পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 e এই বর মাজো মুঞি ও দুই চরণে। দাস্তভাব রছে যেন জনমে জনমে ॥ মিত্রবিনা বলে মোর পিতা মতিমান । আপনে আনিঞা কৃষ্ণে কৈল কস্তাদান ॥ এক আক্ষৌহিণী সৈন্ত করিয়া সাজন। কন্যা সমপিয়া দিল বহুমুল ধন । কৰ্ম্মবশে যথা তথা না হয় জনম । সবে মাত্র লেবি যেন ও দুই চরণ ॥ লক্ষ্মণ বোলয়ে বাণী শুন সাবধানে। কহিৰ আমার কথা তোমা বিদ্যমানে ॥ নারদাদিমুখে শুনি কৃষ্ণের মহিমা । আমার হৃদয়ে আর না ছিল ভাবনা ॥ শুনিলু কমলাদেবী পদ্মহস্তে করি । আপনে বরিল সব দেব পরিহরি ॥ ব্ৰহ্মা আদি দেবে করে সতত ধেয়ান । তে-কারণে চিত্তে আমি না ভাবিয়ে আন ॥ বৃহৎসেন পিতা মোর হৃদয় বুঝিয়া। মৎস্তধ্বজ নিরমিল উপায় করির ॥ তোমার জনক যেন অৰ্জ্জুনের তরে। মৎস্য নিরমাণ যেন কৈল স্বয়ম্বরে ॥ আছে নাহি মৎস্য কেহ লখিতে না পারে । সভে মৎত দেখি মাত্র জলের ভিতরে ॥ এতেক বচন শুলি যত ক্ষিতিপাল । অস্ত্ৰ-শস্ত্র ধরি গেল মৎস্য বিন্ধিবার ॥ সবল-বাহলে সৈন্ত করিয়৷ সাজন। পুথিবী পুরিয়া সব আইল ৰূপগণ ॥ পূজিলা নৃপতিগণ করিয়া বিনয়। যার যেন যোগ্য পুজা পিতা মহাশয় ॥ খরতর শর যুড়ি দিব্য শরাসনে । আকৰ্ণ পুরিয়া বাণ ছাড়ে ধীরগণে । গুণ চড়াইতে কেহ পড়িল আছাড়ে । কেহ নিজ শরাঘাতে প্রাণ ছাড়ি পড়ে ॥ কেহ গুণ চড়াইল অনেক যতনে। ভীম দুৰ্য্যোধন কর্ণ আদি বীরগণে ॥ জলে মৎস্য দেখি কেহ ৰিন্ধিল আকাশে । অৰ্জুনের শর মাত্র কিঞ্চিৎ পরশে ॥ এইরূপে সৃপগণ ভগ্নদৰ্প হয়্যা । কেহ মৈল কেহ গেল অপমান পেয়্যা। এ বোল শুনিএ হরি পুরুষ-কেশরী । ধন্থকে টঙ্কার দিলা লিজ করে ধরি। সকৃৎ দেখিয়া জলে ছাড়ে তীক্ষুবাণ । আকাশে কাটিয়া মৎস্ত কৈল দুই খান। শ্ৰীমদ্ভাগবত দ্বিতীয় প্রহর বেলা অভিজিৎ ক্ষণে । কাটা গেল যদি মৎস্য গোবিন্দের বাণে । আকাশমণ্ডলে বাজে দুন্দুভি বাজন। জয় জয় শবদ হৈল পুষ্প বরিবণ ॥ তবে স্বয়ম্বরে মুঞি কৈলু পরবেশ । বিগলিত মঞ্জীমালা বিলোলিত কেশ । রতন মঞ্জীর চারু চরণে রঞ্জিত । উজ্জল কনক-মাল কর বিলোলিত ॥ কটিতটে পীতপট পুরট ভুষণ । কিঞ্চিৎ কুঞ্চিত হ'ল মুদিত বদন ॥ হেন দিভােবশে মুঞি কৈলু পরবেশ। কুস্তল কুণ্ডল বিললিত গণ্ডদেশ । ভুরুত্তঙ্গে নিরখিয়া নৃপতিমণ্ডল। ধীরে ধীরে গেলা মুঞি প্রভূর গোচর। রত্নমালা তুলিয়া প্রভুর দিল গলে । দুন্দুভি বাজন হৈল আকাশমণ্ডলে । শঙ্খ-ভেরী মৃদঙ্গ বাজন কোলাহল। নর্তক-নর্তকী নাচে গীত মনোহর। এইরূপে মুঞি যদি বরিল শ্ৰীহরি। উঠিল নৃপতিগণ সহিতে না পারি। তবে কৃষ্ণ মোরে লঞা তুলি নিজরথে । তুলিয়া শারঙ্গ ধস্থ লৈল প্রভু হাথে । চতুৰ্ভুজ হয়্যা মোরে দুই ৪.৩ ধরি । দুই হtথ দিয়া শল্প বক্লিষণ করি ॥ খেদায়্যা নৃপতিগণ চলে যদুরায় । সিংহ দরশনে যেন হরিণ পলায় । সাজিয়া বেঢ়িল পথে কোন বীরগণ । কুৰুরে কেশরী যেন বেঢ়ে অকারণ ॥ শারঙ্গ ঘুড়িয়া কৈলা শর-বরিষণ । লীলায়ে সকল সৈন্ত কৈল নিপাতন ॥ হস্ত পদ কাটা গেল কার নাক কাণ । রণ তেজি গেল কেহ রাখিয়া পরাশ। fরপু-সৈন্ত নিবারিয়া প্রভু হৃষীকেশ । স্বারকামণ্ডলে তবে কৈলা পরবেশ ॥ বিতান তোরণ জাল ধ্বজ ছত্র বালা । বিচিত্র-নিৰ্ম্মাণ-পুরী বিবিধ ভুষণ।। দ্বারকা প্রবেশ কৈলা ত্রিভুবনরায় । পিতা মোর ভক্তিভাবে পুজিয়া পাঠায় ॥ মহামূল্য ধন দিল দিব্য অলঙ্কার। আসন ভূষণ শয্যা নানা উপহার। দাসীগণ দিল দিব্য ভূষণে ভুষিয়া। রথ গজ ঘোড়া দিল রতনে খচিয়া ॥