পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আট সপ্ততিতম অংTয় । তবে মুনি বলে রাজা শুন পরীক্ষিত। অদভূত আর কথা গোবিনচরিত। ক্রীড়া নরকলেবর নরলীলা করি । শাম্ব নামে অস্বর বধিল শ্ৰীমুরারি। শিশুপাল-লখা শাল্ব আছিল অসুর। সমর যুঝায় বীর পরম নিষ্ঠর । রুক্মিণী-হরণে গেলা যখনে শ্ৰীহরি । তখনে আসিয়াহিল শাল্ব মহাবলী ॥ সংগ্রামে হারিয়া বীর পলাইল তখনে । প্রতিজ্ঞা করিল শাশ্ব সভা বিদ্যমানে ॥ অ্যাদব পুথিবী করিব বাহুবলে । মোর যশ রহে যেন ধরণীমণ্ডলে । প্রতিজ্ঞ করিয়া এই চলিল দুরন্ত । শিব আরাধিল গিয়া বৎসর পর্য্যস্ত ॥ এক মুষ্টি পাংশু খায় দিন অবসানে । তুষ্ট হয়্যা মহাদেব আইল বিদ্যমানে । আনন্দিত হয়্যা শাল্ব মাঙ্গে এই বর। কামগতি এক রথ দেহ মহেশ্বর ॥ গন্ধ ল কিঙ্কর সিদ্ধ নর মুরাসুরে । ত্রিভুবনে কেহ যেন ভাঙ্গিতে না পারে। ত্রিভুবন f নিধা আলিমু এক রথে । হেন রথ মাঙ্গো নাথ তোমার সাক্ষাতে ॥ অলক্ষিতগতি রথ লোক-ভয়ঙ্কর । তুষ্ট হয়্যা পশুপতি দিল সেই বর। মম নামে দানব আনিয়া বিদ্যমান । আজ্ঞা দিল দেহ রথ করিয়া নিৰ্ম্মাণ । রথ নিরমিয়া ময় দিল সচকিত। সোঁত নামে রথখান লোহার নিৰ্ম্মিত । অন্ধকারময় রথ অলক্ষিতগতি তাহাতে চঢ়িয়া শাম্ব চলিল ছৰ্ম্মতি ॥ বেঢ়িল দ্বারকাপুরী লয়্যা মহা লেলা। গড়ের বাহিরে গিরা বেঢ়ি দিল হানা ॥ ৰন উপবন ভাঙ্গে প্রাচীর দুঙ্গার । গোপুর মন্দির ভাঙ্গে ৰিমান বিহার ॥ অস্ত্র বরিষণ পড়ে গাছ পাথর । বজ্ৰপাত নিষ্ঠর গর্জন কণধর । পরচণ্ড চক্রবাত ধূলা-বরিবণ। घथंक्षिप्रं चांष्हांजिल दन ग्रंब्रखञ ॥ দেখিয়া প্রত্যুম্ন বীর কৃষ্ণের তনয়। শাস্তিয়া রাখিল লোকে না করিহ ভয় ॥ এ বোল বুলিয়া বীর মহারথে চঢ়ি । মহাসেনাপতিগণ নিজ সঙ্গ করি । সাত্যকি অকুর গদ শুক সারণ । সাৰ তাম্ববৃন্দ আদি মহাবীরগণ । আর যত সেনাপতি মহtখচুদ্ধর । মহাভট মারথ তুরঙ্গ কুঞ্জর । চলিল প্রত্যুম্ন বীর সাজি যছলেন । নানা বর্ণের হাতী ঘোড়া ছত্র ধ্বজ বানা ॥ বাজিল শাস্বের সহে তুমুল সংগ্রাম । নছিগ নছিল যুদ্ধ তাহার সমান ॥ ধন্থকে টঙ্কার দিয়া বোড়ে চোখ শর। কাটিল শাম্বের মায়া কৃষ্ণের কোঙর। তিলেকে শাস্বের মায়া সব গেল নাশ । স্বৰ্য্য দরশনে বেন তমের বিনাশ ॥ বিন্ধিল পচিশ বাণে শাশ্ব সেনাপতি। দশ দশ বাণে আর বিন্ধিল সারথি । বিন্ধিল শতেক বাণে শাস্ব-কলেবর । তিন তিন বাণে ঘোড়া কৈল জরজর। একরূপ বহুরূপ নানারূপ ধরে । অলক্ষিত রথ কেহ লখিতে ন পারে । মায়াময় রথখান দেখিতে না দেখি । কিরূপে কোথাতে থাকে লখিতে না লখি । ক্ষণে জলে ক্ষণে স্থলে আকাশ মণ্ডলে । ক্ষণে বনে ক্ষণে গিরিশিখরেতে চলে। যথা ৰথা চিত্তে রথ আছে সেই ঠাঞি । কোথা শাশ্ব কোথা সৈন্ত চিহ্নিতে না পাই। যত সেনাপতি যদুকুলের প্রধান। ধন্থকে টঙ্কার দিয়া ষোড়ে চোখ বাণ । বিন্ধিয়া শাস্বের সৈন্ত কৈল জরজর। তবে কোন যুক্তি করে শাস্ব মহাবল । একধারে করে তীক্ষু বাণ-বরিষণ । তবু বন্ধুবীরগণে না তেজিল রণ। আছিল শাম্বের মন্ত্রী মন্ত্রীর প্রধান। ছ্যমান তাহার নাম মহা বলবানু। . প্রদ্ধায়ের বাণে বেটা সংগ্রাম ছাড়িয়া । ভূযেতে পড়িয়ছিল মুছিত হস্থ্যা ।