পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

еев ভকতসত্তম রাজা বিধিবিদাম্বর। বার যেন যোগ্য পূজা পুজিল সকল । বসন ভূষণে সৰ্ব্বলোক বিরাজিত। মুকুট কুণ্ডল হার চন্দন চচ্চিত। বিবিধ বরণে পাগ অঙ্গের কাছনি । বহুবিধ ভূষণে ভূষিত নরনারী ॥ যাজিক ব্রাহ্মণ যত সদস্ত ব্রাহ্মণ । বেদজ্ঞ ব্রাহ্মণ যত ক্ষিতিপতিগণ ॥ দেব ঋষি পিতৃগণ গন্ধৰ্ব্ব কিন্নর। ব্ৰাহ্মণ ক্ষত্রিয় বৈশু যত নারীনর ॥ ( ১ ) সভাই চলিল করি রাজারে সম্ভাষ । মহাযজ্ঞ মহোৎসব করিয়া প্রশংসা ॥ সৰ্ব্বলোক গেল তবে নিজ নিজ ধাম । আনন্দে রহিলা রাজা ভকতপ্রধান ॥ ভাই বন্ধু বান্ধব মুহৃদ মিত্ৰগণ । স্নেহভার ধরিয়া রাখিলা সৰ্ব্বজন ॥ চরণে ধরিয়া কৃষ্ণে রাখিলা যতনে। নৰ নব দিনে দিনে পুজিল বিধানে ॥ রাজার পারিতি হরি করিবারে চায়। সব যদুগণ আনি দ্বারকা পাঠায় ॥ আপনে রহিলা প্রভু রাজার মন্দিরে । পাঠায়্যা সকল লোক দিল নিজপুরে। ধৰ্ম্মস্বত রাজসিংহ মহাগুণনিধি । সুখময় সাগরে মজিল নিরবধি । একদিন দুৰ্য্যোধন গেল অন্তঃপুরে। রাজপুর শোভা দে খ জ্বলিল অস্তরে । স্বরেন্দ্র-লরেন্দ্র লক্ষ্মী যাথে নানা ভাতি । ত্রিভুবন সম্পদ একত্র মুর্তিমতী ॥ ময়দানবের সভা বিচিত্ৰ নিৰ্ম্মাণ । তাহাতে বসিয়া আছে বৃপতি প্রধান ॥ দিব্যবেশ দাসীগণ নিজ সঙ্গে করি। পরিচর্য্যা করে যথা দ্রুপদকুমারী ॥ ( ১ ) পাঠাস্তুর,— "দেব ঋষি পিতৃগণ গন্ধৰ্ব্ব চারণ । প্ৰাহ্মণ ক্ষত্ৰিয় বৈশু ৰত নারীগণ ॥* खैबडांत्रबळ অতুল সম্পদ দেখি মহা অষ্ট্রভাব । ফুৰ্য্যোধনহীদয়ে উঠিল অমুতাপ ॥ ষোড়শ সহস্ৰ যথা কৃষ্ণের রমণী । শিfঞ্জত মঞ্জীর-পদ কুণিত কিঙ্কিণী ॥ রাজসিংহাসনে রাজা ধৰ্ম্মের নন্দন । চৌদিগে বেঢ়িয়া আছে ভাই বন্ধুগণ। ইন্দ্রপুরে ইন্দ্ৰ যেন ত্রিদিব-সমাঝে। দীপ্ত করে নরপতি দিব্য সভা মাঝে ॥ নজকে নৰ্ত্তন করে স্তাবকে মহিমা । উচ্চনাদে ভাটগণ পঢ়য়ে ভটিমা ॥ হেনকালে গেলা তথা রাজা দুর্য্যোধন । চৌদিগে বেঢ়িয়া তার আছে ভাইগণ ॥ দেখিয়া সম্পদ রাজা ক্রোধে হৈল অন্ধ । হাতে হাতে মোচড়ে দশনে পিষে দস্ত ॥ ক্রোধে অচেতন রাজা হবল গেয়ান । স্থলে জল জ্ঞান ধরি তোলে পরিধান ॥ জলে স্থল ভরমে না তোলে নিজবাস । ( ১ ) তা দেখিয়া নারীগণ করে উপহাস ॥ কটাক্ষে ঠারিঞা দিল দৈবকীনন্দন । ভীম আদি করি যত হাসে লুপগণ । ভরে যুধিষ্ঠির রাজ করে নিবারণ । হাসে সৰ্ব্বলোক কেহ • ধরে বচন ॥ আপলে রসিক যাথে প্রভু পলমী-শ । আনের শকতি তাথে কি করিতে পারি } লজ্জা পায়্যা দুৰ্য্যোধন গেল নি:শবদে । হাহাকার শবদ উঠিল সভাসদে । বিষাদ ভাবিয়া রহে ধৰ্ম্মেব নন্দন । নিঃশবদে রহিলা ঠাকুর নারায়ণ ॥ পৃথিবীর ভার হরি হরিবারে চায় । অন্যান্তে করিয়া হরি বিবাদ বাঢ়ায় ৷ যে কিছু পুছিলে রাজা কহিলু সাক্ষাতে । দুৰ্য্যোধন কুমতি বাঢ়িল যেন মতে ॥ ভাগবত-আচায্যের মধুরল বাণী । দুৰ্য্যোধন মানভঙ্গ প্রেমতরঙ্গিণী ॥ ( ১ ) পাঠাস্তর,-“নাম্বায়ে নিজবাস" । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যং দশমস্কন্ধে পঞ্চসগুতিতমোছধ্যায় ॥ ৭৫ ৷