পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রাহ্মণ ক্ষত্ৰিয় ৰৈশু শূদ্র আদি করি । যজ্ঞ দেখিবারে গেলা সব নরনারী। তৰে যত দ্বিজগণে করি শুভক্ষণ । স্বত্র ধরি যজ্ঞস্থান কৈল নিরূপণ ॥ সুবৰ্ণ-লাঙ্গলে তবে তাহে দিল চাষ । তবে যজ্ঞ বেদী ঘর কৈল পরকাশ ॥ তবে যুধিষ্ঠির রাজা আনি শুভক্ষণে । যজ্ঞ-দীক্ষা করাইল সৰ্ব্ব দ্বিজগণে ॥ কনক-রচিত পাত্রে যজ্ঞের সম্ভার । ৰক্ষণের যজ্ঞ যেন দেখি চমৎকার ॥ ইন্দ্র আদি দেবগণ সাগণে শঙ্কর । গন্ধৰ্ব্ব কিন্নর যক্ষ সিদ্ধ বিদ্যাধর । আপনে বিরিঞ্চি দেব মিলিলা সগনে । পল্পগ চারণগণ সবল বাহনে । পূজিয়া আনিল রাজা বিবিধ বিধানে । রাজপত্নীগণ যত পুরনারীগণ । পাণ্ডুপুত্র মহাযজ্ঞে হেল উপসন্ন । ধৰ্ম্মপুত্র রাজসিংহ ভকত-প্রধান । যজ্ঞারম্ভ কৈল হেন সৰ্ব্বলোকে তান । যাজ্ঞিক ব্রাহ্মণে যজ্ঞ করায় বিধানে। রাজস্বয় যজ্ঞ রাজা করে হর্ষ মনে ॥ সোম অতিষব দিনে পেয়্যা শুভকাল । পুজিব প্রধানগণ চিস্তে মহীপাল । সভাতে প্রধান অ’ছে বিরিঞ্চি শঙ্কর । মহামুনিগণ চন্দ্র স্বৰ্য্য পুরন্দর ৷ আপনে সাক্ষাতে যথে ত্রিভুবন রায় । কাহারে পূজিব আগে কি করি উপায় । চিন্তে রাজা যুধিষ্ঠির মনে পেয়্যা ভয় । সহজেব আসিয়া কি বোলে মহাশয় ॥ সাক্ষাতে অচ্যুত-দেব দেবের প্রধান। সৰ্ব্বদেবময় এই এক ভগবান। সৰ্ব্ব যত্নময় এই দেশ-কালময় । সৰ্ব্বলোক-গতি-পতি এই মহাশয় ॥ মন্ত্র তন্ত্র সস্থ্যি যোগ এই সৰ্ব্বরূপ। এই সৰ্ব্বময় আর নহে সত্যরূপ ৷ আপনে আপন স্বজে পালয়ে সংহরে। এই প্ৰভু নানারূপে নানা কৰ্ম্ম করে। এই প্ৰভু জগতে করায় নানা কৰ্ম্ম । ঞিহার কৃপায় লোক সাধে নানা ধৰ্ম্ম । হেন প্ৰভু থাকিতে সাক্ষাতে মহেশ্বর। কাহারে পূজিৰ আগে সভার ভিতর ॥ sted শ্ৰীকৃক-প্ৰেমতরঙ্গিণী ৫২১ সৰ্ব্বলোক পূজা হয় ঞিহারে পূজিলে। সৰ্ব্বলোক তুষ্ট হয় ঞিহ তুষ্ট হৈলে । এ বোল বুঝিয়া তুমি আগে কৃষ্ণ পূজ । সৰ্ব্বলোকনাথ এই সৰ্ব্বভাৰে ভজ ॥ পূৰ্ণব্ৰহ্ম শুদ্ধসত্ত্ব নিত্য শাস্তময় । এ দেব পূজিলে সৰ্ব্বদেব পূজা হয় ॥ এতেক বুলিয়া সহদেব মহামতি । নিঃশবদে রহিলা বুঝিয়া ধৰ্ম্মগতি ॥ সহদেব বচন শুনিএ সৰ্ব্বজনে । সভাসদে সাধু সাধু বলিয়া বাখানে ॥ বুঝিয়া সভার মন রাজা যুধিষ্ঠির । নয়নে আনন্দজল পুলকশরীর ॥ বিবিধে পুজিল রাজা প্রণয়ে বিহবল ৷ পুণ্যজলে পাখালিল চরণ যুগল । সকুটুম্বে সগণে বান্ধবগণ মেলি । কৃষ্ণপদজল মাথে নিল কুতুহলী । বিবিধ বিধানে পীত-বসন পরায় । দিব্য অলঙ্কার দিয়া শ্রীঅঙ্গ সাজায় ॥ মণিময় ভূষণ বিবিধ মহাধন । দিব্য বেশ করে রাজা অঙ্গের সাজন । নয়নে আনন্দজল পড়ে শতধারে । ভূষণ পরায় রাজা চাহিতে না পারে। ব্ৰহ্মা তব পুরনার যুড়ি দুই কর। স্বর-মুনিগণ সব আনন্দ অস্তর। নমো নমো জয় জয় করে সর্ববজন । ছন্দুভি বাজন বাজে পুষ্প বরিষণ । মুরগণে মুনিগণে জয় জয় বাণী । ত্রিভুবন ভরিয়া উঠিল জয়ধ্বনি ॥ তবে দমঘোষ-স্থত রাজা শিশুপাল । কৃষ্ণ-গুণ-বর্ণন শুনিয়া দ্বরাচার। উঠিল আসন হৈতে চিত্তে ক্রোধ করি। উচ্চস্বরে ডাকিয়া কি বলে বাহু তুলি। ভৎসিয়া কৃষ্ণকে গালি দিল অতিশয় । সভার ভিতরে থাকি বলে দুরাশয় ॥ সত্য সত্য কালগতি না যায় বুঝনে। বৃদ্ধ মতিভ্রষ্ট হয় ছাওয়াল-বচনে। ( ১ ) তুমি-লব পাত্ৰ-শ্রেষ্ঠ বৃদ্ধ মহাজন । হেন হৈয়া তথ্য ধর শিশুর বচন । ( ১ ) পাঠাস্তর,— "সত্য সত্য কালগতি কে বুঝিতে পারে। ছাওয়ালের বচনে বৃদ্ধের মতি চলে।"