পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিঙ্গাপ্ততিতম জাৰ্যায় । দুই অযুত অষ্ট শতেক নরপতি : বান্ধিয়া রাখিয়াছিল রাজা দুষ্টমতি ॥ পৰ্ব্বতগহবর ছৈতে আনিল বাহিরে। সাক্ষণতে আসিয়া তারা কুষ্ণরূপ হেরে ( ১ ) a নবঘন-শু্যাম তজু শ্ৰীবৎস-লাঞ্ছন । পীতবাস পরিধান রাজীবলোচন ॥ শঙ্খ-চক্র-গদা-পদ্ম শোভে চারি করে । হার বিরাজিত উরে বনমালা দোলে। কিরীট কটক কটিস্বত্র বিরাজিত । মণিময় মকর-কুণ্ডল বিলোলিত। হেন অপরূপ হরি দেখি নৃপগণে । দণ্ড পরণাম করি পড়িল চরণে ॥ কৃষ্ণ দরশনে হৈল আনন্দ-উদয় । বন্ধনজনিত দুঃখ সব গেল ক্ষয় ॥ স্তুতি করে মুপগণ শিরে ধরি কর । নমো নমো দেবদেব ভকতবৎসল । প্রপন্ন-পালন প্রভু কর প্রতিকার । এ ঘোর সংসার-দুঃখ হয় একবার ॥ অনুগ্রহ কৈল এই রাজা জরাসন্ধ । তে কারণে দেখিলু তোমার পদদ্বন্দ্ব ॥ অনুগ্রহ লেশ থাকে যাহাঁতে তোমার । সে রাজার নষ্ট হয় রাজ্য অধিকার। তোমার মায়ায়ে বিমোহিত যে যে জনে । অনিত্য সম্পদ সেই নিত্য করি মানে ॥ পিপালিত জন যেন ণ্ডলের কারণে । মৃগতৃষ্ণ জল বলি ধায় আগেয়ানে ॥ নষ্ট বুদ্ধি আমি-সব বুঝিলু এখনে । অস্তোন্তে যুঝিয়া মৈলু ভূমির কারণে ॥ ৫াজা-বধ কৈলু দেব তেজি দিয়া ধৰ্ম্ম । সঙ্গে সঙ্গে মৃত্যু তার না বুঝিলু মৰ্ম্ম ॥ কালযোগে এখনে সম্পদ হৈল নাশ । তে-কারণে কৈলে তুমি কৃপা পরকাশ ॥ দপভঙ্গ হল নাথ খণ্ডিল কুবুদ্ধি । তে কারণে পাদপদ্ম চিস্তি নিরবধি ॥ -it it gq (هند) পৰ্ব্বত গহবর হতে হইলা বাহিরে । বাহির হইয়া সবে দেখে গদাধরে ॥" সিন্ধুড় রাগ । যদি বল রাজ্যপদ দিব আরবার। তার নিবেদন করি চরণে তোমার ॥ মৃগতৃষ্ণা সমতুল এ সব সম্পদ । শ্রীতিমুখ-স্বৰ্গভোগ বিপদের পদ ॥ সতত বিকল তন্তু দুঃখ-রোগময় । আর যেন কতু নাথ রাজ্যপদ নয় ॥ এই কৃপা মাঙ্গো নাথ চরণে তোমার। স্মৃতিভঙ্গ কতু যেন নহে আরবার ॥ কৰ্ম্মবন্ধে জন্ম যদি যথা তথা হয় । চরণ স্মরণ-ভঙ্গ কভু যেন নয় ॥ নমো বাসুদেব কৃষ্ণ প্ৰণত-পালন । নমো নমো নারায়ণ ছুরিত-ভঞ্জন। এইরূপে স্তুতি যদি কৈল নৃপগণে । কহিতে লাগিলা কৃষ্ণ মধুর বচনে ॥ আজি হৈতে আমাতে রছিল দৃঢ়মতি । রহিল পদারবিন্দে সুদৃঢ় ভকতি ॥ তাল ভাল তুমি সব করিলে নিশ্চয় । আমার ভকতি বিনে কিছু সত্য নয় ॥ রাজ্যপদ সম্পদ বিপদ হেল ও নি । উন্মাদ-কারণ এ সকল অকুমান । নরক রাবণ বেণ নহুয নৃপতি । ঐ-সম্পদ মদে তারা গেল অধোগতি ॥ তুমি-সব হেন জান সকল অনিত্য । সৰ্ব্বভাবে আমার চরণে ধর চিত্ত। পুনরপি রাজা হৈয়া যজ্ঞ দান কর । ধৰ্ম্মে প্রজা পালিয়া আমাতে চিত্ত ধর । মুখদুঃখ ভালমন্দ চিত্তে না ভাবিহ ॥ যখন যে হয় তাহা মনে না ধরিহ ॥ দেহ গেহ স্বভ দারে হয়৷ উদাসীন । বিষ্ণুব্রত করি ধর বৈষ্ণবের চিন ॥ আমাতে ধরিয়া চিত্ত রহ কথা তথা সাধুসঙ্গে শুনিহ আমার গুণগাথা । রাজ্য ভোগ কর লয়্যা এই উপদেশ । তই তেজি আমাতে করিবে পরবেশ । এতেক বুলিয়! হরি করুণা-সাগর । অখিল ভূবনপতি মহামহেশ্বর ॥ করাঞা নাপিত-কৰ্ম্ম অঙ্গ মারজন । নারীগণ নিয়োজিয়া করায় মজ্জন ॥