পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢8३ এ সব সেবিলে নহে ছুরিত-সঞ্চয়। কিন্তু ভেদ বুদ্ধি করি করে পাপক্ষয় ॥ তিলেক মহাস্ত-সেবা যদি মাত্র করে। অশেষ ছুরিত দুঃখ সেইক্ষণে হরে ॥ বার আত্মবুদ্ধি হয় মৃত কলেবরে । ৰাপ্ত পিত্ত শ্লেষ্মা তিন ধাতু মাত্র ধরে। পুত্র মিত্র কলএ আপন করি মানে । বৃক্ষী প্রতিমা দেব এই মাত্র জানে । জলে মাত্র তীর্থ বুদ্ধি নাহি সাধুজনে। এ সব গোখর ( ১ ) কিবা গর্দভ সমানে ॥ (২ ) কৃষ্ণের বচন শুনি মহামুনিগণ । নিশবদে রহে লভে বুদ্ধি হৈল ভ্রম। চিত্ত ৰিমরিষ করি রহে মুনিগণে । হেন অদভুত নাহি দেখি ত্রিভুবনে। ত্ৰিজগত-গুরু হরি দেব-শিরোমণি । লোক বুঝাইতে প্ৰভু বোলে হেন বাণী ॥ আমি-সব বিমোহিত যার মাম্বাজালে । মহাযোগেশ্বর হয়্যা ভ্রময়ে সংসারে ॥ জাপনা আচ্ছাদে প্ৰভু নরলীলা করি । তার মায়। ত্রিভুবনে কে বুঝিতে পারি। জাপনে আপনা স্বজে করয়ে সংহার। আপনে পালন হরি করে আপনার ॥ এক হরি বহুরূপ ধরে নানা সাম । সৰ্ব্বজীবে ৰৈলে প্ৰভু সৰ্ব্বত্র সমান। মাটির নিৰ্ম্মিত ঘট নানা পরকার । ঘট পট সত্য নহে মাটি মাত্র সার। লোক-বিড়ম্বন হেতু নরলীলা করে। কপট-মামুষ-মায়া কে বুঝিতে পারে। সংপ্ৰতি ভকতজন প্রতিকার হেতু। অপার সংসার-সিন্ধু পরিত্রাণ সেতু ॥ পুরুবপুরাণ তুমি নরলীগাধর । বেদপথ রক্ষা হেতু দ্বিজভক্তি কর । তোমার হৃদয়ে বেদ তপযোগময় । ৰেদ্বমুখে শুভাশুভ এ সব নির্ণয় ॥ হেন বেদ ব্রাহ্মণের মুখে উতপতি । তে-কারণে কর তুমি ব্রাহ্মণ-ভকতি। সফল জনম আজি সফল জীবন। সফল সমাধি যোগ সফল নয়ন ॥ ( ১ ) গোখর অর্থে গোগণের মধ্যে খর অর্থাৎ, দক্ষিণ ; অত্যণ্ড গো । ( २ ) cञांशप्नंब्र चांशtबग्न छछ छूनॉनि छांब्रबांशे १ीक७ ॥ শ্ৰীমন্তাগৰত কুল শীল আজি সে সফল তপ জ্ঞান । সৰ্ব্বসিদ্ধি হৈল আজি পরিপূর্ণ কাম। নমো নমো গোবিন্দ মাধব দামোদর। নমো নমো দেবদেব কৃষ্ণ যোগেশ্বর ॥ আপন মায়ায় তুমি আচ্ছাদ আপনা । নিগম নিগৃঢ় তুমি আপনার সীমা। (১) এ সব প্রপতিগণে তোমা নাহি জালে । আছুক আনের কাজ এই যদুগণে । একত্র বসতি বাস শয়ন ভোজন । তভু তত্ত্ব না জানিল যত্ন বৃঞ্চিগণ। হেন মায়া জান তুমি প্রকৃতির পর। তোমার মায়ায়ে নাথ বঞ্চিত সকল। আজি চরণারবিন্দ হৈল দরশন । যোগীর চিস্তিত পদ অঘ বিনাশন। সৰ্ব্বতীর্থ তীৰ্থ সনকাদি সুখানন্দ । বিনিহিত ভকত দুরিত দুঃখবন্ধ। জ্ঞানময় প্রভু তুমি জ্ঞানে সব দেখ। তোমার ভকত করি আমী-সভা রাখ ॥ এতেক বচন বুলি মহা মুনিগণে । স্ততি ভক্তি প্রণাম করিয়া ভগবানে ॥ যুধিষ্ঠির আদি সম্ভাষিয়া জনে জনে। চলিতে উদ্যম কৈলা মহা মুনিগণে । তা দেখিয়া বসুদেব মহা মতিমান । মুনিগণ চরণে করিয়া পরণাম । করজোড় করি বোলে বিনয় বচনে । নমো ননো মুনিগণ করে নিবেদনে ॥ ৰুৰ্ম্ম ছনে কৰ্ম্মনাশ কোনমতে হয় । হেন উপদেশ মোরে দেহ মহাশয় ॥ বসুদেব বচন শুনিএ মুনিগণে । ছুক্ষভঙ্গে নিরখিয়া হালে মনে মনে ॥ শারদ কহিল তবে এ কোন বিস্ময় । ভাল জিজ্ঞাসিলে বস্বদেব মহাশয়। পুত্রবুদ্ধি বস্বদেব করে নারায়ণে । তে-কারণে জিজ্ঞাসিলা আম-সভাস্থানে। নিকটে থাকিলে লোকে করে অনাদর। দূরতীর্থে যায় যেন তেজি গঙ্গাজল ॥ স্বষ্টি স্থিতি প্রলয়ে যাহার নাহি ধ্বংস । নিগুণ পরমানন্দ নিত্য পরছংল। হেন প্ৰভু ধরেন মায়ায় নরলীলা । মাম্বায়ে মাজুব বেশে করে নানা খেলা ॥ ( s ) *it*ांख्ब्र,-"जां★माँग्र भहिभां* ।