পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তভূ তুমি স্থধিতে নারিবে তার ধার। হেন কৃপাময় তুমি ৰিচি এ বিছার নিশবদে রহে কৃষ্ণ এ বোল শুনিয়া । ব্রাহ্মণ চলিল। তবে রজনী বঞ্চিয় ॥ সুখে পান ভোজন করিয়া দ্বিজবরে । আনন্দে আছিল বিপ্র অচ্যুত-মন্দিরে। প্রভাতে উঠিয়া ঘরে চলিলা এাহ্মণ । সস্তোষিয়া এাহ্মণে পাঠায় নারায়ণ ॥ বিপ্ৰ ধন না মাজিলা না দিলা শ্ৰীহরি । লজ্জা পায়া যায় ৰিপ্ৰ চিন্তা পরিছরি ॥ আপনে ব্রহ্মণ্যদেৰ জানে সৰ্ব্বধৰ্ম্ম । দ্বিজভক্তি লওয়াইতে করে চেন কৰ্ম্ম ॥ ব্রাহ্মণ অধম মুঞি দরিদ্র বঞ্চিত। কপট মলিশ বেশ এ লোক-গর্হিত ॥ লক্ষ্মীকান্ত eৈলা লক্ষ্মী তেজিয়া শয়ণে । আলিঙ্গল দিল মোকে লাম্বিয় আপলে ॥ দেবতা পূজিষা বলায় নিজাগণে । পাদ সংবাহন হরি করযে আপনে ॥ স্বৰ্গ অপবর্গ সৰ্ব্ব সম্পদের হেতু । যার পাদপদ্ম ঘোর ভব-সিন্ধু-হেতু ॥ হেন প্রভু হয় মোরে করে এত বড় । আপনে কমলা দেবী দুলায় চামর । অধম দরিদ্র হয়ে দু:খিত ব্ৰাহ্মণ । খন পায়্যা না করিব আমাকে লোঙরণ ॥ করুণাসাগর হরি এই কৃপা করি । তে কারণে ধল মোকে না দিলা শ্ৰীহরি। এই মনে চিস্তিয়ে ব্রাহ্মণ চলি যায় । আপলায় নিজ ঘর নিকটে দাওয়ি ॥ ৰিচিত্র বিমান ঘর চৌদিগে বেষ্টিত । স্বৰ্য্যকোটি সম তেজ কলকনিৰ্ম্মিত । অলিকুল-বিলালিত বন উপবন । কোলাহল শবদ বিবিৰ খগগণ ॥ প্রফুল্ল কমলফুল কুমুদ কহলার । বহুবিধ জলচর শবদ সঞ্চার। দিব্য বেশ নরনারী চৌদিকে বেষ্টিত । কনকনিৰ্ম্মিত ঘর তলে মণ্ডিত ॥ একি অদভুত কিবা হয় কার স্থান । কোথা (হতে এনারূপ হুৈল উপাদান। এইরূপে মনে মনে করয়ে নির্ণয় । চিস্তিতে চিন্তিতে বিপ্ৰ পডিলা সংশয় ॥ তবে নরনারীগণে ভূষিত ভূষণে । চৌদিগে বেঢ়িল আলি মঙ্গল বাজনে । শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী Q○Q বহুবিধ নৃত্য গীত চতুরঙ্গ সেনা। দিব্যরথ গজ ঘোড়া ছত্র ধ্বজ বানা ॥ লক্ষ্মী-মুষ্টি মতী যেন বিপ্রের ব্রাহ্মণী । পতি-দরশনে আইলা পরম রমণী । পতি দেখি প্রণাম করিয়া পতিব্ৰতা । মলে মনে আলি ন দিলা সুপণ্ডিত । পাদ্য অর্ঘ্য দিয়া পত্নী পূজিল ব্রাহ্মণ । ধূপ দীপ দিয়া কৈল পভির বন্দন ॥ দিব্যবেশ দাসীগণে চৌদিগে বেষ্টিতা । দিব্যবস্ত্র পরিধান ভূষণে ভূষিত । দেখিয়া ব্ৰাহ্মণ হৈল অস্তরে বিস্থিত। কোথা হৈতে এরূপ ঘটিল আচম্বিত । গগণে পূজিয়া পত্নী পতি লক্ষ্যা যায় । পুরু-পরবেশে লঞ ব্রাহ্মণী করায় ॥ পুর নিরখিয়া চাহে চকিতন (tসে । অশ্চয্য দেখিয়া বিপ্র চিস্তে মনে মনে ॥ রতনে নিৰ্ম্মিত ঘর যেন স্বরপুরী । শত শত মণিময় স্তম্ভ সারি সারি ॥ পয়ঃফেন সম শয্যা হেম বি নৰ্ম্মিত । বিনিহিত মণি রতনে মণ্ডিত ॥ ললিত বিতানজাল মুমুতা তোরণ । বিলোল চামরজাল কনক-আসন । স্ফটিক ঘটিত ঘর মরকত স্থল। রতন প্রদীপ জলে মন্দির ভিতর ॥ অতুল সম্পদ দেখি কি ৰোলে ব্রাহ্মণ । সকল-সম্পদ-হেতু কৃষ্ণ-দরশন। অধম দরিদ্র মুঞি দুৰ্গত দেখিম। দুঃখ নিবারিল মোর মহাধন দিয়া ॥ আছুক মাঙ্গিলে দিষ এ ধন সম্পদ । আপনেহি পূরায় ভকত-মনোরথ । ইজ বরিষয়ে যেন বুঝিয়া সময়। ভক্ত-কাম আপনে পুরায় দয়াময় ॥ আপলে বিস্তর দিয়ে মানে অল্প ফল । ভকতে অলপ দিলে মালয়ে বিস্তর ॥ এক মুষ্টি খুদ মুঞি দিতে ইৎসা কৈলু। অল্প দেখিয়া মুঞি লুকায়া রাখিলু। আপলে কাঢ়িয় খায় পারিতি কারণে । ভকতবৎসল-গুণ দেখায় ভুবনে ॥ প্রেম মৈত্রী মোর যেন হয় তার সনে । দাত সখ্য রহে ষেন জনমে জনমে ॥ কোনকালে নহে যেন মোর স্মৃতিভঙ্গ । ভকতজনের সহে হয় যেন সঙ্গ ॥