পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী (tచిని বিপ্র-দরশনে হৈল আনন্দ বিশেষ। একে প্রিয় সখা তাথে দ্বিজ মুনিবেশ । ভূজপাশে ধরি দিল দৃঢ় আলিঙ্গন । পুলকে পুরিত তচু সজল নয়ন ॥ পর্যাঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বগায়। পাদ্য অর্ঘ্য দিয়া বিপ্র পূজে যন্থরায । পুণ্যজল দিয়া দুই পখালে চরণ । সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন ॥ দিব্য গন্ধ চন্দনে লেপিয়া কলেবর । ধূপ দীপ দিয়া পূজে ব্রহ্মণ্যশেখর ॥ দিব্য অন্ন পাম দিয়া করায় ভোজন ! আচমন জল দিয়া তাম্বুল অৰ্পণ ॥ স্বাগত বচনে কৈল আতিথ্য সম্ভায । বিনয় বচনে কৈল কুশল জিজ্ঞাসা। কুলে মলিন পিজ ক্ষীণকলেবর । আপনে আসিয়া দেবী ঢুলীয় চামর । পরিচর্য্যা করে দেবী দেখে পূবজন । আপনে করয়ে হরি পাদসংবাহন ৷ দেখি সব লোক বলে হেন অদভূত । কোথা হৈতে আইল এনা দ্বিজ অবধূত দুৰ্গতি মলিন তত্ত্ব ভিক্ষুকে ব্রাহ্মণ । অধম নিন্দিত ক্ষীণ তন্তু কুলক্ষণ ॥ পরিচর্ষ্যা করে তার আপলে শ্রীহরি । পৰ্য্যঙ্ক তেজিয়া নিজ প্রিয়। পবিতরি ॥ কোন পুণ্য কেল দ্বিজ জন্ম জন্মাস্তরে । আপনে ও গত গুরু পারচষ্যা করে ॥ হাতাহাতি করিয়া বসিলা চক্ৰপাণি । কহিতে লাগিলা তবে পুরুব কাহিনী ॥ কহ দ্বিজ গুঞ্চকুলে বেদ সমাপিলে। বিনয়ে দক্ষিণ দিয়া গুব সম্ভোষিলে ॥ বেদ পঢ়ি গৃহধৰ্ম্মে আছ নিরাবুলে। আপন সদৃশী ভাৰ্য্যা কি বা বিভা কেলে , প্রায় হেন জানি তুমি পুরুষ নিষ্কাম। বনবাসে চিত্ত তুমি ধর অবিরাম । গৃহবাসে না'হ দেখি সন্তোষ তোমার । তে কারণে এতেক জিজ্ঞাসি বার বার ॥ কেহ কেহ কৰ্ম্ম করে তেজি কৰ্ম্মফল । অবিদ্যা বিনাশ করে হয়্যা কৰ্ম্মপর ॥ আপনে করিয়া কৰ্ম্ম এ লোক বুঝায় । কৰ্ম্ম তেজি কেহ যেন বিকৰ্ম্মে না ধায় ॥ এখনে ব্রাহ্মণ কি লোঙর গুরুবাস । যাহা হৈতে তত্ত্বজ্ঞান হয় পরকাশ ৷ অবিদ্যা বিনাশ হয় ভৰ-অন্ধকার । হেন গুরুবাস মনে আছে কি তোমার। পিতা গুক প্রথমে জমম যাহা হৈতে । জননী প্রধান গুরু জানিবা সাক্ষাতে ॥ দ্বিতীয়ে ব্রাহ্মণ গুরু করে দশ কৰ্ম্ম । বেদ শিক্ষা কবায়ে লওয়ায় কুলধৰ্ম্ম ॥ জ্ঞানদাতা গুরুরূপে আমি ভগবান । তিন গুরু কছিলু তোমার বিদ্যমান। সৰ্ব্ববর্ণে সৰ্ব্বধৰ্ম্মে এহি সুনিশ্চিত । তত্ত্ব উপদেশ লয় যে হয় পণ্ডিত ॥ উপদেশ করি আমি গুরুরূপ ধরি । গুরু-উপদেশে লোক যায় ভব তরি ॥ গুরুকে সাক্ষাত হেন ঈশ্নর করি মানে । সেই সে আমার প্রিয় সৰ্ব্বতত্ত্ব জালে ৷ জপ তপ যজ্ঞ দান বিবিধ দক্ষিণা । শম দম সাধে কিবা সমাধি ধারণা ॥ তথাপি তাহারে তুষ্ট তত বড় নই। গুরুসেবা rহতে যত বড় সুখী হষ্ট । তুমি কি সোঙর বিপ্ৰ পূৰ্ব্ব বিবরণ। গুরুবাসে কৈলু যে যে ওর আরাবল । গুর পত্নী অজ্ঞা কৈলা কাষ্ঠ আলিবারে । সভেই গেপাঙ তবে বলের ভিতরে ॥ অকালে লিঙ্গুর হৈল ঝড় বর্ষিণ । বজ্রপাত মহা-ঘোর-ঘন-গরজন ॥ অস্ত গেল দিনকর ঘোর অন্ধকার । দশদিগ আচ্ছাদিল না দেখি সঞ্চায় ॥ উচ্চ নীচ কিছুই না দেখি জলময় । কে কোণা আতিল হেন ল; ছিল নির্ণয় ॥ আমি-লব ব্যাকুল সে ঝড় বরিষণে । পথ না চিপিএ। তবে ভ্রাম বনে বলে । হাতাহাত করিয়া ভ্ৰমিএ নিরস্তুর । শ৩-বা৩ে কম্পিত সকল কলেবর । বাত বীরষণ গেল উদিত ৩াস্থর । তবে সান্দাপান ও জানিলা সকল । চাহিতে বেড়ায় গুর প্রতি বলে ৰণ । কথোদৃরে গিয়া তবে পাহল দশন ॥ অদ্ভুত দেখিয়া গুরু বোলে শিষ্যগণে । এত ৰডু দুঃখ পাইলে আমার কারণে। প্রাণেতে অধিক প্রিয় কেহ করে নয় । প্রাণ চাহি ওরসেবা কেলে অতিশয় ॥ এইকপে ২ রুসেবা করয়ে যে জন । সৰ্ব্বভাবে করে যেৰা আত্মসমর্পণ ॥