পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《 আরবার উঠিয়া ডাকিন্স ভয়ঙ্কর । তুলিয়া লোহার গদা ধাইল সত্বর } প্রস্থ্যমের বুকে গিয়া মারে এক বাড়ি । পড়িল প্রদ্যুম্ন বীর রণে প্রাণ ছাড়ি ॥ দারুকননাম তার রথের সারথি । রথখান বাহিরে অনিল মহামতি ॥ রণে হৈতে রথ লঞ অfইল বাহির । যুদ্ধধৰ্ম্ম জানে সে যে পরম মুধীর । উঠিল চৈতন্ত পেয়া কৃষ্ণের নন্দন । সারণি দেখিয়া তবে কি বলে বচন ॥ কেন হেন কৰ্ম্ম তুমি কৈলে বিপরীত। সংগ্রাম তেজিতে বীরে না হয় উচিত ॥ যুদ্ধ তেজি পলায়ন নছে বীর-ধৰ্ম্ম । যদুবংশে কেহ হেন নাহি করে কৰ্ম্ম ॥ কি বুলিয়া রহিব কৃষ্ণের বিদ্যমানে । স্ট্রমভাগৰত কি ৰোল বুলিবে মোরে ভাই বন্ধুগণে । বধুগণ হাসিয়া করিব উপলম্ভ। পুরজনে দেখিম বুলিব মোরে মন্দ ॥ এতেক বচন শুনি দারুক-তনয় । কহিতে লাগিলা ধৰ্ম্ম জানিএা নির্ণয় ॥ শুন মহাপুরুষ ধর্শ্বের বিবরণ ॥ আমি নাহি করি যুদ্ধ-ধৰ্ম্ম বিলঙ্ঘন ॥ সঙ্কটে পড়িলে বীর রাখিব সারথি । সারথির প্রতিকার করে মহারথী ॥ এ বোল বুঝিয়া কৈলু রথের বাহির । :থ পরিহর তুমি মতি কর স্থির । এতেক বচন যদি বুলিল সারথি । চিত্ত-স্থির করিয়া রহিল মহামতি ॥ ভাগবত আচার্য্যের মধুরস-ভাষা । হরিকথা বিনে আর না কল্পিহ আশ ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে বট সপ্ততিতমোছধ্যায়: ॥৭৬ ঈ"ঙ্গোপ্ততিতম জাংffTয় / উঠিয়া বলিলা বীর কুক্সিণানন্দন । হাত পাও পাখালিয়া কৈল আচমন ॥ ধতুকে টঙ্কার দিয়। যুড়ে চোখ বাণ । ডাকিয়া কি বলে তবে বীরের প্রধান ॥ আরে রে সারথি রথ সত্বরে চালাও । কোথাতে দু্যমান বীর তুরিতে দেখাও ৷ এতেক বচন বুলি বেঢ়ি চারি পাশে । বিদ্ধিল দু্যমান বীরে অষ্ট বাণে রোষে ॥ চারি বাণে চারি ঘেt ৬ বিন্ধিল সন্ধানে। ধন্থখান কাটিয়া পেলিল একবাণে ॥ দুই বাণে কাটে ধ্বজ সারথির মাথা । চারি বাণে কাটিল রথের চারি চাক । এক বাণে কাটে তবে দু’ধানের শির। সাধু সাধু বুলিয়া ডাকিল সব বীর ॥ তবে গদ সাম্ব শুক সাত্যকি সারণ । চৌদিগে বেঢ়িয়া বুঝে সব বীরগণ ॥ কাটিয়া শাশ্নের সৈন্ত পেলিল সাগরে । ছিন্ন ভিন্ন হয়্যা কত রহিল সমরে । এইরূপে দুই সৈন্ত যুঝে নিরস্তর । সাতাইশ দিবস যুদ্ধ পৃথিবী ভিতর ॥ ইন্দ্রপ্রস্থে তখনে আছিল৷ শ্ৰীহরি । ধৰ্ম্মস্থত্রে নিএpছিল নিমন্ত্ৰণ করি ॥ রাজসূয় যজ্ঞ যদি কৈলা সমাধান । শিশুপাল সংহার করিয়া ভগবান ॥ ফুলভ দেখিয়া বিস্ময় করি চিতে । বন্ধুগণ সম্ভাষিয়া চলিলা তুরিতে ॥ বন্ধুগণ সহ আলি এথা উপস্থিত । না জানি কি হয় তথা কাৰ্য্য বিপরীত ॥ শিশুপাল পক্ষ যত বিপক্ষ নৃপতি । না জানি কি করে তারা পুরীর দুর্গতি ॥ এতেক বচন বুলি প্রভু হৃষীকেশ । দ্বারকা নগরে আসি কৈলা পরবেশ ) নিজজন কদন দেখিয়া শ্ৰীহরি । সারথিরে আজ্ঞা তবে দিল ত্বর কল্পি, চালাহ সারথি রথ না কর বিলম্ব । শাম্বের মায়ায় জানি যুদ্ধে দেহ ভজ ॥