পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ● ○○ এইরূপে পূর্ণ তুমি মহা জ্যোতিৰ্ম্ময় । তোমা হনে সৰ্ব্বজীবের উৎপতি হয়। তুমি সে পালন কর তুমি কর নাশ । তোমা হনে সৰ্ব্বজীবের শক্তি-পরকাশ । ব্ৰহ্ম করি সর্বজীব বুলি তে-কারণে । ভিন্ন ভিন্ন সৰ্ব্বজীব নড়ে তোমা ছনে ॥ পিতা হনে কিছু পুনের অগুর তে-কারণে ব্রহ্ম বুলি সব চরাচর । সৰ্ব্বজীবগতি পতি প্রকৃতির পর। তুমি আদি অন্ত মধ্য মহামহেশ্বর ॥ ৰে ৰোলে বিবাদ করি লঞা তর্ক বল। ঈশ্বরের সহে নাহি জীবের অন্তর ॥ সে কিছু না জানে তত্ত্ব বোলে তর্ক ধরি। ঈশ্বর কিঙ্কর দুই বোলে এক করি । যে বোলে আমি সে জানি সে কিছু না জানে। তার মত শুদ্ধ লহে বোলে অভিমানে ॥ যে বোলে না জানি মূঞি সেই সে পণ্ডিত । অভয় পদারবিন্দে সকল fবদিত । প্রকৃতির উৎপত্তি না হয় ঘটনা। পুরুষের জনম না করি নিরূপণ ॥ পুরুষ-প্রকৃতি পর অঞ্জ সনাতন । কোনমতে নাহি ঘটে দোহার জনম ৷ কাহারে বুলিব জীব জনম কাহার। কাহার মুকতিপঙ্গ কাহার সংসার। শ্রীতিগণ তাতে এই করে নিরূপণ। প্রকৃতি পুরুষ যোগে জীবের জনম ॥ জলের বুদবুদ যেন নহে জল বিনে । পবনে সঞ্চার যেন চলয়ে পবনে ॥ বিলি জল পবনে না হয় বুদবুদ । প্রকৃতি পুরুষ বিনে নছে সৰ্ব্বভুত ॥ তোমা হৈতে প্রকৃতি পুরুষ উপাদন। প্রকৃতি পুরুষ হৈতে জগত নিৰ্ম্মণি ॥ প্রলয়ে সকলে তুমি থাক অবশেষ । প্রকৃতি পৰ্য্যস্ত করে তোমাতে প্রবেশ ॥ নদ নদী প্রবেশিয়া সাগরের জলে । আপনার নাম গুণ আপনে পালরে। নানা পুস্পয়ল যেন মধুরসে মেলি। মধুময় হয় যেন আপন পাসরি । এইরূপ সকল তোমাতে পরবেশ । তোমা বিনে কিছুই না থাকে অবশেষ। ভোমা হতে হয় সৰ জীৰ উতপন্ন। প্রগয়ে সকল ছরে তোমাতে নিধন । а е কল্পে কল্পে ভ্রমে জীব এ ঘোর সংসারে । ভক্তিযোগ বিনে কেহো সংসার না তরে ॥ বুঝিয়া জীবের গতি মহাবুধজনে । ভকতি করিয়া দুই অভয় চরণে ॥ ত্রিভুবনে ভক্তিযোগ করিয়া বিস্তার। লীলামাত্রে হয়ে ঘোর সংসারের পীর ॥ যে পুন পদারবিন্দে পরিচর্য্যা করে। তার কি সংসার ভয় হয় কোন কালে । কালচক্র তোমার কেবল ভুরুতঙ্গ । ভকতিবিমুখ জনে বাঢ়ায় তরঙ্গ । ভকতজনের কভো নাহি কালভয় । ভকতৰৎসল তুমি হেন কৃপাময় ॥ ভক্তিযোগ নহে কভো গুরু কপা বিনে । তে-কারণে গুরুসেৰ কহে শ্রীতিগণে ॥ সকল ইন্দ্রিয়গণ করিঞা রোধন । যতন করিয়া করি পবন সংযম ॥ চঞ্চল দুৰ্ব্বার ঘোর মন তুরঙ্গম । বিবিধ উপায় যদি করয়ে দমন ॥ গুরু রণারবিনে দূরে পরিহরে । বিবিধ যতনে মন নিবারিতে নারে ॥ বিনি ওফ উপদেশে স্থির নহে মন । গুৰু কৃপা বিণে কারো না ঘুচে বন্ধল । কাণ্ডারী তেজিয়া যেন চলে বাণিজার সাগরে মজিয়া মরে কতো নহে পার ॥ স্বত বিত্ত পণ্ড দার বন্ধু পরিজন । এ সব বিপদপদে কোন প্রয়োজন ॥ তুমি নাথ থাকিতে সাক্ষাত রসসিন্ধু। সৰ্ব্বজীব প্রিয় আত্মা ইষ্ট ধন বন্ধু । তুমি সৰ্ব্বরল মুখময় গুণধাম । সত্য করি যে না জানে হয়্যা আগেয়ান । স্ত্রীঘরে মুখ সবে সত্য করি মানে । তার মুখ কোন কালে নাহি ত্রিভুবনে ॥ অশেষ-বিপদপদ সহজে নশ্বর । হেন গৃহমুখে জীব প্রমে নিরস্তর ॥ তোমাকে ভঞ্চিলে নাথ কি কি মুখ নয় । পরম-পরমানন্দ-মুখ-রলময় ॥ এই লে কারণে গুরু-উপদেশ ধরি । মহামুনিগণে তত্ত্ব নিরূপণ করি । তোমার চরণ ধরি হৃদয়-কমলে। মদ মান অহঙ্কার তেজিয়া সকলে । মহাপুণ্য তীর্থ সম গুরু সমিধানে। দেছ মন নিয়োজিয়া তোষার চরণে ॥