিলেন তখন ॥ নৰ-কদম্বের মালা কণ্ঠে ধরি। ময়ুরপুচ্ছের চুড়া শিরোপরি ॥ ওপ্লামালা আর মকরকুণ্ডল । অল্পে-আল্পে কর্ণে দিলেন শ্ৰীবল । বিশ্বকৰ্ম্মার কল্পিত দ্রব্যজগতে । রচিলেন বন্ত বেশ সব তাতে ॥ আপনার বেশ করি সেপ্রকারে । লাগিল উঠাতে বলে ধরি তারে ॥ বলদেব অতি-উচ্চতর-স্বরে। ডাকিতে লাগিলা জাগাবার তরে— । ঐকৃষ্ণ শ্ৰীকৃষ্ণ ! উঠ উঠ ভাই । জাগ-জাগ কেন নিদ্রা ভাঙ্গে নাই ? ॥ দেখ বেল। অদ্য অতিক্রাস্ত হৈল। পশুগণ বন-প্রবেশন কৈল । শ্ৰীদাম-প্রভৃতি সখাগণ যত। অপেক্ষায় তব আছে বিশেষত ॥ মাতাপিত তোমা-প্রতি স্নেহচয় । কিঞ্চিতে। কহিতে নাহি শক্ত হয় ॥ সাক্ষাদবর্তমান এই গোপীগণ। ভৰ মুখপদ্ম করিয়া দর্শন । शैबडां★बज्र কর্ণাকণি কিছু কহে পরস্পর । হাসয়ে সকলে তোমার উপর ॥ এইমত বহু জল্পনা শতেক । পৌনঃপুন্য তথা কহেন অনেক ॥ "শ্রীকৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রীমান । নাম ধরি-ধরি করেন আহবান ॥ মুখচুম্বনাদি-মধুরোক্তি-স্বারে । প্রশংসন করি ডাকেন তাহারে : বলে বলদেব কৃষ্ণহস্তে ধরি। চালান উঠান বহু যত্ন করি ॥ বহুক্ষণে কিছু পাইয়া চেতন। শ্রীনন্দনন্দন হৈয়া জাগরণ । "শিবশিব ইতি কহি সবিস্ময়ে । উঠিলেন তবু মোহিত হৃদয়ে। নয়নকমল করি উন্মীলন । অগ্রে শ্রীনন্দেরে করিয়া দর্শন ॥ ঈষৎ হাসিয়া হৈয়া লজ্জাম্বিত । শ্রীনন্দেরে প্রণমিলা নিয়মিত ॥ যশোদা স্নেহেতে শ্রীকৃষ্ণ-আননে। দিছেন নিমেষ-রহিত ঈক্ষণে ॥ তেমত প্রতিমা-স্বরূপে মানিয়া । পাশ্বে দেখি কৃষ্ণ কহেন হালিয়া— ওগো মাতা ! অদ্য প্রভাতসময়ে । কতকত স্বপু—চিত্র অতিশয়ে ॥ জাগরণ-তুল্য আমি এইক্ষণে। নাহি করিলাম সকল দর্শনে ॥ ব্রজ হৈতে আমি মধুপুরী গিয়া । কংসাদিক দুষ্ট-দানবে লাশিয়া ॥ জরাসন্ধ আদি ভূপে করি জয় । করিলাম মুখী দেব-সমুদয় ॥ নিৰ্ম্মাণ সমুদ্রতীরে করিলাম— "শ্রীদ্বারকা মহাপুরী" যার নাম ॥ ইৰে ত্বরা আছে যাইতে গোচারে। অন্ত বৃত্ত নাহি পারি কহিবারে । তবে অনিমেষ! তাহাৱে দেখিয়া । নিজ-নিদ্ৰাধিক্য-দুঃখিত মানিয়া ॥ মোহেতে প্রকৃতা জানি প্রতিমায় । কহেন সাম্বলা-হেতু প্রতি মায় ॥ এই দীর্ঘ স্বপ্নবিল্প চিত্তহরে । না উঠিল অন্ত-দিন-মত পরে ॥ এগৰ বিচিত্ৰ কৰ্ম্ম ৰহুকালে । আচল্পিত হয় অত্যন্ত ৰিশালে।