পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্র্যর্শীfততম অধ্যায় / শ্রীরাগ। গোপিকার গতি কৃষ্ণ গোপী প্রাণনাথ । গোপীগণ সম্ভাষিয়া কৈলা আত্মসাৎ ॥ তবে কৃষ্ণ যদুচঙ্গ আনন্দিত মনে। যুধিষ্ঠির রাজারে করিল সম্ভাষণে । তবে আর বন্ধুগণে করিয়া সম্ভাষা । মধুর বচনে কৈল কুশল জিজ্ঞাসা ॥ একে একে কুশল পুছিলা হৃষীকেশ । সব লোক উপজিল আনন্দ বিশেষ । কৃষ্ণ-দরশলে সব খণ্ডিল ছুরিত । প্রত্যুত্তর দিল লোক হয়্যা আনন্দিত ॥ তোমার পদারবিন্দ মধু পান করে : সাধু-মুখ-মুখরিত শ্রবণ বিবরে ॥ তার কোন সিদ্ধি নচে রহে অকুশল । (১) গতাগত-শ্রম ধ্বংস চরণকমল | নমো নমো নরমায়া-লীলা কলেবর । পরমহংসের গতি চরণযুগল ॥ অখণ্ড পরমানন্দ সৰ্ব্বগুণনিধি । নমো নমো গোবিনী চরণ নিরবধি । এইরূপে সৰ্ব্বলোকে কৃষ্ণ কথা কহে । অন্তোন্তে মিলিয়া লোক যুথে যুথে রহে ॥ নারীগণে নারীগণে করে হাতাহাতি । কৃষ্ণকথা কহে তারা শুন ক্ষিতিপতি । দ্রৌপদী পুছিল শুন ভীষ্মক নন্দিনী । শুন ভদ্রা জাম্ববর্তী কালিন্দী রোহিণী ॥ শুন সত্যভামা শৈবা কৌশল্য লক্ষ্মণ । শুন কৃষ্ণপত্নীগণ গোবিন্দ-জীবণী ॥ নরলীলা প্ৰকটিয়া দেবণিরোমণি । কি কিরূপে বিভা কৈল কই দেখি শুনি ॥ শুনিএ ৰুক্মিণী দেবী দ্রৌপদীর বাণী । কহিতে লাগিলা নিজ বিবাহকাহিনী ॥ শিশুপালে বিভা দিতে করিয়া মন্ত্ৰণ । রাজগণ সাজি আইল চতুরঙ্গ সেনা । ধন্থকে টঙ্কার দিয়া বেঢ়ি চারি পাশে । হেন সৈন্ত বিচালিল আঁখির লিমিবে ॥ লীলায় হরিয়া মোরে ভুর-ভঙ্গে আনে। সিংহ ভাগ হরে যেন ফেরুপাল হনে। (১) পাঠাভয়,-"তার কোন বিঘ্ন নহে নহে অকুশল।" এমত বৎসল গুণময় শ্ৰীনিবাস । চরণ-অৰ্চন মাত্ৰ সতে মোর আশ ॥ সত্যভামা বলে শুন ক্রপদ দুহিতা । ভাইর মরণ দেখি সত্রাজিত পিতা ॥ মণি-হেতু দিল বাপে কৃষ্ণে পরিবাদ । জাম্ববান জিনি প্রভু আনে মণিরাজ ॥ বাপে বিভা দিল আনি অপরাধ-তয়ে । দাস্তপদ যাঙ্গি মাত্র ওই দুই পায়ে । জাম্ববতী বোলে দেবী কর অবধান । পাতালে আছেন মোর পিতা জাম্ববান। সপ্তবিংশতি দিন হৈল মহারণ । তবে বাপ জানিল সাক্ষাৎ নারায়ণ ॥ জানকীবল্লভ রাম জামিল সাক্ষাতে । ভূমিতে পড়িয়া পিতা কৈল দণ্ডপাতে। মণি সহ আমা আনি কৈল সমপণ । দাসী হস্ন্যা করি আমি মন্দির-মার্জন। কালিন্দী কি বোলে শুনহ দ্ৰৌপদী। এই বাঞ্ছা করি তপ করি নিরবধি । চরণ পরশ যদি হয় কোন কালে । অৰ্জুনে পাঠায় করি আনায়ে সত্বরে । তবে অামা পাণিগ্রহ করিলা শ্ৰীহরি ॥ দাসী ছয়্যা আমি গৃহ মারজন করি ॥ ভদ্রা বলে প্ৰভু মোরে স্বয়ম্বর-স্থলে । নৃপগণ জিনিয়া আনিলা একেশ্বরে ॥ সিংহ ভাগ হরে যেন জম্বুকের মাঝে । বীরগণ জিনিয়া আনিল দেবরাজে ॥ এই বর মাঙ্গে সবে ও দুই চরণে । চর- পাখালো যেন জনমে জলমে । সত্য বোলে শুন দেখি মোর বিবরণ। তীক্ষুশূঙ্গ সাত বৃষ দিল দরশন। বীরবল পরীক্ষিতে বাপে আলি রাখি । পালায় সকল বীর সাত বৃষ দেখি ॥ কৌতুকে চলিল হরি এ বোল শুনিএ । একবারে সাত বৃষ পেলিল ৰান্ধিয়া ॥ হেন অদভুত কৰ্ম্ম করে যন্থরায় । অজশিশু বান্ধি যেন ছাওয়ালে পেলাম ॥ তবে বাপে বিভা দিল কৌতুকমঙ্গলে। পথে নৃপগণ জিনি আনিল মন্দিরে।