পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চসপ্ততিতম জাধ্যায় / তবে রাজা জিজ্ঞাসিল মুনিসন্নিধান । দুৰ্যোধন রাজ্ঞা কিবা পাইল অপমান ॥ মহাযজ্ঞ দেখি লোক পাইল আনন্দ । ফুৰ্য্যোধন রাজা কেন হৈল লিগনিন্দ ॥ কহ গুরু যোগেশ্বর ইহার ব1রণ । তবে শুক মুনি বলে সব বিবরণ । পিতামহ তোমার আf, ল ধষ্ঠির । মহাযজ্ঞ আরম্ভিলা নৃপতি সুধীর ॥ পরিচধ্যা করিতে আলিএ বন্ধুগণ । যার যেন যোগ্য কায্য কৈল নিয়োজন । ভীম অধিকার পাইল কারতে রথ প। ধন অধিপতি বরি দিলা দুর্য্যোধন ॥ সহদেবে লোকপূজা-কৰ্ম্মে নিয়োজিল । দ্রব্য আনি যোগাহতে ন চুলে স্থাপিল । সাধু সেবা করিতে স্থাপিল ধনঞ্জয় । পদ পাখালিতে দিল শ্লষ মহাশয় ॥ অন্ন পরিষণে দিল দ্রুপদকুমারী । কৰ্ণ মহাদাতা দিল দাণে অধিকারী ॥ যুযুধান বিরাট বিষ্ণুর সস্তদশ । নানা কৰ্ম্মে নিয়োজিল খ ও মই চল । এইরূপে যজ্ঞ কৈল ধৰ্ম্মের নন্দ । সর্ববভাবে সৰ্ব্বলোক কৈল আiবtধল । যজ্ঞ সমাপিয়া দিল বিবিধ দক্ষিণ । যার যেন পরি৩ি ন কঝিল লঙ্ঘন ॥ দমঘোষমুত যদি সভ্য-বিদ্যমাণে । প্রবেশ করিল গিয়া গোবিন্দচরণে ॥ তবে যজ্ঞে পূর্ণ দিয়৷ কৈল সমাধান । সগণে চলিয়া গিয়া কৈলা গঙ্গাস্বাল ॥ দুন্দুভি মৃদঙ্গ বাদ্য বাজে শঙ্খ ভেরী । বিবিধ বাজন বাজে আনক ধুধুরী ॥ নৰ্ত্তক নৰ্ত্তকী নাচে লানা নৃত্যগীত । বিবিধ মঙ্গল রোল সেদিগে পূরিত ॥ বিবিধ পতাকা ধ্বজ উড়ে ছত্র বালা । নানাবণে দিব্য ঘোড়। নানাবণে সেলা ॥ মহাগজ মহারথ কাঞ্চনে নিৰ্ম্মিত । দিব্য বেশ নরনারী ভূষণে ভূষিত । কত কত রাজা যায় রাজার গোচর । সৈন্ততরে পৃথিবী করয়ে টলমল । তুডি রাগ । যাজ্ঞিক ব্রাহ্মণগণে করে বেদধ্বনি । দেব ঋবি পিতৃগণ স্তুতি জয়বাণী ॥ গন্ধৰ্ব্বে কিয়রে গায় লাচে বিদ্যাধরী। পুষ্প বরিষণ করে দিব্য নরনারী ॥ চন্দন ছিটায় কেন্ঠ গন্ধ বিলেপন । নানা রলে কেহ কেহ করয়ে সেচন ॥ কেহ গন্ধজল কেই বুকুম ছিটায়। হরিদ্রা গোরস। কেহ তুলিয। পেলায়। আগে দেবীগণ যায় চঢ়িয়া বিমানে । চৌদিকে বেষ্টিত তার মহাভটগণে ॥ হাস পরিহাসে গন্ধ-চন্দন-সেচন । চৰ্ম্মকোষ ভরি করে জল-বরিষণ । স্তনবিলিহিত তস্থ-বসন-বিলাস । কেশপাশ বিগলিত কুচ পরকাশ । রুচির বিহার রসময় গতিভঙ্গ । দেখিয়া কামুক জনে মদন তরঙ্গ । হেম বিনিৰ্ম্মিত রথে করি আরোহণ । চৌদিগে বেষ্টিত মহাভট্ট বীরগণ ॥ রথ গজ তুরঙ্গ রাজার আগুয়ান। দুই পাশে রপগণে করিধা যোগান। উত্তরিন্স গিয়া রাজা মুরলদীতীরে । অভিষেক কৈছল আগে যজ্ঞশেষণীরে ॥ মহা অভিবেক আছে যজ্ঞের ধিধান । সপত্নীক হয় তাহা কৈলা সমাধান ॥ আচমন করিয়া মণিল গঙ্গাজলে । অভিষেক কৈলা রাজা বিধি অনুসারে । দেববাদ্য নরবাদ্য দুন্দুভি বাজন । জয় ভয় স্তুতিবাণী পুষ্প-বরিবণ ॥ দেব ঋষি গন্ধৰ্ব্ব কিন্নর পিতৃগণ । মহাঅভিবেক-জলে করিয়া মজ্জন ॥ সৰ্ব্বলোক আনন্দিত হৈল পাপক্ষয় । মহাপাতকীর যাথে পাতক না রয় ॥ মতাঅভিষেক করি ধৰ্ম্মের কুমার। উঠিয়া পরিল বাল রাজ-অলঙ্কার। যাঞ্জিক ব্রাহ্মণগণে বসন ভূষণে । বিবিধ দক্ষিণ দিয়া পূজিল বিধামে । জ্ঞাতি-বন্ধু-বান্ধব সকল নৃপগণে । একে একে পুঞ্জিলা সকলে জলে জলে।