পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28bア হরষিত নরনারী শ্ৰীমুখ দেখিয়া । সব লোকে যায় হরি কৃতাৰ্থ করিয়া ॥ দুরিত-হরণ-যশ সৰ্ব্বলোকে গায়। নিজ যশ শুনিতে কৌতুকে চলি যায়। মিথিলা নগরে তবে উঠিল৷ শ্ৰীহরি। আনন্দিত হৈলা লোক পুর-নরনারী ॥ পাদ্য অর্ঘ্য লঞা লোক হৈলা আগুয়ান । ভূমিতে পড়িয়া কৈল দও পরণাম ॥ শিরে কর ধরিয়া দাওীয় চারি পাশে । শ্ৰীমুখ দেখিয়া লোক পুরিল হরিষে । শ্রতদেব বহুলtশ্ব পড়িয়া চরণে । নিমন্ত্রণ কৈলা দোহে আতিথ্য বিধানে ॥ প্রণত কন্ধর হই শিরে ধরি কর । দ্বিজগণ লৈয়া প্রভু আইল মোর ঘর। বুঝিয়া দোহার চিত্ত দৈবকীনন্দন। চলিলা দোহার ঘরে লয়্যা মুনিগণ ॥ সব সৈন্ত পরিকর দুই রূপ করি। দুই ধর সেনা প্ৰভু দুই রূপ করি। দোহে না জানিলা প্ৰভু গেলা দোহা ঘরে । মজিল দুহার চিত্ত আনন্দ-সাগরে । আনিএ জনক রাজা কনক আসলে । ৰসায়্যা পূজিল হরি আনন্দিত মনে ॥ শিরের উপরে ধরি করিয়া বন্দন । পুণ্যজল দিয়া দুই পাখালে চরণ ॥ সব বন্ধু বান্ধবে রাজা শিরে জল ধরে। আনন্দে ছিটায় জল এঘর ছয়ারে ॥ গন্ধ মাল্য ধূপ দীপ বসন ভূষণে । কৃষ্ণপদ পূজে রাজা মধুর বচনে । দিব্য গন্ধ ৰসন ভূষণ ধূপ দীপে। মুনিগণ চরণ পূজিল একে একে ॥ বুকের উপরে ধরি কমল চরণ । ধীরে ধীরে করে রাজা পাদ-সংবাহন ৷ আজ পুলকিত রাজা গদগদ ভাষা । কি বোলে নৃপতি-সিংহ করিয়া সম্ভাষা । সৰ্ব্বভুত আত্মা তুমি সাক্ষী স্বপ্রকাশ । নর বেশ ধরি কর আনন্দ বিলাস । নিরবধি পদযুগ করি স্মঙরণ। তে কারণে পাদপদ্ম হৈল দরশন। সত্য করিবারে চাহ আপনার বাণী । তে কারণে দরশন দিলে চক্রপাণি ॥ একান্ত ভকত ৰিলে সহস্ৰ-বদন । শঙ্কর বিরিঞ্চি মোর নহে প্রিয়তম । শ্ৰীমদ্ভাগবত লেরূপ কমলা দেবী নহে প্রিয়তমা । ভকতের সহে মোর কারো নাহি সীমা ৷ সত্য করিবারে চাহ আপন বচন । তে-কারণে তুমি নাথ দিলে দরশন। হেন দয়ানিধি তুমি যে তোমাকে জানে। সে জনে তোমাকে নাথ তেজিব কেমনে ॥ শাস্ত দাস্ত আকিঞ্চন ভকত দেখিয়া । বশ হৈয়া থাক তুমি আপনারে দিয়া । যদুবংশে সম্প্রতি করিয়া অবতার । দুরিত-দহন যশ কর পরচার ॥ নমো নারায়ণ কৃষ্ণ বিষ্ণু ভগবান। ৰৈকুণ্ঠ মাধব হরি পুরুষ পুরাণ ॥ কথোদিন মোর ঘরে রহ কৃপা করি। পদরজে মোর কুল পরিত্রাণ করি ॥ মুনিগণ সহে প্রভু রহ মোর ঘরে । পবিত্র সকল লোক হৌক পদজলে । তৃত্যের বচন শুনি ভকতবৎসল । সগণে রহিলা হরি মিথিলা নগর । শ্রতদেব ঘরে যদি গেলেন শ্রীহরি । ভূমিতে পড়িয়া বিপ্র পরণাম করি ॥ বসন চুলায় বিপ্ৰ নাচে বাহু তুলি। চরণে লোটায় বিপ্র হরি হরি ৰলি ॥ কুশের আসন বিপ্ৰ আনিএ ভেটায় । তৃণছাল পাতি পাতি সগণে বসায় ॥ কমণ্ডলু তরিয়া ব্রাহ্মণী দেই জল । হরিষে পাখালে বিপ্র চরণযুগল। সবন্ধু-বান্ধবে বিপ্র পদজল ধরে । আনন্দে ছিটায় জল এবর দুয়ারে । বিরজার মূল জল সুগন্ধি মুক্তিকা । কোমল তুলসীদল পদ্মের কণিকা। পুণ্যজল নীরাজন করি সমর্পণ । ভক্তিভাবে করে বিপ্র কৃষ্ণ-আরাধন ॥ মনে চিস্তে ৰিপ্র মূঞি হেন সে ৰঞ্চিত । গৃহ-অন্ধকূপে মুঞি কেৰল পতিত ॥ সৰ্ব্বতীখাম্পদ যার পাদপদ্ম ধূলি। তার দরশন হয়ে কোন তপ করি ॥ মুনিগণ পদরজে তীর্থ কোটি ৰৈলে । কোন তপ করি মুঞি লভিল সবংশে ৮ তবে শ্রুতদেব বিপ্র সপুত্ৰ ৰান্ধবে। পাদ লম্বাহন বিপ্র করে তক্তিভাবে ॥ চিত্ত সমাধানে কিছু করে নিৰেদন । পরম পুরুষ তুমি অনাদি নিধান ॥