পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসুদেবে কি তার বুঝিব অমুভাৰ । আমি-সব হই বার না বুঝি স্বভাৰ । এতেক বচন বুলি যত মহামুনি। ৰমুদেৰ সম্ভাষিয়া বলে কোন ৰাণী ॥ ভাল বসুদেব তুমি মনে কৈলে সার । কৰ্ম্ম হনে কৰ্ম্মবন্ধ খণ্ডিব তোমার ॥ যজ্ঞদান করি কর কৃষ্ণ আরাধন। সৰ্ব্বকৰ্ম্ম করি দেবদেবে সমর্পণ ॥ বিলি কৰ্ম্ম কৈলে নহে চিত্তের সন্তোষ । বিনি কৃষ্ণ-সমর্পণে না হয় নির্দোষ ॥ এই সে উত্তম পথ গৃহস্থের ধৰ্ম্ম । শ্রদ্ধাযুত হৈয়া কর ষজ্ঞ-দান কৰ্ম্ম ॥ দ্যায়-উপার্জিত বিত্ত করি সমর্পণ । শ্রদ্ধা ভক্তি করিয়া ভজিব নারায়ণ ॥ যজ্ঞ দান করি বিত্ত-আশা দূর করি । গৃহবাসে পুত্র-দরে আশা পরিহরি ॥ ভোগ পরিহরি স্বৰ্গ-মুখতোগ আশ । বুদ্ধজনে এইরূপে করে কৰ্ম্ম নাশ ॥ জনকাদি মহাজন আছিল সংসারে । কত কত যজ্ঞদান কৈল ক্ষিতিতলে । পাছে কৰ্ম্ম তেজি তারা গেলা তপোবনে। বসুদেব ভাল তুমি যুক্তি কৈলে মনে । তিন ঋণ লয়্যা হয়ে বিপ্রের জনম । দেৰ-ঋষি পিতৃ-ঋণ এ তিন বন্ধন । যজ্ঞ করি দেব ঋণ সুধিৰ ব্ৰাহ্মণ । বেদ পড়ি ঋষিগণ করিব খণ্ডন। পুত্র জন্মাইঞা শুধি পিতৃগণ-ধার। নহে তিন ঋণে বিপ্র না পায় নিস্তার ॥ তুমি তার দুই ঋণ পুরুবে সুধিলে। ঋষি-ঋণে পিতৃঋণে পরিত্রাণ পাইলে । দেৰ-ঋণ শোধ তুমি মহাযজ্ঞ করি। তবে বসুদেব তুমি হেলে যাবে তরি। ধন্ত তুমি বসুদেব সফল জীৰন । • জগত-ঈশ্বর পুত্র হৈলা মারায়ণ। মুনিগণ-বচন শুনিঞা মহাশয় । বসুদেব আনন্দিত প্রসন্নহৃদয় ॥ মুনিগণ-চরণে করিয়া পরণতি । বিনয় ভকতি করি পূজে মহামতি ॥ বিধি অনুসারে কৈল ব্রাহ্মণ-বরণ । মহাধন ধেন্থ দিল বসন ভূষণ । তবে যজ্ঞ অজুবন্ধ করি শুভক্ষণে । ৰজ্ঞ করে মুনিগণ উত্তম বিধালে। ঐকৃষ্ণ-প্ৰেমতরজিণী & Co. যজায় ব্রাহ্মণগণ বিধি অনুসারে । যজ্ঞ করে বসুদেব আনন্দ মজলে । নরনারী বিরাজিত বসন ভূষণে। বিবিধ কুসুমমালা মুগন্ধি চন্দনে । রাজগণ ৰেমমণি ভূষণে ভূষিত । কন্তরী কুকুম গন্ধ চন্দনে চর্চিত ॥ রাজমহিষীগণ মুদিত বদন। দিব্যমণি অলঙ্কত বসন ভূষণ । अंब्ध cउब्रेौ धृक्षण चांछन प्रयणण । নর্তক-নর্তকীগণ-স্বত্য মনোহর । স্থত মাগধে স্তুতি করে মুললিত। গন্ধৰ্ব্ব কিন্নরে গায়ে স্বমধুর গীত ৷ তবে বস্বদেব মহা অভিষেক করি । নয়নে অঞ্জন পীত পরিধান ধরি ॥ অঙ্গে পরে হেম মণি দিব্য অলঙ্কার ॥ করন্থে রমণীগণ মঙ্গল আচার । অষ্টাদশ পত্নী মাঝে শোভে মহাশয়। তারকামণ্ডলে যেন চান্দের উদয় ॥ ঘুকুল বলয় হার কুণ্ডল নুপুর । অলঙ্কত নরনারী মঙ্গল প্রচুর । পীতবাস পরিধান যাজ্ঞিক ব্রাহ্মণ । যজ্ঞ ঘরে বিরাজিত দীপ্ত হুতাশন ॥ রাম-কৃষ্ণ দুই ভাই নিজজন সঙ্গে। বিহরে জীবনানন্দ নানারস-রঙ্গে । যজ্ঞপূর্ণ কৈল যদি যাজ্ঞিক ব্রাহ্মণ । পূর্ণ দিল বসুদেব হরবিত মন ॥ বিবিধ দক্ষিণ দিয়া পূজিলা ব্ৰাহ্মণ । গো ভুমি কাঞ্চন কন্যা দিলা মহাধন। অতিবেক-স্নান কৈল যজ্ঞশেষ জলে। রামভুদে স্বান কৈল বিধি অনুসারে। মুনিগণে দিল বস্ত্র নানা অলঙ্কার । সৰ্ব্বলোক পূজা কৈল পতিত চণ্ডাল ॥ কুকুর পর্য্যস্ত পূজা কৈল অন্নপানে। সৰ্ব্বলোক পূজা কৈল বসন ভূষণে । বিদৰ্ভ কোশল কুরু কেকয় স্বজয়। পাঠায় সকল লোকে করিয়া বিনয়। স্বর মুনি পিতৃগণ গন্ধৰ্ব্ব চামুণ । যজ্ঞ প্রশংসিয়া গেলা আপন ভবন ॥ ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্ৰোণ বিন্ধুর গান্ধারী। কৰ্ণ দুৰ্য্যোধন আদি যত পুরনারী ( ১ )। (s) *itáiछब्र,-"ञब्रनtद्रौ* '