পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আজি দেখা দিলে তুমি এই সত্য নহে। যখনে স্বজিয়া তুমি প্রবেশিলে দেহে ॥ তখন তোমার সহে হয় দরশন। মায়ায়ে মোহিত আমি না বুঝি কারণ ॥ স্বপনে পুরুষ যেন নানা মূৰ্ত্তি হয় । আপনা পাসরে জীব সেই মনে লয়। তোমার মায়ায়ে সব লোক বিমোহিত । তোমা পালরিয়া লোক কেবল বঞ্চিত ॥ শ্রবণ কীৰ্ত্তন পদ-ৰন্দন অর্চন। যে জন তোমার করে সদত চিন্তন। তার চিত্তে দেহ তুমি আপনে প্রকাশ । সেইক্ষণে হয়ে তাব অরিদ্যা বিনাশ ॥ হৃদয়ে থাকিয়! তুমি আছ অতিদূর । যে জন সংসার রত কৰ্ম্মেতে ব্যাকুল ৷ নমো নমো চরণ পঙ্কজে নমস্কার । প্রকৃতি পুরুষ পর স্বতন্ত্র বিহার। আজ্ঞা দেহ কোন কৰ্ম্ম করিব তোমার। আজি সে খণ্ডিল মোর এ ঘোর সংসার। যাবত তোমার সহে নহে দরশন । ভাবত জীবের থাকে এ ভৰ-বন্ধন ॥ বিপ্রের বচন শুনি দেব-শিরোমণি । হাথে হাথ ধরিয়া কি বোলে চক্রপাণি ॥ শুন শুন দ্বিজবর কহিব বিশেষ । কহিব তোমারে বিপ্ৰ ধৰ্ম্ম উপদেশ ॥ অনুগ্রহ করিতে এ সব মুনিগণ । তোমার মন্দিরে আলি হৈল উপসন্ন ॥ ভুবন পবিত্র করে দিয়া পদরেণু । লোক-পরিত্রাণ-হেতু ধরে দ্বিজতন্তু । শ্রীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী পুণ্যতীর্থ পুণ্যক্ষেত্র দেব শিলাময়। দরশনে পরশনে করে পাপক্ষয় ॥ এ সব পবিত্র করে কিন্তু চিরদিনে । তিলেকে পবিত্র করে সাধু দরশনে ॥ জনমিলে মাত্র শ্ৰেষ্ঠ বুলি দ্বিজকুলে। কি বুলিব যদি বিদ্যা তপ তুষ্টি ধরে । চতুভূজরূপ মোর নিজ কলেবর । ব্ৰাহ্মণ চাহিতে তেন নহে প্রিয়তর ॥ সৰ্ব্ববেদময় বিপ্র সভার প্রধান । সৰ্ব্বদেবময় আমি পুরুষপুরাণ ॥ সৰ্ব্বলোক গুরু বিপ্র সভার ঈশ্বর । দ্বিগুরূপে ধরে বিপ্ৰ বিষ্ণু-কলেবর ॥ ন জানিএ দুইজনে অবজ্ঞান করে। সকল প্রতিমা মাতে দৈববুদ্ধি ধরে ॥ ব্রাহ্মণ প্রসাদে আমি করিয়ে স্বজন । ব্রাহ্মণপ্রসাদে করি প্রলয় পালন ॥ এ ৰোল বুঝিয়া তুমি পুঞ্জ মুনিগণ । সেই সে আমার পূজা ভক্তি আরাধন ॥ কুষ্ণের বচন শুনিয়া শ্রবণে । মুনিগণে পূজা কৈল বিবিধ বিধানে ॥ এইরূপে কথোদিন রহি ভগবান । দুই ভকতের তরে কহে তত্ত্বজ্ঞান । ব্ৰহ্ম-পরায়ণ বেদ ব্ৰহ্মমস্ত্ৰে কহে । ব্রহ্ম বিনে আর যত কিছু সত্য নহে ॥ এই উপদেশ করি লৈয়া মুনিগণ । চলিলা দ্বারকাপুরে দৈবকীননান। ভক্তিরসগুরু শ্ৰীগদাধর জান । ভাগবত আচাৰ্য্যের মধুরসগান ॥ ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং ৰৈয়াসিক্যাং দশমম্বন্ধে বড়শীতিতমোছধ্যায়ঃ ॥ ৮৬ ৷ সপ্তাশীক্তিত্তম অধ্যায় | তৰে পরীক্ষিত রাজা ভাৰিয়া বিস্ময় । নিয়ে পুছিল কিছু বুঝিতে নির্ণয় ॥ নিগুণ নিষ্কল ব্রহ্ম প্রমাণরহিত । প্রকৃতি-পুরুষপর উপাধি-বর্জিত ॥ আপনে লগুণ বেদ লিগুণের মৰ্ম্ম । बिेङ्गं षििनब ७क ॰ङि बएंचष ॥ মুনি বোলে ভাল রাজা কহিলে সৰ্ব্বথা । বে তুমি জিজ্ঞাস কতো নহে ত অন্তথা। জীবের ইঞ্জিয় প্রভু স্বজিল আপনে । বুদ্ধি প্রাণ মন স্বজে জীবের কারণে । ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ সাধিবার তরে । জীবের কারণে প্ৰভু স্বষ্টি লীল করে।