পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? Cbro আঁখির নিমিষ সেছে না গেল সহন । যেন কৃষ্ণ গছে চিরদিনে দরশন। বাহ পাসরিল গোবিন্দ দেখিয়া । দৃঢ় আলিঙ্গন দিল হৃদয় ধরিয়া । তবে কৃষ্ণ গোপতে আনিএpা গোপীগণ । ভূজদণ্ডে ধরি দিল দৃঢ় আলিঙ্গন । হালিয়া কি বোলে কৃষ্ণ শুন ব্রজরামা । আমার পুরব দোষ যদি কর ক্ষেমা ৷ তোমা সভা তেজি আমি নিজ প্রিয়তমা । বন্ধুগণ দুঃখ শোক করিতে থগুনা । কংস ৰধিবারে আমি যাই মধুপুরে । সে দোষ রমণীগণ না দিহ আমারে । এ বিচ্ছেদে অকৃতজ্ঞ আশঙ্কা করিয়া । নিন্দ নাহি কর মোরে এই দোষ দিয়া। শুন শুন ব্রজাঙ্গনা আমার বচন । পরম কারণ শুনি না কর হেলন ॥ সৰ্ব্বভুতে নিয়োজিত বৈসে ভগবান। সেই ভগবান বিনে কেহ নাহি আন ॥ ঈশ্বর অধীন লোক ঈশ্বরে ভ্রমায় । সংযোগ বিচ্ছেদ গোপী ঈশ্বরে করায় ॥ যেন তৃণ যেন রেণু যেন মেঘচয় । পবনে সঞ্চারে যেন পবনে মিলায় ॥ এইরূপে জগত ভ্ৰমায় নারায়ণে । লা বুঝিম্ব দোষ জানি দেহ অকারণে । এই বড় ভাগ্য গোপী সাধিলে ভকতি । ভক্তিভাবে কৈলে তুমি আমারে পারিতি। তোমাসভাকার হৈল বড় ভাগ্যোদয় । বল্পত বিচ্ছেদে প্রেম কৈলে অতিশয় ॥ অতএব তুমি-সব মোরে পাইলে ধন্ত । তোমা সভা বিনে আমি নাহি জানি অন্ত ॥ সৰ্ব্বভুতে বসি আমি অস্তুর বাহিরে। আমি বিনে কিছু সত্য না হয় সংসারে । যেন জল যেন মহী পবন আকাশ । সভে এই সত্য মাত্র সতে যায় নাশ । এইরূপে আমি সত্য আর সব মিছা । নানা চক্ৰ দেখি যেন আর সব সাচ । এইরূপ নানা তত্ত্ব জ্ঞান উপদেশে । কৃষ্ণময় হয়্যা গোপী কৃষ্ণ পাইল শেষে । জীবকোষে যে উপাধি তাহা দূরে গেল । নিরুপাধি প্রে/ম গোপী কহিতে লাগিল । হে কৃষ্ণ নলিননাত কমল লোচন । যোগেশ্বর ব্রহ্মাiদর চিস্তিতচরণ ॥ (১) ভব কুপ-পতিত-তরণ অবলম্ব । গৃহসেবী গোপী মোরা নাহি যোগগন্ধ। গৃহেতে আসক্ত মোরা থাকি গৃহাশ্রমে। চরণ উদয় সদা কর মোদে মনে ॥ এইরূপ কৃষ্ণপ্রতি গোপিকার বাণী । ভাগবত-আtoায্যের প্রেমতবঙ্গিণী ॥ (১) "হেন কষ্ণ কমলাকাস্ত কমল-লোচন । ব্রহ্মদিবশিত পদ বন্দি চরণ " ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে স্বাশতিতমো২ধ্যায়: ॥৮২