পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ●8 হরি-গুরু-চরণ সমান করি ধরে । সেই সে এ ঘোর ভব-অন্ধকার তরে ॥ তুষ্ট হৈল শিষ্যগণ কর সমাধান। মনোরথ পূর্ণ হৌক সৰ্ব্বরে কল্যাণ ॥ সৰ্ব্ববিদ্যা ফরুক সকল মন্ত্রতন্ত্র । ইহলোকে পরলোকে হও নিরাতঙ্ক ॥ এইরূপে কতমতে গুরুসেবা কৈলু। সৰ্ব্বশিষ্য মিলি গুরুকুলেতে আছিলু (১) ( ) •ităţvgă,– "এইরূপে কত কত গুরুসেবা করি । গুরুকুলে আছিল সকল শিষ্য মেলি ।” শ্ৰীমদ্ভাগবত গুরু-অনুগ্রহে হয় সৰ্ব্বত্র কল্যাণ । বিনে গুরু ভঞ্জিলে না হয় পরিত্রাণ ॥ তবে বিপ্র বোলে দেবদেব নারায়ণ । ত্ৰিজগত-গুরু তুমি জগত জীবন ॥ তোমার কুপায় পূর্ণ হৈল গুরুবাস । গুরুসেবা-ধৰ্ম্ম তুমি কৈলে পরকাশ । বেদময় প্রভু তুমি বেদমুক্তি ধর। সকল সম্পদদাতা নানা লীলা কর। অখিল-জগত-গুরু গুরুকুলে বাস । এত বড় বিড়ম্বন হৃদয়ে প্রকাশ । ধীরশিরোমণি ঐগদাধর জগন । ভাগবত-আচার্য্যের মধুরল গান ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে অশীতিমোহধ্যায়ঃ ॥৮es একাঙ্গীতিতয় অধ্যায় / এইরূপে নানা কথা কহে চক্রপাণি । সৰ্ব্বতত্ত্ব জানেন সৰ্ব্বজ্ঞচুড়ামণি ॥ সাধুজন-গতি-পতি ব্রহ্মণ্যশেখর। হাসিয়া কি বলে প্রভু কহ দ্বিজবর ॥ কি দ্রব্য এনেছ সখা মোর তরে দেহ { সঙ্কোচ মানিএ কেলে গুপ্ত করি রহ ॥ ভকতে ষে কিছু করে অল্প নিবেদন । সে হয় বিস্তর মোর পারিতি কারণ ॥ যদি বা বিস্তর দেই ভক্তিহীন জনে । আমার সস্তোষ তাথে লাহি কোন মনে ॥ পত্র-পুষ্প যে কিছু ভকত জলে ধরে । ভকতি কলিয়া মোর চরণ-নিয়ণ্ডে । পরিতি কলিয়! সেই করিয়ে ভোজন । ভকত-বান্ধব আমি ভকত-জীবন ॥ এতেক বচন যদি বুলিলা শ্ৰীহরি । লাজ পেয়্যা রহে বিপ্ৰ হেঁটম’থা করি । জ্ঞানময় প্রভু জানে স eার হৃদয়। আগমন কারণ বুঝিয়া মহাশয় ॥ চিণ্ডিয়া কি বোলে প্রভু তবে দ্বিজরাজে । সম্পদ বাঞ্ছিয়া বিপ্র ক ? নাহি ভজে । শ্রীরাগ । কিন্তু পতিব্ৰতা নারী পারিতি কারণে । আমা দেখিবারে বিপ্ৰ আইল শুদ্ধমনে । দুল ও সম্পদ দিব দেবের বাঞ্ছিত। হেন বুদ্ধি করি যেন না হয় বিদিত ॥ এতেক বচন বুলি পুরুষ পুরাণ । ভগ্নবস্ত্রখানি ধরি জিলা এক টান ॥ একি একি বলি হরি পোটলী খসায় । ভাজা তণ্ডুলের খুদ বিচারিয়া পায় । ভাল ভাল সখা এই দিব উপায়ন । এই সে আমার হয় পারিতি কারণ ॥ এই ত তণ্ডুলে হৈব আমার পরিতি। বিশ্ব-সছে তুষ্ট হৈব আমি বিশ্বপতি ॥ এ বোল বুলিয়া হরি কোন কৰ্ম্ম করে । এক মুষ্টি খুদ খায়া আর মুষ্টি তোলে । তাহা দেখি শৈবা দেবী লক্ষ্মী মূৰ্ত্তিমতী । ধরিয়া প্রভুর হস্তে বলে মহাসতী । সকল সম্পদ-হেতু হয় এত দূরে । তোমার সন্তোষ-হেতু সৰ্ব্বফল ধরে । তুমি তুষ্ট হৈল তুষ্ট হয় ত্রিভুবন । তবে যদি কর তারে আত্মসমপণ ॥